আপনারা যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন তাদের প্রায়ই একটা সমস্যায় পড়তে হয় যে দিনের পর দিন ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে আশানুরূপ ভিউ পাওয়া যায় না।
এর জন্য অনেকে হতাশ হয়ে পড়েন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইউটিউবের ভিডিও তে কিভাবে ভিউ বাড়াবেন।
যে কয়টি বিষয়ের ওপর ভিত্তি করে আপনারা ইউটিউবে বেশি ভিউ পাবেন তা হলঃ-
১) ভিডিওর কোয়ালিটি ২) ভিডিওর থাম্বনাইল ৩) ভিডিওর টাইটেল এবং ৪) ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগ।
১)ভিডিওর কোয়ালিটি
ভিডিওর কোয়ালিটি বলতে আমরা অনেকেই বুঝি শুধুমাত্র ভিডিওর রেজুলেশন এবং সাউন্ডকে। কিন্তু এটি আমাদের ভুল ধারনা।
ভিডিওর রেজুলেশন এবংসাউন্ডটা কোয়ালিটির মধ্যেই পড়ে কিন্তু তার থেকে বেশি জরুরী হচ্ছে আপনি কোন বিষয়ের ওপর ভিডিও তৈরী করছেন সেটা বা আপনার ভিডিওর টপিক কি হতে পারে।
এজন্য আপনাকে ভিডিও বানানোর জন্য এমন টপিক নির্বাচন করতে হবে যেনো সেই ভিডিওর চাহিদা থাকে বা মানুষের প্রয়োজনে আসে।
বা মানুষেরা আপনার ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করে।
২) ভিডিওর থাম্বনাইল
ভিডিওর থাম্বনাইল ভিডিওর ভিউ বাড়াতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপনি অনেক কষ্ট করে কোয়ালিটি সম্পন্ন একটা ভিডিও তৈরী করলেন কিন্তু এমন থাম্বনাইল তৈরী করলেন যেটা মানুষকে আকৃষ্ট করতে ব্যার্থ হলো ফলে আপনি আশানুরূপ ভিউ পেলেন নাহ।
এর জন্য আপনাকে থাম্বনাইল এর দিকে বেশি খেয়াল রাখতে হবে এবং ভিডিওর সাথে মিল রেখে আকর্ষনীয় থাম্বনাইল তৈরী করতে হবে। আপনি আকর্ষণীয় থাম্বনাইল তৈরী করলেন কিন্তু ভিডিওর সাথে মিল থাকলো না সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে।
সুতারাং এসব বিষয় মাথায় রেখে সময় নিয়ে আকর্ষণীয় থাম্বনাইল তৈরী করবেন যা আপনার ভিডিওতে ভিউ বাড়াতে অনেক অবদান রাখবে।
৩) ভিডিওর টাইটেল
ভিডিওর টাইটেল ও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার ভিডিওর ভিউ বাড়াতে সাহয্য করবে। ভিডিওর সাথে মিল রেখে টাইটেল দিতে হবে।
ভিডিওর সাথে মিল রেখে আকর্ষণীয় শব্দ দিয়ে টাইটেল তৈরী করতে হবে যাতে মানুষ আপনার ভিডিও আগ্রহ নিয়ে দেখে।
আপনি ভিডিও তৈরী করলেন এক টপিকের ওপর আর টাইটেল দিলেন অন্য সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড হতে পারে।
সুতরাং ভিডিওর টপিকের সাথে মিল রেখে আকর্ষনীয় শব্দ দিয়ে টাইটেল তৈরী করতে হবে তাহলে মানুষ আপনার ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবে এবং ভিডিওতে তুলনামূলক ভিউ বেশি হবে।
৪) ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগ
ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগ একটা সময় ভিডিওর ভিউ বাড়াতে সাহায্য করতো কিন্তু বর্তমান সময়ে শুধু মাত্র ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগ আপনার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য যথেষ্ট নয়।
এজন্য ভিডিওর টপিক, থাম্বনাইল এবং টাইটেল এর পর আপনার ডেসক্রিপশন এবং ট্যাগ এর ওপর নজর দিতে হবে।
আপনার ভিডিওকে মানুষের কাছে আকর্ষনীয় করে তোলার জন্য সুন্দর করে ডেসক্রিপশন সাজাতে হবে এবং ডেসক্রিপশন এ আপনার ভিডিও সম্পর্কে লিখতে হবে কারণ এমন অনেক মানুষ আছে যারা ভিডিও দেখার আগে ভিডিও ডেসক্রিপশন দেখে তারপর সিদ্ধান্ত নেয় যে সে ভিডিওটা দেখবে কিনা।
এরপর আসি ট্যাগ নিয়ে। আপনার ভিডিওর ট্যাগে এমন শব্দ ব্যবহার করতে হবে যেসব শব্দ লিখে মানুষ সচারাচর ইউটিউবে সার্চ করে এবং অবশ্যই সেটা হতে হবে আপনার ভিডিও রিলেটেড।
আপনার ভিডিওর টাইটেল এ যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলোর সমর্থক/প্রতিশব্দ আপনার ট্যাগে ব্যবহার করতে পারেন।
সেক্ষেত্রে আপনার ব্যবহৃত সমর্থক/প্রতিশব্দ দেখে ইউটিউবের এ্যালগরিদম যেনো বুঝতে পারে যে আপনার ভিডিও কোন রিলেটেড এবং মানুষ উক্ত শব্দগুলো লিখে সার্চ করলে ইউটিউব আপনার ভিডিওকে তাদের কাছে উপস্থাপন করবে।
এছাড়াও আপনার ভিডিওর লিংক বিভিন্ন সোস্যাল মিডিয়ায় শেয়ার করে আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারবেন।
আজকের আর্টিকেল এই পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.