ইউটিউব থেকে সহজেই ভিডিওগুলো মেমোরিতে ডাউনলোড করার উপায়।
ইউটিউব একটি জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের যেকোনো ভিডিও দেখতে, লাইক করতে, কমেন্ট বা মন্তব্য করতে এবং আপলোড করতে সাহায্য করে। আপনি এখানে ডেস্কটপ পিসি, ট্যাবলেট, মোবাইল ফোন এবং ল্যাপটপ থেকে ও ভিডিওটিতে অ্যাক্সেস করতে পারেন।
যাইহোক, ইউটিউবের পরিষেবার শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ব্যবহারকারীদের ভিডিও ডাউনলোড করা উচিত নয়, কারণ তাদের কিছু নির্দিষ্ট কপিরাইট আইন রয়েছে, তার পরও আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন শুধুমাএ ব্যক্তিগত ব্যবহার এর জন্য, তবে তা পুনরায় ইউটিউবে আপলোড করা যাবে না। কেবলমাত্র আপনি তা দেখার জন্য করতে পারেন।
এখানে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার দুটি পদ্ধতি রয়েছে।
একটি হল : সরাসরি ইউটিউব অ্যাপে ডাউনলোড করা, যেখানে এই ডাউনলোড করা ভিডিওটি কেবলমাত্র আপনি ইউটিউব অ্যাপেই অফলাইনে দেখতে পারবেন। এটি আপনি অন্য ভিডিও প্লেয়ার অ্যাপ দিয়ে দেখতে পারেন না বা কারো সাথে শেয়ার ও করতে পারবেন না।
আর দ্বিতীয়টি হল: অন্য কোনো অ্যাপের মাধ্যমে ডাউনলোড। ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য এখন অনেক ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপ রয়েছে। এইসব অ্যাপ গুলো সম্পর্কে শেষে আলোচনা করছি। তার আগে আমরা কিভাবে সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারি সেটি দেখে নেই।
▶ Vidmate অ্যাপ দিয়ে ডাউনলোড।
বর্তমানে কিন্তু Vidmate অ্যাপ দিয়ে বেশির ভাগ মানুষ বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করে থাকে। আমারা বেশিরভাগ ভিডিও কিন্তু ইউটিউবেই দেখে থাকি, তাই হঠাৎ কোনো ভিডিও ভালো লাগলে বা দরকারী মনে হলে পরবর্তীতে সেটা দেখার জন্য কিন্তু ডাউনলোড করার প্রয়োজন হয়। যেন সেটা বারবার দেখতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক।
▶ ইউটিউবে পাওয়া ভিডিও Vidmate দিয়ে ডাউনলোড করতে হলে যেটি করতে হবে।
1. প্রথমে আপনার ফোনে Vidmate অ্যাপ ইন্সটল করা থাকতে হবে।
2. এবার ইউটিউবে পাওয়া যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেটি প্লে করুন।
3. ভিডিও এর নিচে শেয়ার বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করে Vidmate অ্যাপে শেয়ার করে নিন।
⬇
4. এবার আপনি কোন কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করে 📥 download বাটনে ক্লিক করুন।
▶ ইউটিউব ডাওনলোডার অ্যাপ দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড।
এখন অনেক ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপ রয়েছে যেগুলো দিয়েও আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন ভালো কয়েকটি ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপগুলো দেখে নেই।
✔ ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ভালো কয়েকটি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপ।⬇
▪️ iTubeGo
▪️ Snapdownloader
▪️ By Click Downloader
▪️ VidJuice
▪️ 4K Video Downloader
▪️ Viddly
✔ উপরের অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হবে?
নিচে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ধাপে ধাপে প্রক্রিয়া দেওয়া হল:
1. উপরে দেওয়া অ্যাপগুলোর মধ্যে যেকোন একটি ডাউনলোড করুন। তারপর অ্যাপটি ইন্সটল করে নিন।
2. এবার আপনি যে ইউটিউব ভিডিওটি ডাউনলোড করতে চান তার ইউআরএল লিঙ্কটি কপি করে অ্যাপের URL সার্চ বারে পেস্ট করুন।
3. ভিডিও কোন কোয়ালিটিতে ডাউনলোড করবেন তা বেঁচে নিন।
4. আপনার সিস্টেমে ডাউনলোডের পথ বেছে নিন।
5. ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আরোও পড়তে পারেন। ⬇
মজার কিছু গুগল ট্রিকস। না দেখলে অনেক মিস করবেন।
অ্যান্ড্রয়েডের জন্য 10 টি সেরা কল রেকর্ডার অ্যাপস ।
You must be logged in to post a comment.