প্রতিনিয়ত আমরা আমাদের করা অনেক ছোটখাট ভুল থেকে ফোনের অনেক ক্ষতি করে থাকি । মোবাইল ফোনের ভাইরাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি তবে মানি না ।
যার কারনে আমাদের ফোন ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং আমাদের ফোনের পারফরম্যান্স অনেক কমে যাচ্ছে । আসুন জেনে নিই ফন কিভাবে ভাইরাস মুক্ত রাখা যায় ।
ফোন আমাদের প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ডিভাইস । আমরা কমবেশি সবাই স্মার্ট ফোন ব্যবহার করে থাকি ।
কিন্ত আমাদের আজেবাজে কিছু কাজ করার কারনে ফোন ভাইরাসে আক্রান্ত হয় এবং ফোনের পারফরম্যান্স কমে যায় । শুধু তাই নয় এই ভাইরাস গুলোর কারণে ফোন অনেক হ্যাং করে । যে ভাবে আমরা ফোন ভাইরাস মুক্ত রাখতে পারি?
১ . অবাঞ্ছিত লিংকে প্রবেশ না করা
আমরা এই ব্যাপারে একেবারেই উদাসীন। চট করেই যেকোন আজেবাজে লিংকে প্রবেশ করি এবং ফোন কে ভাইরাসে আক্রান্ত হতে সাহায্য করি ।
এ সমস্ত লিংক কোন কাজের নয় বরং ফালতু ভাইরাসে ভর্তি । এ সমস্ত লিংক এড়িয়ে চলতে হবে।
২ . উল্টাপাল্টা এডাল্ট ওয়েবসাইটে প্রবেশ না করা
কম বয়সী ছেলে মেয়েদের সবচেয়ে আকর্ষণ এই ওয়েবসাইট গুলো হয়ে থাকে । সাধারণত এডাল্ট ওয়েবসাইটে বিভিন্ন আজেবাজে অসামাজিক কন্টেন্ট দেখার জন্যই সবাই ভিসিট করে। এই ওয়েবসাইট গুলো থেকে বিরত থাকতে হবে ।
৩ . ক্ষতিকর এপ ইনস্টল না করা
মোবাইল ফোনে অকার্যকর এপ ইনস্টল করলে এগুলো ফোন কে ভারি করে তোলে । আর এই এপগুলো ব্যবহার করার কারনে ফোনে প্রতিনিয়ত ভাইরাস প্রবেশ করতে থাকে ।
তাই অপ্রয়োজনীয় এপ ব্যবহার না কারাই উত্তম ।
৪ . ডার্ক ওয়েবসাইট ব্রাউজ না করা
বর্তমান অনেক ডার্ক ওয়েবসাইট রয়েছে এগুলো ফোনের ব্যপক ক্ষতি করে । মূলত এই ওয়েবসাইট গুলো ফালতু সব কন্টেন্ট দিয়ে ভর্তি ।
এইগুলো দেখার জন্যই সবাই ব্রাউজ করে । এগুলো এড়িয়ে চলতে হবে ।
এই বিষয় গুলো অনুসরণ করে আপনার ফোন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই । এগুলো মাথায় রেখে ফোন চালালে দেখবেন আপনার ফোন ভাইরাস মুক্ত এবং ফোনের পারফরম্যান্স অপরিবর্তিত।
ধন্যবাদ সকল কে?
You must be logged in to post a comment.