কিভাবে নিজের মন মতো ইউটিউব ভিডিও জন্য থ্যামবেল তৈরি করতে পারবেন। হ্যালো বন্ধুরা,কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন আর্টিকেল। এই আর্টিকেলে আপনারা সেরা ২টি অ্যাপ সম্পর্কে জানতে পারবেন।
যার মাধ্যমে আপনারা অতি সহজে ইউটিউবে থামবেল তৈরি করলে পারবেন।
আমরা যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি। তারা অবশ্যই জানি থামবেলের গুরুত্ব কি। থামবেলের গুরুত্ব এক কথায় বলতে গেলে সম্পুর্ন ভিডিও টার পরিচয়।
তাই এতো গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আমরা ঠিক করে না করি তাহলে তো আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করে কোনো লাভই হবে না।
এখন আমরা সবাই বুঝতে পারলাম থামবেলের গুরুত্ব। কিন্তু এই থামবেল তৈরি করবো কিভাবে। এখন এর উত্তর আছে।
এখন বর্তমানে Google play store ভিডিও রকম অ্যাপ আছে যা ব্যবহার করে আপনারা নিজের মন মতো থামবেল তৈরি করতে পারবেন।
আর এই সকল অ্যাপ এর মধ্যে সবচেয়ে সেরা কয়টি অ্যাপ আজকে এই আর্টিকেলে আপনাদের সামনে নিয়ে আসা হলো। তাহলে চলুন অ্যাপ গুলোর নাম ও কিছু বিবরণ জানা যাক
সেরা ২ টি অ্যাপ ইউটিউব থামবেল তৈরির জন্য
১.YouTube Thumbnail marker
এই অ্যাপ টি আপনারা Google play store পেয়ে যাবেন। আর এই অ্যাপটি দিয়ে আপনারা সহজেই থ্যামবেল তৈরি করতে পারবেন।
কারন এই অ্যাপ এর মধ্যে আগে থেকেই সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া থাকে। আপনারা চাইলে অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন।
২.canva
এই অ্যাপটি সাধারণত ছবি এডিট করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা চাইলে থ্যাবেলও তৈরি করতে পারেন।
কিন্তু এই অ্যাপ ব্যবহার করার আগে এই অ্যাপটি সম্পর্কে ভালো ভাবে জেনে নিবেন কারন এই অ্যাপটি ব্যবহার করা কিন্তু খুব কঠিন কাজ।
বিশেষ করে তাদের জন্য যারা এডিট সম্পর্কে কম বুঝেন। এই অ্যাপটি তে আপনারা সব পাবেন কিন্তু সাজানো পাবেন না। নিজের খুঁজে নিতে হবে তারপর নিজেরই সাজাতে হবে।
You must be logged in to post a comment.