কিভাবে অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ, কিংবা এমআই Mi স্মার্টফোনের ক্যাশ cache সাফ করবেন ? আপনার ফোনের cache সাফ করা কতটুকু গুরুত্বপূর্ণ! জেনে নিন।
আজকাল অনেকেই, কম্পিউটার, ল্যাপটপ, কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো ব্যবহার করে করে থাকেন। আর তাই যারা এইসব ডিভাইসগুলো ব্যবহার করে থাকেন, সবাই কমবেশি ইন্টারনেট ব্যবহার করেন। যেমনঃ বিভিন্ন অ্যাপ, গুগল ক্রম ব্রাউজার সহ আরো অনেক ব্রাউজার। আর যখন আমরা এসব অ্যাপ কিংবা ব্রাউজারগুলো ব্যবহার করি তখন আমাদের মোবাইল, ল্যাপটপ, বা কম্পিউটারের মেমরিতে হাজার হাজার ক্যাশ ( cache) জমা হতে থাকে। এইসব ক্যাশ ( cache) যখন মেমোরিতে জমা হয় তখন কিন্তু মেমোরির অনেক জায়গা দখল করে,
আর এই ক্যাশ ফাইলগুলি আমাদের অ্যাপ কিংবা ব্রাউজার এর পারফরম্যান্সকে অর্থাৎ কাজগুলোকে যেমন: ব্রাউজার, অ্যাপএর ইন্টারনেটের গতিকে প্রভাবিত করতে পারে। অনেক সময় দেখা যায় শুধুমাএ এই ক্যাশগুলোই পাঁচ থেকে ছয় জিবি স্টোরেজ দখল করে আছে। তাই আজকে আমি দেখাব কিভাবে অ্যান্ড্রয়েড, ল্যাপটপ, কিংবা এমআই ( Mi ) ডিভাইসের ক্যাশ বা কুকিজ সাফ করবেন। আর আগে চলুন কিছু সাধারণ বিষয় জেনে নেই।
ক্যাশ (cache) কি?
যখনই আপনি একটি ওয়েব ব্রাউজার বা একটি অ্যাপ ব্যবহার করেন, তখন কিন্তু এটি ব্যবহারের সময় আপনার ডিভাইসে ক্যাশ ( cache ) বা কুকিজ তৈরি করে। তাই অতিরিক্ত এসব ক্যাশ ডিভাইসে থাকলে অনেক সময় অ্যাপ কিংবা ব্রাউজার ঠিকমত কাজ করে না। স্টোরেজ ভরে যায় এবং ডেটা লিক হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। তাই এর সমাধান হলো এসব ক্যাশ এবং কুকিজ সাফ করে রাখা। তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ যদি আপনার সম্পূর্ণ না করা থাকে তাহলে এসব ক্যাশ সাফ না করা ভালো, কারণ এতে আপনার অর্ধেক করা কাজগুলো অটোমেটিক মুছে যাবে।
✔ অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ক্যাশ এবং কুকিজ সাফ করার সুবিধাগুলো :
▪️মেমরি এবং স্টোরেজ সংরক্ষণ করে।
▪️মোবাইলের ক্ষতিকর পুরনো ক্যাশ ফাইল মুছে দেয়।
▪️পুরানো ক্যাশ cache ফাইল থেকে ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়া থেকে রক্ষা করে।
▪️অ্যাপস এবং ব্রাউজার ঠিকভাবে কাজ করে।
✔ কিভাবে মোবাইল ফোনে ক্রোমের ক্যাশে cache এবং কুকিজ মুছে ফেলা যায়?
আপনার মোবাইল ফোনের গুগল ক্রোমের cache বা কুকিজ ডিলেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। এখন কিন্তু বেশির ভাগ
মানুষই অন্যান্য ব্রাউজারের চেয়ে গুগল ক্রোম ব্রাউজারটি বেশি ব্যবহার করে থাকেন। তাই এই ব্রাউজারের Browser History তে কিন্তু অনেক cache বা কুকিজ জমা হয়ে থাকে। আপনি কি কি জিনিস সার্চ করেছেন কোন কোন জিনিস দেখেছেন সবকিছুই কিন্তু ওইখানে রয়ে যায়, আপনি যদি এসব ক্লিয়ার করে না থাকেন। তাছাড়া দীর্ঘদিন ব্যবহার করলে ক্লিয়ার না করে থাকলে, অনেক জায়গা দখল করে থাকে প্রায় ২০০- ৫০০ - ১০০০ এমবি পর্যন্ত।
1.আপনার গুগল ক্রোম অ্যাপে যান, যাওয়া পর মোবাইলের উপরে ডান কোনে থ্রি ডট বারে অর্থাৎ তিনটা ছোট ছোট ফুটা আছে ওইখানে ক্লিক করুন।
2. তার পর History তে যান >Clear browsing data লেখা আছে ওখানে ক্লিক করুন ।
3. এবার Advanced অপশনে যান, গিয়ে All time সিলেক্ট করুন।
4. এবার আপনি সবকটি সিলেক্ট করুন। বা চাইলে বেঁচে ও সিলেক্ট করতে পারেন।
5. অবশেষে, Clear data এতে ক্লিক করুন ।
✔ ল্যাপটপ বা পিসিতে করতে গেলেঃ
1. আপনার ক্রোম যান এবং একই সাথে Ctrl + Shift + Delete এ চাপুন ।
2. তার পর History তে যান >Clear browsing data লেখা আছে ওখানে ক্লিক করুন ।
3.এবার আপনি সবকটি সিলেক্ট করুন ।
4. অবশেষে,Clear data চাপুন ।
কীভাবে অ্যান্ড্রয়েডে এখানে অ্যাপের ক্যাশ (cache) সাফ করবেন?
1. ⚙️সেটিংয়ে যান এবং স্টোরেজ Storage এ চাপ দিন।
2. Other Apps এ যান ।
3. থ্রি -ডট মেনুতে ক্লিক করুন এবং Sort by size লেখা আসবে এতে ক্লিক করুন ।
4. এখন আপনি যে অ্যাপটির ক্যাশ cache ক্লিয়ার করতে চান সেটি সিলেক্ট করুন। এখন Clear Cache এ ক্লিক করুন। হয়ে যাবে।
কীভাবে Mi (এমআই) ডিভাইসের অ্যাপের ক্যাশ cache মুছবেন?
1. Settings App যান এবং অ্যাপস apps খুলুন ।
2.Manage apps নির্বাচন করুন এবং sort by Used storage অনুসারে সাজান ।
3.এখন আপনি যে অ্যাপটির ক্যাশ cache ক্লিয়ার করতে চান সেটি সিলেক্ট করুন। এখন Clear Cache এ ক্লিক করুন।
সচরাচর জিজ্ঞাস্য বা (FAQ) Frequently Asked Questions.
Cache সাফ করা কি নিরাপদ?
Cache বেশিরভাগই কেবল জাঙ্ক ফাইল তৈরী করে । তাই মোবাইলের কার্য-ক্ষমতা ঠিক রাখার জন্য আমাদের কমপক্ষে মাসে একবার হলেও এইসব cache সাফ করা ভালো। অনেক সময় দেখবেন মোবাইলের যথেষ্ট পরিমান স্টোরেজ থাকলে ও আউট অফ স্পেস দেখায়, এটা মূলত অনেক সময় cache এর কারণেই হয়।
তাই cache সাফ করে রাখলে আপনার ফোনের কর্মক্ষমতা উন্নত করতে পারে। সুতরাং আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্যাশ সাফ করতে উপরের ধাপগুলি অনুসরণ করতে পারেন।
কতবার এসব ক্যাশ সাফ করা উচিত?
ক্যাশগুলি প্রায়শই পরিষ্কার না করা ভাল কারণ এটি আপনার অ্যাপ্লিকেশনগুলিকে সঠিকভাবে কাজ না করতে পারে। যদি আপনার এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ বা ডকুমেন্ট থাকে অ্যাপ কিংবা ব্রাউজারে তাহলে এসব অ্যাপের cache সাফ না করাই ভালো। কারন মোবাইলের যে অ্যাপের cache আপনি সাফ করবেন তার তথ্যগুলো ডিলেট হয়ে যায়।
আপনার স্টোরেজ যদি কম থাকে বা আপনার অ্যাপগুলি যদি অনেক সময় সঠিকভাবে কাজ না করে অর্থাৎ অ্যাপের গতি কমে যায় তাহলে আপনি এটির cache সাফ করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আগে এটি সংরক্ষণ করে রাখতে পারেন।
You must be logged in to post a comment.