কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় ২০২৩

আমরা অনেকেই আছি ঠিক মতো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না কিন্তু চ্যালেন খুলে বসে আছি এখন ভিডিওই দিতে পারি না চ্যালেন বাইরাল হবে কি করে।

তাই তোমাদের উদ্দেশ্য আজকের এই আর্টিকেলটা মনযোগ দিয়ে পড়বেন। 

কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবো?

এখন মোবাইল দিয়ে আর কম্পিউটার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার ব্যপারটা যে ভিন্ন তা নয় একই। শুধু বড় আর ছোট স্কিন আর কিছু না। এখন মোবাইল দিয়ে চাইলে দুই ভাবে ভিডিও আপলোড করা যায়। 

১.ইউটিউব App দিয়ে 

২.কোন একটি browser দিয়ে 

এখন কোনটা কিভাবে কাজ করে তা জানতে হবে তাহলে চলুন জানি 

কিভাবে ইউটিউব App দিয়ে ভিডিও আপলোড করা যায়

প্রথমত ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে পরে ইউটিউবের হোমে লক্ষ করবেন প্লাস চিহ্ন(+)এখানে ক্লিক করবেন।

তারপর দেখবেন লেখা থাকবে আপলোড ভিডিও, সেখানে ক্লিক করবেন তারপর আপনার ভিডিও টি (যেই ভিডিও আপলোড করবেন সেই ভিডিও টি) বেচে নিবেন।

শেষ তারপর টাইটেল দিবেন, description দিবেন। সেভে একটি ক্লিক দিবেন। এই তো আপনার ভিডিও টি আপলোড হয়ে গেছে।

এখন app দিয়ে আপলোড করলে সব কিছু করা যায় না শুধু ভিডিও টা আপলোড করা যায় আর কিছু না। এখন যারা একদম প্রথম তাদের জন্য এইটা হলো সহজ।

কিন্তু যারা একটু পুরান তারা app দিয়া আপলোড দেওয়ার থেকে ভালো অন্য ভাবে আপলোড করা। এখন অন্য মাধ্যম কোনটি। চলুন দেখে আসি 

browser দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করা

এখন আপনারা চাইলে কোন একটি browser থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। যে কোনো একটি browserপ্রবেশ করবেন।

তারপর YouTube.com লেখবেন যদি মোবাইল হয় তাহলে ডেকস্টপ মোড করে নিবেন। তারপর আপনার লোগোতে একটি ক্লিক করবেন।

দেখবেন লেখা থাকবে your channel আর YouTube studio আপনি your channel ক্লিক না করে সরাসরি YouTube studio তে ক্লিক করবেন তারপর দেখবেন ডান পাশে উপরে কোনায় লেখা থাকবে আপলোড।

সেখানে ক্লিক করবেন তারপর সকল ধরনের জিনিস আপনার সামনে আসবে আপনি আপনার মতো করে ভিডিও টি আপলোড করতে পারবেন। 

আশা করি বুঝতে পেরেছেন 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles