একজন ইউটিউবার তার একটি ভিডিওর মাধ্যমে কত টাকা আয় করবেন সেটা নির্ভর করে তার ভিডিওটি কেমন, সেটি কোন কোন দেশ থেকে দেখা হয়েছে সেসব দেশে ইউটিউব ads এর রেট ইত্যাদির ওপর তবে ভিডিওটি কত দর্শক দেখেছেন সেটিই মূলত একটি ভিডিওকে বিচারের অন্যতম মানদন্ড।
যখন ইউটিউবে একটি ভিডিওর ভিউ ১০ লাখ অতিক্রম করে তখন নির্মাতারা সেটি থেকে ভাল আয় করেছেন এমনটা ধরে নেওয়া যায়।
কখনো কখনো তো একটি ভিডিও দেকে ১০ হাজার ডলারেরও বেশি আয় করা সম্ভব সেটি যদি যথেষ্ট দর্শক টানতে পারে।
যুক্তি বিষয়ক ভিডিও নির্মাতা শেলবি চার্চ ৩ বছর আগে বিজনেস ইনসাইডারকে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ওপর বানানো তার একটি ভিডিও থেকে তখন ৩০ হাজার ডলারেরও বেশি আয় হয়েছে। তখন তার ভিডিওর ভিউ ছিল ১৮ লাক্ষ।
তিনি বলছিলেন, নির্দিষ্ট দর্শককে লক্ষ করে ভিডিও বানানোয় তার আরপিএ রেট (প্রতি হাজারে আয় অনেক বেশি) তাহলে আপনার অবশ্যই বুঝে গেছেন যে আপনার ভিডিওটি যত বেশি জনপ্রিয় হবে ঠিক ততই আপনার বেশি আয় হবে।
You must be logged in to post a comment.