ফেসবুকে ফলোয়ার বাড়ানোর নিন্জা টেকনিক কী? ফেসবুকের ফলোয়ার বাড়াতে পাচ্ছেন না? ফলোয়ার কি দিন দিন কমে যাচ্ছে? চিন্তার কোনো কারন নেই।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কিভাবে ফেসবুকের ফলোয়ার বাড়াতে পারবেন।
অনেকে ফেসবুক পেজ নিয়ে কাজ করতে ইচ্ছুক বা অনেকেই ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন ।
কিন্তু কিছুতেই ফলোয়ার বাড়াতে পাচ্ছেন না । অনেকের মনে প্রশ্ন থাকে, ফেসবুক থেকে কি আসলেই টাকা ইনকাম করা যায়?
আপনাদের উত্তরে আমি একই কথা বলব, ফেসবুক থেকে হাজার হাজার লোক টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছে।
শুধু বাংলাদেশের মধ্যেই এটা সীমাবদ্ধ নয়। অন্যান্য দেশ থেকেও মানুষ ফেসবুক থেকে ইনকাম করছে। অনেকেই বলতে পারেন কিভাবে ফেসবুক আমাদের টাকা দেবে? কেমনে তা সম্ভব?
ঠিকই শুনেছেন! এটা সম্ভব। আজকাল মানুষ ফেসবুকে ভিডিও আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করছে।
আপনারা হয়তো দেখে থাকবেন অনেক অনেক বড় বড় পেজ রয়েছে। তারা কত টাকা ইনকাম করছে? তারা তো অনেক টাকা ইনকাম করছে। তাদের সাথে আপনার তুলনা করলে হবে না ভাই।
তারাও কিন্তু একদিনে এটা করতে পারে নি। তাদেরও এতগুলো ফলোয়ার হতে অনেক সময় লেগেছে।
আপনাকেও অনেক সময় ব্যয় করতে হবে ফেসবুকে তাহলে আপনিও তাদের মতো হতে পারবেন।
তো চলুন দেরি না করে এখন জানা যাক আপনারা কিভাবে জিরো ফলোয়ার থেকে ১০০০০ হাজার ফলোয়ার ও চার হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ করবেন।
ফলোয়ার বাড়াতে হলে আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। ফলোয়ার বাড়াতে হলে আপনাকে ফ্রেন্ডদের invite করতে হবে।
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে invite করব। No problem. আমিতো আছি আপনাদের সাথে। invite করার জন্য আপনাকে যেকোনো একটি ফেসবুক একাউন্ট লগইন করতে হবে।
ফেসবুকে সার্চ অপশনে যাবেন। আপনার পেজটি কি নামে খোলা আছে সেটা ফেসবুকে সার্চ করবেন।
আপনি যদি নতুন পেজ খুলে থাকেন তাহলে আপনার পেজটি খুঁজে পেতে অনেক ঝামেলা হতে পারে।
সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি যে আইডি থেকে আপনার পেজটি খুলেছেন সে আইডি লগইন করুন তারপর আপনার পেজ এ প্রবেশ করুন। তারপর আপনি তিনটা ডট দেখতে পাবেন। ...
অনেকটা এরকম। এখানে ক্লিক করলে কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখানে copy link নামে একটি অপশন পাবেন।
সেখান থেকে আপনার পেজের লিংক কপি করবেন। তারপর আপনার অন্য আইডিতে লিংটি পেস্ট পেজটি সার্চ করবেন। দেখবেন প্রথমেই আপনার পেজটি পেয়ে যাবেন।
পেজে ঢোকার পর follow buttone এর নিচে যে কয়জন আপনার পেজটি ফলো করেছেন সেটা দেখাবে, সেখানে ক্লিক করবেন।
দেখবেন নিচে invite friend নামে একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক করলে দেখনে পাবেন আপনার ফেসবুকে যতগুলো friend রয়েছে সেগুলো দেখাবে। আপনি সেগুলো mark করে inviteঅপশনে ক্লিক করবেন।
যখন আপনার পেজটি কেউ ফলো করবে তখন আপনি ফেসবুক থেকে নোটিফিকেশন পাবেন। আপনি ৩০০ জনকে ১ ঘন্টা পরপর invite দিবেন।
যদি আপনি একবারে ১০০০ friend দের একসাথে একটানা দিতে যান তাহলে আপনি আর ২৪ ঘন্টার মধ্যে আর invite দিতে পারবেন না।
আপনি চাইলে যেকোনো আইডি থেকে invite দিতে পারেন। শুধু আপনার আইডি থেকে invite দিতে পারবেন তা কিন্তু না।
আপনি চাইলে আপনার বন্ধু অথবা পরিবারের যেকোনো ব্যাক্তির মোবাইল থেকে invite দিতে পারেন।
আপনি যতো পারেন invite দিবেন। যত invite দিবেন ততই আপনার ফলোয়ার বাড়তে থাকবে। তখন আপনি এক মাসের মধ্যেই ১০k ফলোয়ার পূর্ণ করতে পারবেন।
আপনি তিনদিনে একটা ভিডিও আপনার পেইজে আপলোড করবেন। ফলোয়ার বেশি না হওয়া পর্যন্ত আপনি বেশি বেশি ভিডিও আপলোড করতে যাবেন না।
তাতে আপনারই লস। সে সময় যদি আপনি invite দেন তাহলে ফলোয়ার অনেক বেড়ে যাবে। ভিডিও আপলোড করতে নিষেধ করি নি৷ আপলোড করেন তিনদিনে একটা করে ভিডিও আপলোড করেন।
তারপর আপনি যদি ১০k Follower ও ৪k মিনিট ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন তাহলে মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন।
একবার মনিটাইজ অন হলে আপনার কোনো চিন্তা নেই। তখন আপনি প্রতিদিন পেজে ভিডিও আপলোড করবেন।
এমনভাবে ভিডিও এডিট করবেন যাতে দর্শকেরা অনেক আনন্দিত হন। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওতে অনেক ভিউ আসবে।
আপনারা চাইলে অনেকগুলো ফেসবুক একাউন্ট creat করে সেখান থেকেও invite দিতে পারেন।
বর্তমানে আমি ফেসবুক পেজ ও টিকটক নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে 2k ফলোয়ার পূর্ণ হয়েছে।
আর টিকটকে 1040 টি ফলোয়ার। আপনারা সকলে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন।
আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি যেন ফেসবুক আর টিকটকে সফলতা পেতে পারি। ( আমিন)।
আমার ফেসবুক পেজের নামঃ Ridoy Bloggar এবং টিকটিক আইডির নাম @ridoybloggar সার্চ করলেই পেয়ে যাবেন।
আমার ফেসবুক ও টিকটক আইডিতে ফলো করে পাশে থাকবেন৷ আপনাদের সুবিধার্তে আমার ফেসবুক পেজ ও টিকটক আইডি লিংকDescription বক্সে দিয়ে যাচ্ছি । ধন্যবাদ।
নামাজ বাদ দিয়ো না বন্ধু । নামাজ পড়ো বন্ধু , এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর♥️।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায় করি।..…. 🥀আল্লাহ হাফেজ🥀
You must be logged in to post a comment.