ছবি থেকে টেক্সট কপি করার সবচেয়ে সহজ ২ টি উপায় জেনে নিন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকে আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হোলাম।এই পোস্টটি আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে শিখাবো কিভাবে আপনারা যে কোন ছবি  থেকে লেখাগুলো বা টেক্সট কিভাবে কপি করতে পারবেন এবং আপনি সেগুলো আপনার কাছে বা বিভিন্ন বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন খুব সহজে।

পোস্টে টাইটেলে আমি লিখেছিলাম যে আজকে আমি আপনাদের দুটি উপায় শিখিয়ে দিব যেগুলি উপায়ে ফলো করলে আপনারা খুব সহজেই ছবি থেকে টেক্সগুলো 

কপি করতে পারবেন। আপনি কোন পরিশ্রম ছাড়াই শুধুমাত্র একটি ক্লিকে কপি করে নিতে পারবেন এবং সে কপি করার টেক্সট গুলো আপনি যেকোন জায়গায় রেখে অথবা আপনি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন। ২টি পদ্ধতি আসলেই খুব সহজ এবং আমি দুটো ই শেখাব।

আপনাদের এই কাজটি করার জন্য আপনার যেকোনো একটি ফলো করতে পারেন এবং  আপনারা দুটোই ফলো করতে পারেন সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছা।

আশা করি আপনারা পুরো পোস্টটি পড়বেন মনোযোগ সহকারে এবং আপনাদের পোস্টটি অনেক কাজে আসবে আশা করি এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি সম্পূর্ণ বিস্তৃত টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের এই দুটি ট্রিকস শিখিয়ে দিব এবং আশাকরি আপনাদের কোন সমস্যা হবে না। তাহলে আজকের পোষ্টের মূল টপিক আমি চলে যাচ্ছি।

প্রয়োজনীয়তা:

এখন আমি আপনাদের বলবো যে এই ইমেজ বা ছবি। 

থেকে টেক্সট কপি করে আমাদের লাভটা কি হবে বা এই সব কাজের আমাদের প্রয়োজনটা  কি ক্ষেত্রে ।এই ট্রিকস মেনে এপ্লাই করতে পারব এবং কিভাবে আমাদের সময় এবং পরিশ্রম বাজবে।

ধরুন আপনি কোন অফিসে কাজ করছেন এবং আপনার অফিসের একটি কাজ দিয়েছে যে কোন একটি ফাইল এর লেখা  আপনাকে সেই লেখাগুলো আপনাকে কম্পিউটারে টাইপ করতে হবে এবং সেটি আপনাকে ইমেইলের মাধ্যমে আরেক জায়গায় পাঠাতে হবে।

এখন আপনি কি করবেন আপনাকে সেই ফাইল দেখে দেখে আপনাকে টাইপ করতে হবে এবং আপনার সম্ভাবনা থাকতে পারে ভুল হয়ে যাওয়ার এবং প্রচুর সময় এবং পরিশ্রমের ব্যাপার আছে যেটি আমাদের লাগবে।

সে ক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি এপ্লাই করতে পারবেন এবং মাত্র 1 মিনিটেরো কম সময়ে আপনারা এই ছবি থেকে লেখা গুলো আপনারা কপি করে নিতে পারবেন এবং আপনাদের যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন যেখানে আপনার প্রচুর সময় এবং পরিশ্রম ব্যয় হওয়া থেকে রক্ষা পাচ্ছে।

এই পোস্টে আমি আপনাদের সম্পূর্ণভাবে শিখিয়ে দিব। জাস্ট আপনাদের যেকোন ইমেজ থেকে আপনারা আপনাদের লেখাগুলো কপি করতে যাচ্ছেন তার একটা ছবি লাগবে এবং সেই ছবি আপলোড করে আপনারা অটোমেটিক্যালি লেখাগুলো কপি করে নিতে পারবেন এবং আপনাদের যেকোনো কাজে সেগুলো ব্যবহার করতে পারবেন।আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে এই কাজটা গুরুত্বটা কত এবং এটি আসলে কতটা সময় এবং পরিশ্রম থেকে আমাদের বাচাবে।

প্রথম উপায়:

আমি আপনাদের দুটো উপায় দেখিয়ে দিব তো আমি প্রথম উপায়টির বিস্তারিত টিউটোরিয়াল শুরু করছি। প্রথমত এটি হলো আপনাদের একটি অ্যাপস প্রয়োজন হবে।

তো  আপনাদের ফোনে ইন্সটল করা থাকলে ভালো এবং না থাকলে কোন সমস্যা নেই আমি আপনাদের বলে দিচ্ছি। অ্যাপসটি ইন্সটল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন "Keep Notes".

 "Keep Notes"লিখে সার্চ দিলে আপনাদের অ্যাপসটি চলে আসবে এবং আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

এই অ্যাপসটি মূলত গুগলের  এবং আপনারা বুঝতেই পারছেন এই অ্যাপসটি অনেক জনপ্রিয় এবং 100 মিলিয়ন এর উপর ডাউনলোড রয়েছে এবং এর রেটিং অনেক ভালো।

ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনারা নিচে প্লাস বাটন [Plus button] দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

ক্লিক করলে আপনাদের একটি পেইজ চলে আসবে এবং এই পেজের মূলত আমরা বিভিন্ন কিছু  নোট করে রাখে এবং আমাদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য অনেকেই এখানে নোট করে থাকে। 

তারপর এখানে আপনাদের পছন্দমত যেকোনো একটি টাইটেল দিয়ে দিবেন এবং তারপরে নিচে কিছু লিখবেন যেকোনো কিছু হতে পারে। লিখার পর আপনারা নিচে plus icon অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।

সেকেন্ড অপশননে Add image অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন।

ক্লিক করার পর আপনার image folder open হবে আর যে ছবি থেকে টেক্সট কপি করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। 

ক্লিক করার পর ইমেজটি অটোমেটিক্যালি গুগোল নোট এ আপলোড হয়ে যাবে। তারপর আপনারা সেই ছবির ওপর একটি ক্লিক করবেন।

ক্লিক করার পর আপনারা উপরের  3 for option/menu দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।

আপনারা সর্বপ্রথম অপশনটি Grab text image অপশন রয়েছে।

অপশনটিতে ক্লিক করার পর সাথে সাথে ছবিতে যেসব টেক্সট ছিল সেগুলো গুগোল নোটস লেখা হয়ে যাবে এবং আপনি চাইলে সেই লেখাগুলো এগুলো কপি করে নিতে পারেন এবং আপনি আপনার যেকোন কাজে লাগাতে পারেন।

আপনারা দেখেছেন এই ট্রিকসটি কতটা অসাধারণ এবং আপনারা খুব সহজেই কোনো পরিশ্রম ছাড়াই এই ট্রিকসটি ফলো করলে আপনারা ইমেজ থেকে যেকোনো টেক্সট কপি করতে পারবেন এবং আপনারা যে কোন কাজে ইউজ করতে পারবেন।

এবং আমি মনে করি আপনারা এই ট্রিকসটি বুঝতে পেরেছেন এবং  অনেক সহজ ছিল। অনেকেই হয়তো জানেন না কিন্তু আজকে জানে নিলেন।

এই ট্রিকসটি এপ্লাই করতে পারবেন এবং তাদের অনেক সময় বেচে যাবে তো আশা করি আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।তো এখন আমি আপনাদের শিখাব দ্বিতীয় ট্রিক্সটি  কিভাবে ব্যবহার করবেন।

২য় উপায়:

দিতীয় ট্রিকস করার জন্য আপনাদের আলাদা করে কোন অ্যাপস ইন্সটল করার প্রয়োজন হবে না। আপনাদের সবার ফোনেই অ্যাপস ইনস্টল করা থাকে এবং এটি থাকলে আপনাদের কাজটি হয়ে যাবে।  ট্রিক্সটি এপ্লাই করার জন্য আপনার আপনার গুগোল অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে গুগোল লেন্স  অপশনটিতে ক্লিক করবেন।

অপশনটিতে ক্লিক করলে আপনার ইমেজ ফোল্ডার অটোমেটিকালি ওপেন হয়ে যাবে। আপনারা যেই ইমেজ অথবা ছবি থেকে  লেখাগুলো কপি করতে চাচ্ছেন সেই ইমেজ টি সিলেক্ট করবেন।

সিলেক্ট করলে আপনাদের অটোমেটিক্যালি অনেকগুলো অপশন চলে আসবে।অনেকগুলা অপশন এর মধ্যে প্রথম অপশনটি আপনারা দেখতে পারবেন কপি টেক্সট  COPY TEXT অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন।

হয়ে গেল আপনাদের Text গুলো কপি ইমেজ থেকে। এই ট্রিক্সটি এপ্লাই করলে আপনারা আরও সহজে ছবি থেকে টেক্সট কপি করতে পারবেন এবং আপনাদের যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

আপনারা এই ক্ষেত্রেও বুঝতে পেরেছেন এবং আপনারা খুব সহজেই কোন পরিশ্রম ছাড়া এই কাজটি করে নিতে পারবেন।

শেষ কথা :

আমি বিস্তারিতভাবে আলোচনা করেছে কিভাবে আপনার ছবি থেকে Text সরাসরি কপি করবেন।আমি আপনাদের দুটি উপায় শিখিয়ে দিয়েছে এবং আশা করি দুটি উপায়ে ফলো করলে আপনাদের কোন সমস্যা হবে না।

তারপরও যদি কারও কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন আমি আপনাদের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।

পরবর্তী কোন পোস্ট বা অন্য কোন ট্রিক্স কিংবা অনলাইনে ইনকামের কোন পোস্ট নিয়ে আসব।এবং আজ এখানে বিদায় নিচ্ছে। পরবর্তী পোষ্ট পড়ার আমন্ত্রণ জানিয়ে,😀সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Shamim Ahmed - Feb 10, 2022, 2:09 PM - Add Reply

esob fake site er post den keno,,,,5 din dhore kaj kore kono payment pelam na,,,

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:12 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:12 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:12 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:14 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:18 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
Lifebook-hero - Feb 10, 2022, 2:44 PM - Add Reply

এই বাটপার সাইটে আমি কাজ করলাম। আমার ১২০০০ কয়েন জমা হয়েছিলো। আমি পেমেন্ট রিকুয়েষ্ট ও দিসলাম। আবার একটু আগে আপডেট আসে উওর লিখার জন্য ১/২ পয়েন্ট। আর প্রশ্ন এর জন্যও ১/২ পয়েন্ট। হারামির বাচ্চা রা আমার ১২০০ পয়েন্ট থেকে ৪০০ পয়েন্ট এর কাছে নিয়ে গেলে পেমেন্ট ও দেয় নি। অধ্যক এর বেশি পয়েন্ট কেটে নিছে এই আপডেট এ। কুত্তার বাচ্চা আমার সময় নষ্ট করালো। আর আমার পেমেন্ট ও দিলো না। অকারণেই পয়েন্ট কেটে নিলো সালা বাটপার সাইট। টাকা তো দিলোই না। পয়েন্ট কেটে নিলো 😤 এইটাই সবার এই রকম হয়েছে।

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:12 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:12 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:12 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:14 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:17 PM - Add Reply

555

You must be logged in to post a comment.
KfnqDuxw - Nov 23, 2023, 8:18 PM - Add Reply

555

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ