মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেলে তৈরি করার নিয়ম 2023

মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেলে তৈরি 2023 : মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেলে তৈরি করতে হলে আপনাদের প্রথমে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এরপর যেকোনো একটি ব্রাউজার সিলেট করে নিতে হবে। আমি সাজেস্ট করব Google Chrome ওখানে গিয়ে উপরে ডান দিকে তিন ডট অপশনে ক্লিক করে নিচে desktop site নামে একটা অপশন পেয়ে যাবেন।

তারপর desktop site এ ক্লিক করে desktop site অপেন করে নিবেন। এবার সার্চ বক্সে গিয়ে লিখতে হবে WWW.ইউটিউব.com এরপর আপনাকে ইউটিউব হোমপেজে নিয়ে যাবে ।

এরপর আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে। এরপর ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট চ্যালেনএ ক্লিক করতে হবে। এরপর চ্যানেল নাম লিখে ক্রিয়েট ক্লিক করতে হবে।

এবার আপনার চ্যালেন খোলা হয়ে গেলে প্রোফাইল পিকচার ও কভার ফটো সেট করে নিতে হবে।

 ইউটিউব চ্যানেল সেটিং?

ইউটিউব চ্যানেলে নানান ধরনের কেটাগরির চ্যানেল রয়েছে। আপনার কোন কেটাগরি সেই হিসেবে আপনার চ্যালেন সেটিং করে নিতে হবে।

কিন্তু কিভাবে সেটিং তৈরি করবেন সেই সম্পর্কে আমারা অনেকেই জানিনা চলুন জেনে নিই কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে সেটিং তৈরি করতে হবে।

প্রথমে ইউটিউব চ্যানেলে সেটিং আইকনে ক্লিক করতে হবে। এরপর আপনার চ্যানেল অনুযায়ি কীওয়ার্ড, কান্ট্রি,এবং বেসিক সব কিছু ফিলাপ করে সেভ করে নিতে হবে।

এরপর মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে ।

ইউটিউব ভিডিও তৈরি করার নিয়ম?

ইউটিউব চ্যানেল ভিডিও তৈরি করার কিছু সঠিক নিয়ম মেনে চলতে হবে। ভিডিও তৈরি করতে হবে যাতে ভিউয়ারস একবার দেখে আকৃষ্ট হয় এবং চ্যানেল স্বাবকেরাইব করে।

ভিডিও বানানোর জন্য কিছু সঠিক নিয়ম মেনে চলতে হবে?

1.ভিডিওর নিশ বা বিসয়বস্তু নির্ধারন করা

2.ভিডিও বিষয়ে কিওয়াড রিচার্জ করা

2.সঠিক ভাবে ও সুন্দর করে ভিডিওর স্কিব লেখা আপনার স্কিপ্ট জত ভালো হবে ভিডিওর কোয়ালিটি তত ভালো হবে

3.স্কিপ্ট অনুযায়ী ভিডিও রেকর্ড করা 

4.ভিডিওর ফুটেজ কালেক করা

5.ভিডিও এডিট করা

6.এবং সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করা

ইউটিউব ভিডিও বানাতে কি কি লাগবে?

ইউটিউব ভিডিও কোন ধরনের হবে তার ওপর নির্ভর করে কোন কোন জিনিস প্রোয়জন।তবে সাধারনত প্রফেশনাল ইউটিউব ভিডিও তৈরি করতে হলে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ, ভিডিও এডিটিং সফটওয়্যার, একটি প্রফেশনাল ক্যামেরা ও ভয়েজ রেকর্ডিংয়ের জন্য মাইক্রোফোন।

এছাড়া ভিডিওকে আরো প্রফেশনাল লুক দেয়ার জন্য ট্রাইপড, লাইটিং সেটআপ, একটি গ্রিন রংয়ের পোটলা ও ভিডিও রেকর্ড করার জায়গা। 

ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করা যায়?

ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও শুধুমাত্র তৈরি করলেই হবে না। সঠিক নিয়ম মেনে ভিডিওটি আপলোডও করতে হবে। যেভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যায়-মোবাইল থেকে-

ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে।

নিচের মেন্যু থেকে প্লাস চিহ্নিত আইকন চাপতে হবে।

আপলোড এ ভিডিও সিলেক্ট করার পর যে ভিডিও আপলোড করা হবে তা বাছাই করতে হবে।

এরপর ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি দিতে হবে।

এরপর আপলোড চাপার পর কিছু সময়ের মধ্যেই ভিডিওটি চ্যানেলে আপলোড হয়ে যাবে।

কম্পিউটার থেকে-

ইউটিউবে প্রবেশ করতে হবে

জিমেইল আইডি সাইন ইন করতে হবে

টপবারে থাকা ভিডিও আইকনে ক্লিক করতে হবে

আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে

এরপর সিলেক্ট ফাইল টু আপলোড থেকে কনটেন্টটি বাছাই করতে হবে

ভিডিও সংক্রান্ত তথ্য ট্যাগ, ক্যাটাগরি, টাইটেল ইত্যাদি লেখার পর নেক্সট বাটনে চাপ দিতে হবে

এরপর ভিডিওটিতে কপিরাইট সংক্রান্ত কোন বিষয় থাকলে দেখানো হবে

ইউটিউব চ্যানেলে ভিউ ও সাবসক্রাইবার বাড়ানোর টিপস:

 চ্যানেলটি নতুন চালু হলে ভিউ ও সাবসক্রাইবার বৃদ্ধি পেতে কিছুটা সময় লাগবে। এছাড়া কিছু টিপসও অনুসরন করা যায়।-এডিট প্রক্রিয়া দ্রুত করার জন্য ভালো এডিট সফটওয়্যার ব্যবহার করতে হবে-নিয়মিত ভিডিও আপলোড করার জন্য কয়েকটি কনটেন্ট আগাম প্লান করে রাখতে হবে-সবধর্মী অন্যান্য চ্যানেল থেকে অনুপ্রেরণা নেয়া যায়-সার্চ ও এসইওর জন্য ভিডিওর টাইটেল অপটিমাইজ করতে হবে-সোশ্যাল মিডিয়ায় নেটওয়ার্ক বাড়াতে হবে-ভিডিওর প্রেক্ষিতে আসা কমেন্টের ওপর গুরুত্ব দিতে হবে

ইউটিউব চ্যানেল মনিটাইজেশন

মনিটাইজেশন শব্দের অর্থ হলো মুদ্রায়ন বা আয়ের উপযোগি করে তোলা। ইউটিউব মনিটাইজেশন হচ্ছে ইউটিউব থেকে অর্থ উপার্জনের একটি প্রক্রিয়া।

বিজ্ঞাপন হলো ইউটিউব থেকে অর্থ উপার্জনের প্রধানতম পথ। এছাড়ও সেন্সরশীপ ও প্রোডাক্ট সেলিং থেকেও অর্থ উপার্জণ করা যায়।

ইউটিউব বিজ্ঞাপনদাতাদেরকে বিজ্ঞাপন প্রচারের অনুমোদন দেয় ও কনটেন্ট নির্মাতাদের এই বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটি অংশ দেয়।

ইউটিউব মনিটাইজেশন হওয়ার পর অর্জিত টাকা গুগল এডসেন্সে জমা হয়। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য আবেদন করার পাশাপাশি গুগল এডসেন্সে অ্যাকাউন্ট খুলতে হবে।

এই অ্যাকাউন্টের সাথে ইউটিউব চ্যানেলটি কানেক্টেড থাকবে। ইউটিউব চ্যানেলে যত আয় হবে তা এই অ্যাকাউন্টে জমা হবে যা পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে উঠাতে হবে। 

চ্যানেল মনিটাইজেশন করার শর্ত

চ্যানেলটির এক হাজার সাবসক্রাইবার থাকতে হবে-এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচটাইম অর্জন করতে হবে-ইউটিউব কর্তৃপক্ষের পলিসি বা গাইডলাইন মেনে চলতে হবে-চ্যানেলে কোন কপি করা ভিডিও আপলোড করা যাবে না-ভিডিওতে অন্য কারো অডিও ব্যবহার করা যাবে নাপরিশেষেবর্তমান যুগে উপার্জনের পথ আর ধরাবাধা আগের নিয়মে আটকে নেই। চাকুরি বা ব্যবসার মতো গতানুগতিক ধারা ছাড়াও অন্যভাবেও অর্থ উপার্জন করা যায়।

যা ঘরে বসেও সম্ভব। ইন্টারনেট আমাদের সে সুযোগ করে দিয়েছে । ইউটিউব চ্যানেল এমনই একটি মাধ্যম। সঠিক নিয়ম-কানুন মেনে চলে ইউটিউব চ্যানেল পরিচালনা করলে তা অর্থ উপার্জনের বড় একটি মাধ্যম হয়ে উঠতে পারে। তাই ইউটিউবকেউ একটি ভালো ক্যারিয়ার হিসেবে নেয়া যায়।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ