ফোনের স্ক্রিন বন্ধ রেখে প্লে করুন ইউটিউব

আসসালামু আলাইকুম। আমরা অনেকেই গান শুনতে ভালোবাসি।তাই আমরা অনেক ধরনের এপ ইউজ করে থাকি।

কিন্তু এখন আমরা দেখবো কিভাবে ইউটিউব থেকে গান শুনবো, কিন্তু ফোনের স্ক্রিন বন্ধ রেখেই।

স্ক্রিন বন্ধ রেখেই প্লে করুন ইউটিউব

আমরা অনেকে মিউজিক শুনতে বিভিন্ন এপ্লিকেশন ব্যবহার করে থাকি।তবুও আমরা ইউটিউব থেকে গান শুনেই থাকি।

তবে এক্ষেত্রে  ঝামেলার বিষয়টি হচ্ছে,ফোনের স্ক্রিন অন থাকে।ফলে ব্যাটারি যেমন বার্ন হয়,তেমনি পকেটে রাখলে যেকোনো জায়গায় টাচ লেগে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায়।

তাই আমরা ইউজ করবো Black Screen নামের এপটি।এপটি সহজেই গুগল প্লে স্টোর অথবা ios স্টোরে পেয়ে যাবেন।নিচে এপটির ডাউনলোড নিংক দেয়া হলো:

https://play.google.com/store/apps/details?id=io.japp.blackscreen

এই লিংকে ক্লিক করে সহজেই নামিয়ে নিতে পারবেন।

ব্যবহার করার নিয়ম:

১.যা যা পারমিশন চাইবে সব দিয়ে দিবেন।

২.এপটি ওপেন করার পর  Enable Black Screen নামের অপশন পাবেন।সেটা অন করে নিবেন।

৩.Enable Black Screen অন করার করার পর ৩টি অপশন পাবেন।আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করে ব্যাবহার করতে থাকুন এপটি।

বি:দ্র: তবে অভিজ্ঞতা থেকে বলা যায়,যে ৩টি অপশন পাবেন,সেগুলা অন না করলেই এপটি সহজে ব্যবহার করতে পারবেন।

কেনো ব্যবহার করবেন এপটি?

উ: এটি ইউটিউব চলাকালে আপনার ব্যাটারি কম বার্ন করবে,সাথে টাচিং ইস্যুতে কোনো সমস্যা থাকবে না।

ধন্যবাদ সবাই।আশা করি এই পোস্টের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Alim - Mar 1, 2023, 1:39 PM - Add Reply

আপনার সাথে কথা বলতে চাই ।

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles