ফেসবুক থেকে ইনকাম করার উপায়

আসসালামু আলাইকুম  প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি আলোচনা করব তোমরা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে।

তাহলে চলুন আসল কথায় আসা যাক। ফেসবুক থেকে ইনকাম করার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন লাগবে।তাহলেই তোমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবে।

ফেসবুক থেকে ইনকাম করার জন্য অনেক নিয়ম মানতে হবে। চলুন দেখা যাক নিয়মগুলো কি কি।

কপিরাইট ক্লেইম :

  • ফেসবুক থেকে ইনকাম করতে হলে অন্যের ভিডিও আপলোড করা যাবে না।
  • অবশ্যই নিজের ভিডিও হতে হবে।
  • আপনারা হয়তো বলতে পারেন, অনেকেই তো অন্যের ভিডিও ফেসবুকে আপলোড করে।
  • মনে রাখবেন অন্যের ভিডিও তারা আপলোড করলেও সেক্ষেত্রে পেজের মনিটাইজ নাও হতে পারে।

ফেসবুক  থেকে ইনকাম করতে হলে কিকরতে হবে:

আপনি যদি ফেসবুক থেকেইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকে একটি   প্রফেশনাল টাইপ পেইজ খুলতে হবে।

সেখানে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড  করবেন। মনে রাখবেন আপনি পেজটির কাজ সম্পূর্ণ শেষ হলে তখন থেকে আপনি ভিডিও আপলোড করবেন।

ফেসবুক পেইজের ফলোয়ার বাড়াবেন কিভাবে:

আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে  অবশ্যই আপনার পেইজে ১০হাজার ফলোয়ার থাকতে হবে এবং ৬লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। তাহলে পেইজে মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন।

ফেসবুক পেইজে একবার মনিটাইজ হলে আপনি ব্যাংক একাউন্ট অ্যাড করতে পারবেন।আপনার একাউন্টে অটোমেটিক টাকা চলে যাবে।

একটা কথা মনে রাখবেন, ফেসবুকে কখনো অন্যের ভিডিও আপলোড করবেন না।সবসময় নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। অন্যের ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে আপনি মনিটাইজ নাও পেতে পারেন।

ফেসবুক পেইজের ওয়াচ টাইম পূর্ণ করবেন কিভাবে :

ফেসবুকে ওয়াচ টাইম পূর্ণ করতে একটা কাজ করতে হবে।সেটা হলে আপনি ফেসবুকের বিভিন্ন গ্রপে আপনার পেইজের ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসছে, ওয়াচ টাইম পূর্ণ হবে এবং আপনার ফলোয়ার সংখ্যাও বৃদ্ধি পাবে।

আপনি ফেসবুকে সব গ্রুপে পোস্ট করতে পারবেন না।কারন যদি প্রাকৃতিক পরিবেশের গ্রুপে যদি আপনার ভিডিও শেয়ার করেন তাহলে পেন্ডিং দেখাবে।সুতরাং আপনি সব গ্রুপে পোস্ট করতে যাবেন না।

আপনাদের সুবিধাতে আমি একটি গ্রুপের লিংক দিচ্ছি। আপনারা এই গ্রুপে যেকোনো  পোস্ট করতে পারবেন।

গ্রুপ লিংক:https://facebook.com/groups/440033297331922/

আপনারা এই গ্রুপে যেকোনো ভিডিও/পোস্ট আপলোড করতে পারবেন।

আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেইজের ভিডিও আপলোড করতে পারবেন।

এই গ্রুপে ভিডিও আপলোড করার সাথে সাথে শেয়ার হয়ে যায়।

আপনারা আপনাদের ফেসবুক পেইজের ভিডিওতে ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন।

মনে রাখবেন ফেসবুক পেইজ থেকে ইনকাম করতে সময় লাগতে পারে। আপনি যদি ফেসবুক পেইজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে।

কিন্তু সব কাজ বাদ দিয়ে আপনি শুধু  ফেসবুকে পরে থাকবেন না। আপনার কাজের পাশাপাশি অবসর সময়ে আপনি ফেসবুকে সময় দেন।

সবশেষে বলে যায়,অনলাইনে ইনকাম করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে। তা না হলে অনলাইনে সফল হতে পারবেন না।

আপনারা চেষ্টা করবেন ফেসবুকে নিজের ভিডিও করার। ফেসবুকে ভিডিও কখনো বুষ্ট করতে যাবেন না। প্রথম প্রথম আপনার পেইজের ভিডিওতে ভিউ কম আসবে।চিন্তার কোনো কারন নেই। আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান।

আপনার পেইজে যদি ১০০টার বেশি ভিডিও থাকে তাহলে অবশ্যই একটা না একটা ভিডিও ভাইরাল হবে।
ভিডিও কখন ভাইরাল হবে বলা যাবে না।

আজকে এই পযন্তই, আল্লাহ হাফেজ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Firoj - Jan 16, 2023, 8:11 AM - Add Reply

Thanks

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles