বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। আধুনিকের এই যুগে অনেক মানুষ এখন ঘরে বসে ইনকাম করার দিকে ঝুঁকছে। তাই তারা বেছে নিচ্ছে বিভিন্ন ইনকাম অ্যাপস, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। কিন্তু এসব জনপ্রিয় মাধ্যম গুলো ছাড়াও আপনি যে টেলিগ্রাম থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন সেটা কি আপনি জানেন?
তাই এ আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন :-
# টেলিগ্রাম কি?
# টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন?
# কিভাবে টেলিগ্রাম একাউন্ট খুলবেন?
▪ টেলিগ্রাম কি?
টেলিগ্রাম হল সবচেয়ে দ্রুত মেসেজিং অ্যাপ। যা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো স্থানে তথ্য আদান প্রদান করতে পারবেন। এ অ্যাপস দিয়ে আপনি মিডিয়া এবং ফাইল, ছবি, ভিডিও, লিংক পাঠাতে পারেন। আপনার সম্পূর্ণ চাট ইতিহাসের জন্য আপনার ফোন মেমোরি লোড হওয়ার প্রয়োজন নেই। যতক্ষণ আপনার প্রয়োজন হবে ততক্ষণ টেলিগ্রাম ক্লাউডে সুরক্ষিতভাবে তথ্য সংরক্ষন করা হবে।
▪ কিভাবে টেলিগ্রাম থেকে ইনকাম করবেন?
টেলিগ্রাম থেকে ইনকাম করতে চাইলে টেলিগ্রাম একাউন্ট বা চ্যানেল খোলা অত্যন্ত প্রয়োজন। টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমে আপনি আপনার বিষয়বস্তু খুব সহজেই অনেকের মাঝে প্রচার করতে পারবে। যেমন ফাইল, লিংক, ফটো, ভিডিও ইত্যাদি। এই ফাইল বা লিংক যখন আপনার চ্যানেলের মেম্বারগন পাবেন তখন তারা সহজেই ক্লিক বা ডাউনলোড করতে পারবে। তবে আপনার চ্যানেলে অবশ্যই 5000 থেকে 6000 মেম্বার থাকতে হবে। কারণ আপনার চ্যানেলে সাবস্ক্রাইভ যত বেশি আপনার ইনকাম তত বেশি হবে। টেলিগ্রাম থেকে ইনকাম করার সহজ উপায়গুলো নিচে দেওয়া হল :-
1. আফিলিয়েট মার্কেটিং
2. লিংক শর্টনার
3. পেইড পোস্ট
4. চাঁদা ফি
5. সিপিএ মার্কেটিং
এই উপায়গুলোর মাধ্যমে আপনি খুব সহজে টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন।
▪ কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন?
# প্রথমে আপনি আপনার গুগোল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপস টি ইন্সটল করে নিবেন।
# ইন্সটল হয়ে গেলে Open এ ক্লিক করুন।
# তারপর Start Messaging এ ক্লিক করুন।
# এরপর Continue বাটনে ক্লিক করুন।
# এরপর your phone নামে একটি ইন্টারফেস শো করবে সেখান থেকে আপনি আপনার country সিলেক্ট করে নিবেন।
# তারপর আপনার ফোন নাম্বার দিতে হবে।
# আপনার নাম্বারে একটি কল যাবে সেখানে ভেরিফিকেশন কোড বলে দিবে।
# এরপর আপনি আপনার নামের প্রথম ও শেষ অংশ দিবেন।
# এভাবে আপনি খুব সহজেই টেলিগ্রাম একাউন্ট খুলতে পারবেন।
তো বন্ধুরা। আমি আর কথা না বাড়িয়ে আর্টিকেলটি এখান থেকেই শেষ করছি। পরবর্তী আর্টিকেল না পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.