You Tube: বর্তমান সময়ে ইউটিউব অনেক জনপ্রিয় একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে ।
চাইলে আপনি ও ইউটিউব বিজনেস শুরু করতে পারেন।
ইউটিউব এ কাজ করতে কি কি লাগে?
০১ঃ প্রথমত লাগবে একটা স্মার্ট ফোন , ল্যাপটব , কম্পিউটার এই তিনটার যে কোন একটি হলেই আপনি প্রথম ধাপ এগিয়ে যেতে পারেন।
০২ঃদ্বিতৃয়ত্ব লাগবে ইন্টারনেট নেট কানেকশন।
০৩ঃ একটা ইমেইল একাউন্ট করবেন অবশ্যই ইউটিউব একাউন্ট এর নামে খুলবেন। যে নাম আপনি আপনার ইউটিউব একাউন্ট এ দিবেন।
০৪ঃ আপনি আপনার স্মার্ট ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেখান থেকে ইউটিউব এ লগ ইন করবেন নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যেটা আপনি ইউটিউব এর জন্য তৈরি করছেন ।
০৫ঃ এবার ইউটিউব এর নাম দিবেন ফটো সেট করবেন কভার ফটো দিবেন। ইউটিউব একাউন্ট এর নাম দিয়ে লগো বানালে ভালো না পারলে সমস্যা নাই।
কাজ শেষ এইবার আপনি আপনার একাউন্টে ভিডিও আপলোড করতে থাকেন ।
১কে সাবস্ক্রাইব আর ৪কে ভিডিও ভিউ হলে মনিটাইজেশন এর জন্য আবেদন করবেন সাকসেসফুল হলে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
👉 ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। 🙏
You must be logged in to post a comment.