ইউটিউবে আয়ের শীর্ষ ১০ কন্টেন্ট ক্রিয়েটর?

ইউটিউব নামটি আপনার আমার সবারই খুব ভালোভাবে পরিচিত। ইউটিউব বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্লাটফর্ম।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কিন্তু কখনো তো আপনার মনে প্রশ্ন উঠেছে যে সবচেয়ে বেশি আয় করা ইউটিউবার কে?

মি. বিস্ট নামে  যুক্তরাষ্ট্রের তরুণ ২০২১ সালে ইউটিউব থেকে  ৫ কোটি ৪০ লাখ ডলার আয় করেছেন। টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৪৬৩ কোটি টাকা।

বিশ্বে শীর্ষ ১০০ আয় করা ব্যক্তির মধ্যে তার অবস্থান ছিল ৪০ তম। জ্যাক পল ২০২১ সালে আয় করা ইউটিউবারে মধ্যে তার অবস্থান ছিল ২য়।

তিনি,হলেন একজন বক্সিং তারকা। নিজের বক্সিং এর ভিডিও পোস্ট করে তার আয় হয়েছিল ৪কোটি ৫০ লাখ ডলার। টাকায় যার পরিমাণ ৩৮৬ কোটি টাকা। 

আয়ে শীর্ষ ১০ ইউটিউবার

১.মি. বিস্ট- ৫ কোটি ৪০ লাখ ডলার।

২. জ্যাক পল- ৪ কোটি ৫০ লাখ ডলার।

৩. মারকিপ্লায়ার- ৩ কোটি ৮০ লাখ ডলার।

৪. রেট অ্যান্ড লিংক- ৩ কোটি ডলার।

৫. আনস্পিকেবল- ২ কোটি ৮৫ লাখ ডলার।

৬. নাসতিয়া- ২ কোটি ৮০ লাখ ডলার।

৭. রায়ান কাজি- ২ কোটি ৭০ লাখ ডলার।

৮. ডিউড পারফেক্ট- ২ কোটি ডলার।

৯. লোগান পল- ১ কোটি ৮০ লাখ ডলার।

১০. প্রিস্টন আর্সমেন্ট- ১ কোটি ৬০ লাখ ডলার।

আমার আর্টিকেলটি পছন্দ হয়েছে। পরবর্তীতে কি বিষয়ে আর্টিকেল চান কমেন্ট করে জানিয়ে দিন এখনই। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ