সেরা পাঁচটি ফ্রি ভিপিএন।Top Five Free VPN

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আমি আজকে নিয়ে এসেছি সেরা ৫ টি VPN। বর্তমানে গুগল প্লে স্টোর এ লক্ষ লক্ষ VPN আছে।

তার মধ্যে বেশিরভাগ VPN গুলাই ফালতু। তাই আমি বাছাই করে আপনাদের মাঝে সেরা পাঁচটি ভিপিএন নিয়ে হাজির হয়েছি। ভিপিএন গুলো আপনারা google প্লেস্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন।

কিভাবে বুঝবেন ভিপিএন টি একটি ভালো ভিপিএন।

vpn টি ডাউনলোড মিনিমাম ওয়ান মিলিয়ন প্লাস হতে হবে।

এবং ইউজার রেটিং ফর পয়েন্টের ওপরে থাকতে হবে। তার সাথে সাথে ইউএস সার্ভার বাধ্যতামূলক থাকতে হবে।

নাম্বার এক :super VPN 

এই ভিপিএনটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। super VPN টির নেট স্পিড অনেক ভালো থাকে।

VPN টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে 100M+ তাহলে বুঝতে পারতাছেন ভিপিএনটি কত জনপ্রিয়।super VPN টির বর্তমান ইউজার রেটিং ৪.৬।

নাম্বার দুই: TURBO VPN 

TURBO VPN টি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন।TURBO VPN টি google play store এ ডাউনলোড হয়েছে 100M+।

এই ভিপিএনটি অনেক জনপ্রিয় একটি ভিপিএন। ভিপিএনটির ইউজার রেটিং ৪.৫। আপনারা চাইলে এই vpn টি ডাউনলোড করতে পারেন।

নাম্বার তিন: vpn master pro

vpn master pro টি আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে এই vpn টি পেয়ে যাবেন। 

vpn master pro এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে 50 M+ অনেক ভালো একটি ভিপিএন। ইউজার রেটিং ৪.৩। নেট স্পিডে অনেক ভালো থাকে। আপনারা অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন এই ভিপিএনটিতে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন।

নাম্বার চার : tomato vpn

tomato vpn গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। অনেক ভালো একটি ভিপিএন।

tomato vpn টি এখন বন্ধ ডাউনলোড হয়েছে 50 M+ 

 এবং ইউজার রেটিং ৪.৪ 

ভিপিএন টির নেট স্পিড অনেক ভালো থাকে। এর সাথে সাথে অনেকগুলো সার্ভার আছে। এই ভিপিএনটি তে আপনাদের একটি ইমেইল দিয়ে একাউন্ট করতে হবে। তারপর আপনাকে একটি পাসওয়ার্ড ইউজ করতে হবে।

তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে লগইন করতে হবে। অনেক ভালো একটি ভিপিএন।

নাম্বার পাঁচ: power vpn

power vpn টি অনেক ভালো একটি ভিপি এন, আপনারা গুগল প্লেস্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। ভিপেনটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে 10M+

ভিপিএন টির ইউজার রেটিং ৪.২ এটা অনেক ভালো একটি ভিপিএন। এই ভিপিএনটি এডের মাধ্যমে কানেক্ট করতে হয়। এবং নেট স্পিড অনেক ভালো থাকে। তো বন্ধুগণ পোস্টটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles