জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রানেসফার ?

আসছালামওলাইকুম আপনারা সকলে কেমন আছেন আসাকরি ভালো আছেন আমিও তোমাদের দোয়াতে ভালো আছি।

আজকে আমি যেই বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা কি ব্যালেন্স ট্রান্সফার করতে চান আজ সুধু গ্রামীণফোন ফোনে বলছি জিপি থেকে জিপি পরে সব সিমে বলব ব্যালেন্স ট্রানেসফার।

মানে একটি সিম থেকে আর একটি সিমে টাকা পার করাকরি প্রথমে *121*1500*1# ডায়াল করে পিন আনুন*121*1500*2# ডায়াল করে তার পরে, নম্বর দিন,

তারপরে টাকা দিন তার পরে সেই পিন দিন আর পিন বদলানোর জন্য ডায়াল করুর *121*1500*3#সেই পিন দিন আবার নতুন পিন কাজ শেষ।

ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:

রেজিস্ট্রেশন করার জন্য গ্রাহককে *121*1500#  ডায়াল করে ১ প্রেস করতে হবে। গ্রাহক মাইজিপি অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন।  

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য গ্রাহককে *121*1500#  ডায়াল করে ২ প্রেস করতে হবে এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। মাইজিপি অ্যাপ থেকেও ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।

পিন নম্বর পরিবর্তন করতে হলে: *121*1500#  ডায়াল করুন তারপর ৩ প্রেস করুন এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করুন।

অফারটি পেতে হলে গ্রাহককে ইতিমধ্যে ৬ মাসের অধিক সময় ধরে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে অথবা একবারে ৩০০ টাকা বা তার অধিক রিচার্জ করতে হবে।

রিচার্জ লিমিট: ন্যূনতম ১০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা।

যে কয়বার রিচার্জ করা যাবে: প্রতি মাসে ১০ বার রিচার্জ করা যাবে।

শুধুমাত্র প্রিপেইড সাবস্ক্রাইবারগণ অফারটি উপভোগ করতে পারবেন এবং যেকোনো প্রিপেইড/পোস্টপেইড গ্রাহককে ব্যালেন্স পাঠাতে পারবেন।

এছাড়া অন্য কোনো সার্ভিস চার্জ প্রযোজ্য নয়। গ্রাহক অন্য কোনো গ্রাহককে ৫০ টাকা পাঠালে উক্ত গ্রাহক সম্পূর্ণ ৫০ টাকাই রিসিভ করতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

☺ আমি জিবন এর চেয়ে জাকে ভালোবাসি ☺ তিনি হলেন হযরত মোহাম্মাদ (সা.) ☺