গুগল কে চেনেন না এমন লোক পায় পাওয়ার কঠিন। এটি একটি বিশাল রহস্যময় সার্চ ইঞ্জিন। এটির মধ্যে রয়েছে হাজার হাজার ট্রিক্স বা ফিচার।
আজকে আমি আপনাদেরকে তার মধ্যে থেকে দশটি মজাদার এবং কাজের টেক্সট শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়।
১. গুগল ড্রাইভ
আপনি কি একজন মুভি লাভার? আপনি কি নতুন কোন মুভি কিনার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ট্রিক্সটি আপনার জন্যই।
এই ট্রিক্স টি ফলো করে আপনি যে কোন মুভির ডাইরেক গুগল ড্রাইভ এর ডাউনলোড লিংক পাবেন।
তো সেটি করার জন্য প্রথমে google এ প্রবেশ করুন। এবং আপনি যেই মুভিটি ডাউনলোড করতে চান সেই মুভির নাম লিখে স্পেস দিয়ে gdrive লিখে সার্চ করুন।
তাহলে যদি কেউ সেই মুভিটি তার গুগল ড্রাইভে আপলোড দেয় এবং সেই আপলোড লিংকটা পাবলিক কোন জায়গায় দিয়ে থাকে তাহলে সেটি আপনি পেয়ে যাবেন।
এবং সহজেই এক ক্লিক করেই সেই মুভিটি ডাউনলোড করে নিতে পারবেন।
এই টিক্সটি ফলো করে ৯৫% ই যেকোনো মুভি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।
২. কপিরাইট ফ্রি ইমেজ।
আপনি কি একজন ইউটিউবার বা কোন ব্লগ রাইটার? বা কোন কাজের জন্য কপিরাইট ফ্রি ইমেজ খুজতেছেন?
তাহলে এই ট্রিক্সটি আপনার জন্যই। এই টেক্সটি ব্যবহার করে আপনি আনলিমিটেড ফ্রি কপিরাইট ইমেজ পেয়ে যাবেন। তো সেটি করার জন্য নিচের স্ক্রিনশট এবং স্টেট গুলো ফলো করেন।
প্রথমে google এ প্রবেশ করুন এবং যেই রিলেটেড ছবি চান সেটি লিখে সার্চ করুন। তারপর ছবিতে ক্লিক করুন।
তারপর বাম দিকের এরকম আইকনে ক্লিক করুন।
তারপরে ব্যবহারের অধিকার এ ক্লিক করুন।
তারপর ক্রিয়েটিভ কমন লাইসেন্স সিলেক্ট করে দিন।
তারপর যেই ছবিগুলো পাবেন সেই ছবিগুলো নির্দ্বিধায় যেকোনো কাজে কোন রকম কপিরাইটের ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন।
৩. ইমেজ সার্চ
মনে করেন আপনার কাছে কোন ছবি আছে এবং আপনি জানতে চান যে ছবিতে থাকা লোকটি কে? বা ছবিতে থাকা স্থানটি কোথায়?
কিন্তু আপনি তো জানেন না যে কিভাবে গুগল থেকে এই তথ্যটা সহজেই জেনে নেওয়া যায়। অথবা মনে করেন ফেসবুকে কেউ আপনাকে একটা ছবি দিয়ে বলতেছে যে এটা উনার ছবি।
এবার আপনি কিভাবে বের করবেন যে এটা উনার ছবি না অন্য কোথাও থেকে ডাউনলোড করা কোন ছবি?
আপনি যদি এসব কিছু সহজেই জানতে চান তাহলে এই ট্রিক্সটি আপনার জন্য। এতে করার জন্য প্রথমে গুগলে প্রবেশ করবেন। এবং উপরে ডান দিকের থ্রিটর আইকনে ক্লিক করবেন।
তারপর ডেস্কটপ সাইট অন করে দিন।
তারপর ইমেজে ক্লিক করুন।
তারপরে যেই ইমেজটি সার্চ করতে চান সেই ইমেজটি সিলেক্ট করে দিন।
তারপরে সেই ইমেজ সম্বন্ধে সকল তথ্য এখানে পেয়ে যাবেন।
এখান থেকে আপনি এই ইমেজটি কোথা থেকে ডাউনলোড করা হয়েছে বা এই ইমেজ সম্বন্ধে কোন ওয়েবসাইটে লেখা থাকলে সেটিতে প্রবেশ করে এই ইমেজে থাকা ব্যক্তি বা জায়গা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন।
৪. কারেন্সি রেট
আপনি কি বলতে পারবেন বর্তমানে বাংলাদেশী এক টাকায় অন্যান্য দেশের কত টাকা হয়। বা আপনি যদি এই বিষয়ে জানতেও চান তাহলে সঠিক তথ্যটি কোথায় পাবেন?
যদি আপনি এই সমন্ধে জানতে চান তাহলে এই ট্রিক্স টি ফলো করতে পারেন।
তৈরি করার জন্য গুগলে যে দুই দেশের মুদ্রার রেট সম্বন্ধে জানতে চান সেই দুইটি দেশের মুদ্রার নাম লিখে মাঝখানে to লিখে সার্চ করে দিবেন।
তাহলে বর্তমান সেই দুই দেশের মুদ্রার রেট সম্বন্ধে জানতে পারবেন।
৫. উইন্ডো 93
এখনকার যুগে আমরা অনেক এডভান্স উইনডোস ব্যবহার করতেছি। তারপরেও প্রথম প্রথম কোন জিনিসের যেমন মজা থাকে পরে তেমনটা থাকে না।
আপনারা কেউ যদি উইন্ডোজ ৯৩ ব্যবহারের মজা নিতে চান তাহলে এই ট্রিক্স টি ট্রাই করে দেখতে পারেন।
তো সেটি কি করার জন্য ডাইরেক গুগলে সার্চ করুন window 93 লিখে। এবং প্রথমে আসা search রেজাল্টটিতে ক্লিক করুন।
কিছুক্ষণ পর এই ওয়েবসাইটে উইন্ডোজ ৯৩ চালু হয়ে যাবে। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা উইন্ডোজ ৯৩ ব্যবহারের কিছু মজা নিতে পারেন।
৬. ক্যালকুলেটর
আপনার যদি একটি বড়সড়ো অংক করার প্রয়োজন পড়ে এমন অবস্থায় কি করবেন? আপনারা চাইলে আপনাদের ফোনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
তবে সেটিতে আপনারা একটা হিসাব করার পর তার সাথে অন্য কোন হিসাব যোগ করলে আগের হিসাবটি হারিয়ে যায়।
কিন্তু আপনারা যদি সবকিছু টোটাল হিসাব একবারে করতে চান তাহলে গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন।
সেটি করার জন্য আপনারা সার্চ অপশনে ঠিক আপনাদের হিসাবটি তুলে শেষে সমান সমান চিহ্ন দিয়ে সার্চ টি ইন্টার করতে হবে।
তাহলেই হিসাবটি পেয়ে যাবে।
ব্যক্তিগতভাবে আমার ফোনের ক্যালকুলেটর এর চেয়ে google এর ক্যালকুলেটরটি বেশি সুবিধা জনক মনে হয়।
৭. google under water
কেমন হবে যদি গুগল পানির মধ্যে ভেসে থাকে? আর গুগলের সার্চ বাড়ে মাছেরা খেলা করে? নিশ্চয়ই এটা অনেক মজাদার অভিজ্ঞতা হবে।
গুগলকে পানির মধ্যে দেখতে চাইলে গুগলে সার্চ করুন google underwater লিখে। এবং প্রথম ওয়েবসাইট টিতে প্রবেশ করুন।
তারপর গুগলকে আপনি পানিতে ভাসতে দেখবেন এবং আরো দেখবেন যে মাছেরা গুগলের সার্চ বারে খেলা করছে।
৮. বিভিন্ন দিবস সম্পর্কে জানা
আপনি যদি কোন দিবসের সঠিক তারিখ জানতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে এটি। আপনি যে দিবস বা উৎসব সম্পর্কে জানতে চান সেটি লিখে গুগলে সার্চ করুন।
google আপনাকে ডাইরেক সেই দিবসটি কত তারিখে হতে যাচ্ছে সেটি বলে দিবে। নিচে স্ক্রিনশটটি দেখুন।
৯. পরিমাপ সম্পর্কে জানা
আপনি যদি ওজন তাপমাত্রা ইত্যাদি কোন জিনিসের সঠিক পরিমাপ জানতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন।
সেটি করার জন্য যেই দুইটির একক পরিমাপ জানতে চান সেই দুটি লিখে মাঝখানে to লিখে গুগলে সার্চ করুন। তাহলেই google আপনাকে সেটার সঠিক পরিমাপ জেনে দিবে।
১০. ফ্লিপ এ কয়েন
বর্তমানে সবকিছুই অনলাইনে হয়েছে। আপনি চাইলে এখন অনলাইনেই কয়েন টস করতে পারেন। এর জন্য গুগলে সার্চ করতে হবে flip a coin লিখে।
তারপর গুগল আপনাকে টস করার জন্য করেন স্ক্রিন দিবে। এখানে আপনারা ইচ্ছামত টস করতে পারেন।
তো এই ছিল আজকের কিছু মজাদার ট্রিক্স। দেখা হবে আবারো পরবর্তী কোন টিপস এন্ড ট্রিকস টিউটোরিয়াল এ। আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.