সিপিএ মার্কেটিং কি এর কাজ।

সিপিএ (কস্ট পার অ্যাকশন) মার্কেটিং মূলত ব্যবহারকারীদেরকে একটি ক্রিয়া সম্পাদন করার মাধ্যমে অর্থ উপার্জন করার একটি ধারণা।

CPA মানে হলো “cost per action” বা “cost for action”.ক্রিয়াটি হতে পারে একটি ফর্ম পূরণ করা, সফ্টওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা  বা  

অ্যাপ ডাউনলোড করা, ইত্যাদি। বিভিন্ন ধরণের CPA অফার রয়েছে যা আপনি রেঞ্জিং প্রচার করতে পারেন।

মানে, একটি ধরে দেওয়া কাজ সম্পূর্ণ সঠিক ভাবে করাতে পারলে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে।

এটাকে একটি অনলাইন মার্কেটিং এর কৌশল হিসেবে ধরা যেতে পারে, যেখানে কোম্পানি গুলো নিজের business, service বা product গুলোর প্রচারের ক্ষেত্রে, “publishers” এবং “advertisers” দের সাহায্য নেয়।

এবং প্রচার বলতে, কোম্পানি গুলো কিছু কাজ ধরে দিবেন যেমন, software download, form fill up, email submission, form registration, survey ইত্যাদি। আবার ধরুন,

আপনাকে survey  করার কাজ দিল,  আপনি কাজ সম্পন্ন করে ,  এবং তারা আপনাকে পেমেন্ট দিবে।

আর, একজন publisher হিসেবে, এই ধরণের কাজ গুলো আপনার করাতে হবে নিজের blog বা website এর মাধ্যমে।

এবং, সফলতাপূর্বক কাজ গুলো করাতে পারলে, কোম্পানির তরফ থেকে আপনি প্রত্যেক কাজের বিনিয়া এবং এফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়াতে কেবল এটাই পার্থক্য যে,

এখানে এফিলিয়েট মার্কেটিং এর মতো আপনার কিছু বিক্রি করাতে হবেনা। তাদের দেখানো পথ৷ অনুসরণ  করতে থাকবেন,এবং কাজের বিনিময়ে অর্থ পাবেন।।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Arfin - Aug 17, 2022, 12:22 PM - Add Reply

🦊😎

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles