আমরা জীবনে চলার পথে অনেক কিছু দেখি।ইচ্ছা করে সেগুলো ক্যামেরা বন্দি করার।কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন স্থানে ক্যামেরা ব্যবহারে নিষেধ থাকে।তখন মাথায় আসে স্পাই ক্যামেরার কথা।
ফোনের ক্যামেরাকে বানিয়ে নিন স্পাই ক্যামেরা
আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পরিস্থিতিরে পড়ি বা অনেক জিনিস দেখি,যা দেখলে প্রথমেই মনে হয় ক্যামেরা বন্দি করার কথা।
কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন নিষেধ থাকে ক্যামেরা খোলার ব্যাপারে। তাই আমরা ব্যবহার করি স্পাই ক্যামেরা।
স্পাই ক্যামেরা কি?
উ:ক্যামেরাতে ঠিকই রেকর্ড হবে,কিন্তু স্ক্রিন অফ থাকবে।আপনি ছাড়া কেউ জানবেই না,ক্যামেরা অন করা কি না।
যেকোনো এন্ড্রয়েড ফোনকেই আমরা স্পাই ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারি।তার জন্য খুব কাঠ খড় পোহাতে হবে না।আমরা জাস্ট ব্যবহার করবো একটা এপ্লিকেশন।
এই এপ্লিকেশনের নাম Black Screen। এপটি গুগল প্লে স্টোর অথবা ios স্টোরে পাওয়া যাবে।তবু আপনাদের সুবিধার্থে নিচে এপ্লিকেশনটির ডাউনলোড লিংক দেয়া হলো:
https://play.google.com/store/apps/details?id=io.japp.blackscreen
কিভাবে ইউজ করবেন এপটি?
উ:উপরের লিংক থেকে ডাউনলোড করা হয়ে গেলে এপটি ওপেন করুন।
এরপর যা যা পারমিশন চাইবে সব দিয়ে দিন।
Enable Black Screen নামের অপশন পাবেন।সেটা অন করে দিন।অন করে দেওয়ার পর আরো ৩টি অপশন পাবেন।সেগুলা আপনার ইচ্ছা মতো অন/অফ রেখে কাস্টমাইজ করে ব্যাবহার করতে পারেন।
Black Screen Enable করার পর ফোনের স্ক্রিনের মাঝ বরাবর একটি লক দেখতে পাবেন।সেটিতে এক ক্লিক করলেই অফ হয়ে যাবে আপনার ফোনের স্ক্রিন।
কিভাবে স্পাই ক্যামেরা অন করবেন?
- উ: প্রথমেই Black Screen এপটি ওপেন করে নেবেন।
- এরপর ক্যামেরা তে ঢুকে ভিডিও রেকর্ডিং অন করবেন।
- এরপর স্ক্রিনের মাঝখানে একটি লক দেখতে পারবেন।
- সেটিতে একটি ক্লিক করলেই আপনার স্ক্রিন অফ হয়ে যাবে।
- কিন্তু আপনার ভিডিও রেকর্ডিং চলতেই থাকবে।
- আপনি ছাড়া আর কেউ জানবেই না ফোনে কি হচ্ছে।
আশা করি এই ট্রিকসটি আপনাদের কাজে লাগবে।আর হ্যা,অবশ্যই এই ট্রিকসটি খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না।সবাইকে ধন্যবাদ।
https://blog.jit.com.bd/tips-and-tricks-5-9655
Very good
<a href="https://blog.jit.com.bd/tips-and-tricks-5-9655">trickbd prothom kemon silo</a>
You must be logged in to post a comment.