(Jar)মডিফাই করতে হলে প্রথমে আপনাকে কয়েকটি এপ ডাউনলোড করতে হবে। আমার সাইটেও পাবেন কিন্তু লিংক কমেন্টে দিবো ।
এপ এর নাম : Bluetoth Ftp এবং mobyexplolar প্রথমে অপেন করবেন bluetoth ftp তারপর যে গেমটি মডিফাই করতে যাচ্ছেন- সেখানে প্রবেশ করবেন তারপর সবগুলো মার্ক করবেন এবং অপশন বাটন চাপে extract selected items এ ক্লিক করে অন্য ফোল্ডারে সব কপি করবেন ।
সাবধান কপি করার সময় ধিরে ধিরে করবেন ১টি ফাইল কম হলে মডিফাই হবেনা।
তারপর সব বের করা হলে আপনি যদি লেভেলের/ব্যাকগ্রাউন্ড ফটো চেন্জ করতে চান তাহলে উক্ত গেমের ফটোটা বের করে তার মাপ অনুযায়ি একই ফটো কোনো তফাত না রেখে একটা ফটো সংগ্রহ করবেন এবং, যেখান থেকে ফটোটা বের করছেন ঐ ফোল্ডারে আপনার নতুন ফটোটা লাগাবেন। আপনাকে আগের ফটোর মতো মাপ,কুয়ালিটি লাগবে।
আপনি যদি sound চেন্জ করতে চান তাহলে একই নিয়ম অনুসারে নাম,কুয়ালিটি দিতে হবে। তারপর ব্লুটুথ এপটিপি তে গিয়ে যে ফোলডারে সব রেখেছেন সেখানে গিয়ে সব মার্ক করে Compress Items (zip) ক্লিক করে ধিরে ধিরে permition দিবেন, তারপর zip থেকে jar বানালে হয়ে যাবে। সমস্যা থাকলে বলবেন। ধন্যবাদ Jit এ থাকার জন্যে।
You must be logged in to post a comment.