যেগুলো আসন্ন আপডেটে হোয়াটসঅ্যাপ ইউজার নতুন ফিচার উপভোগ করবেন ২০২৩: আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, দিনের পর দিন নতুন নতুন আপডেট এসে যাচ্ছে বড় বড় প্ল্যাটফর্মে।
এরই ধারাবাহিকতায় বর্তমানে হোয়াটসঅ্যাপ নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছে। what app
ইউজারদের সুবিধা উপভোগ করার জন্যই আসলে এই আপডেট গুলি নিয়ে আসা হবে। হোয়াটসঅ্যাপের সুবিধা আগে যেমন ছিল তার চেয়ে আরো বেশি সুবিধা দিন দিন হয়তো আরো বাড়তে থাকবে।
বর্তমান নতুন কিছু আপডেট হোয়াটসঅ্যাপ নিয়ে চলে আসছে। যেই আপডেট গুলি হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়লে বিস্তারিত বুঝতে পারবেন।
আর্টিকেলটি শুরু করার আগে একটি অনুরোধ, আমার আর্টিকেল হয়তোবা কোন মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আশা করি কোন ভুল ত্রুটিকে হাসি ঠাট্টায় না নিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখে সাথেই থাকবেন।
তাছাড়া ইনশাল্লাহ পরবর্তী আর্টিকেলগুলো আরো দুর্দান্ত ও চমৎকার হবে।
যেগুলো আসন্ন আপডেটে whatsapp ফিচার নিয়ে এসেছে!
whatsapp প্ল্যাটফর্ম ইউজারদের জন্য আসন্ন আপডেটে কয়েকটি update নিয়ে এসেছে। আপডেটগুলি নিচে দেওয়া হলঃ
১. whatsapp আসুন না আপডেটে নিয়ে এসেছে পাঠানো যাবে হাই কোয়ালিটি ছবি
২. whatsapp আসুন না আপডেটে নিয়ে এসেছে আরও লম্বা গ্রুপ সাবজেক্ট ও ডেসক্রিপশন
৩. whatsapp আসুন না আপডেটে নিয়ে এসেছে নয়া বা নতুন ট্যাক্স ইডিটর
৪. whatsapp আসুন না আপডেটে নিয়ে এসেছে নতুন নতুন ফন্ট সময়োপযোগী ইউজারদের সুবিধা উপভোগ করার জন্যই আসলে হোয়াটসঅ্যাপ তাদের নতুন আপডেটটি নিয়ে আসে। হয়তো পরবর্তীতেও এই whatsapp আরো অনেক বেশি আপডেট নিয়ে আসতে পারে।
যাইহোক এখন এই আপডেট সম্বন্ধে কয়েকটি তথ্য আরো বিস্তারিতভাবে আমরা জানবো। তো চলুন বন্ধুরা কথা না বাড়ি এবার আসন্ন whatsapp আপডেট সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নি নিই বিস্তারিতভাবে।
আসন্ন আপডেটে whatsapp ইউজার নতুন ফিচারের কিছু তথ্য!
পাঠানো যাবে হাই কোয়ালিটি ছবি ইন্টারনেট কানেকশন সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ডাটা কাটতে থাকে। বর্তমানে সেটি অর্থাৎ ইন্টারনেট ডাটা বাঁচানোর জন্য হোয়াটসঅ্যাপ কাজ করছেন,
তার পাশাপাশি স্পেস বাসাতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেজিং কম্প্রেস করে পাঠাতে হতো যে কোন ছবি।
What অ্যাপে কোন ছবি পাঠালে অনেকটা খারাপ কোয়ালিটি চলে আসতো। এবং ইউজারদের সেটা খুবই ক্ষোভের আশঙ্কা ছিল। তবে আসন্ন আপডেটে সেই সমস্যার অবসান ঘটাতে চলেছে whatsapp প্লাটফর্মে।
নতুন একটি আইকন সংযুক্ত সহ অরিজিনাল ছবির অরিজিনাল পারফরম্যান্স থাকবে হোয়াটসঅ্যাপ এর মেসেজিং সিস্টেমে।
আরও লম্বা গ্রুপ সাবজেক্ট ও ডেসক্রিপশন
whatsapp গ্রুপ তৈরিতে গ্রুপের সাবজেক্ট বা নেম এর ক্ষেত্রে শব্দ বেধে দেওয়া থাকতো। এতদিন পর্যন্ত ২৫ টি শব্দের মধ্যে গ্রুপ নেম সিলেক্ট করতে হত ব্যবহারকারীকে। আপডেটে মূলত খুব তাড়াতাড়ি ১০০ শব্দের নাম দেওয়ার সুযোগ ব্যবহারকারী পাবে।
এটাও জানা গিয়েছে যে ইতিমধ্যে উপরোক্ত আপডেটটি android বেটা ব্যবহারকারীর কাছে পৌঁছে গিয়েছে। অর্থাৎ অ্যান্ড্রয়েড বেটা সেটি উপভোগ করতে পারবে। খুব শীঘ্রই হয়তো আপনিও সেটি উপভোগ করতে চলেছেন।
নয়া টেক্স এডিটর
এবার ইউজারদের জন্য নতুন একটি টেক্সট এডিটর ও স্কেচিং টুল ডিজাইন করতে চলেছে WhatsApp। যেটা আদতে বানিয়েছে Meta। সেটিকেই রিডিজাইন করে খুব শিগগিরই WhatsApp ইউজারদের জন্য চালু করা হচ্ছে।
whatsapp এ ব্যবহারকারীরা নতুন একটি টেক্সট এডিটর এর পাশাপাশি ইস্কেচিং টুল ডিজাইন করতে চলেছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম। যেটি আদতে বানিয়েছে মেটা। মানে ফেসবুক মেটাই।
এটির সুবিধা হচ্ছে নির্দিষ্ট ইউজার লেখা ও ছবি এডিট করতে পারবে নিজের ইচ্ছে মত। এমনকি ফ্রন্ট স্টাইল সেখান থেকে আপনি চয়েজ করে সিলেকশন করতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড কালার সেন্স করার সুযোগ দেখা যাবে সেখানে। তবে আগে ট্যাক্স ইডিটর আপডেট করা হবে তারপর ব্যাকগ্রাউন্ড বা কালার স্টাইল ফ্রন্ট এর আপডেট হবে।
পাওয়া যাবে নতুন নতুন ফন্ট
এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ প্লাটফর্মে ফ্রন্ট বা কালার পরিবর্তন ইউজাররা করতে পারতেন না। লেখালেখি করার জন্য ফ্রন্ট পরিবর্তন করার সুযোগসহ, নতুন নতুন লেখা স্টাইল আকারে ফ্রন্ট সিস্টেমে messenging করা যাবে whatsapp প্লাটফর্মে।
- শুধু যে মেসেজ পাঠানো এর জন্য ফ্রন্ট চেঞ্জার পাওয়া যাবে তা নয়। বরং ছবি এবং ভিডিও এমনকি গিফ ফাইলেও লেখালেখির ফ্রন্ট করার সুবিধা রয়েছে। জে ফ্রন্ট গুলি ইতিমধ্যে আপডেট হতে চলেছে সেগুলি হচ্ছেঃ Calistoga, Courier Prime, Damion, Exo এবং Morning Breeze
গ্রাফিক্স ডিজাইন এর ক্ষেত্রে যে ফ্রন্ট গুলি অ্যাড করা থাকবে সেগুলি ইউজার কন্ট্রোল করতে পারবেনা। এগুলি সহ আরেকটি চমৎকার আপডেট whatsapp প্লাটফর্ম নিয়ে চলে এসেছে। চলুন সেটিও জেনে আসা যাক।
iOS ইউজারদের নতুন সুযোগ
whatsapp প্লাটফর্মে কমিউনিটি এনাউন্স গ্রুপে সাধারণত মেসেজিং রিঅ্যাকশন প্রদত্ত ইউজার দিতে পারতেন না। iOS ইউজারদের এখন থেকে সেটি করার সুযোগ পাবেন।
পরীক্ষা নিরীক্ষার স্তরে আপডেটটি বিদ্যমান রয়েছে বলে জানা গিয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই এই আপডেট পৌঁছে যাবে iOS ইউজারদের মোবাইল ফোনে।
আপডেট আসার আগে আপডেটের তথ্যগুলি তারাই জানিয়ে দিয়েছেন। এই সুবিধা গুলি যেহেতু আপডেট এখন দেখতে পারছেন আশা করি পরবর্তীতেও whatsapp প্লাটফর্ম আরো দুর্দান্ত আপডেট নিয়ে আসবে।
যে আপডেট গুলি পরবর্তী সময়ে আরো সহজ সরল এবং সুবিধাজনক বেশি হবে। এই ছিল আমাদের আজকের মূল আর্টিকেল এর তথ্য। what app
প্লাটফর্মের আসন্ন নতুন আপডেটগুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর্টিকেলটি এতক্ষণ মনোযোগ সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কনক্লুশনঃ বন্ধুরা উপরোক্ত তত্ত্বাসহ অন্যান্য বিষয় নিজের তৈরি তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ করা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আশা করি আপনারা সাথেই থাকবেন।
পরবর্তী আর্টিকেল আপনার জন্য আরো দুর্দান্ত হতে পারে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চাইলে আবার দেখা হবে ইনশাল্লাহ।
You must be logged in to post a comment.