এসএমএস এবং ছবি আদান প্রদান ও ভয়েস ও ভিডিও কল ছাড়াও যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের অনেকগুলো সুবিধা রয়েছে যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না।
তাহলে চলুন আজকে জেনে নেয়া যাক হোয়াটসঅ্যাপের ৬টি সুবিধা সম্পর্কে বিস্তারিত।
১.গুরুত্বপূর্ণ চ্যাট পিন করতে পারবেন: প্রায় সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে দরকারী এসএমএস গুলো প্রয়োজনের সময় খুঁজে পেতে অনেক কষ্ট হয়,
তবে আপনি যদি, যে কোন এসএমএস পিন করে রেখে দেন তবে সেটা খুব সহজেই খুঁজে পেতে পারবেন।
চ্যাট পিন করতে চাইলে আপনাকে নির্দিষ্ট বার্তা কিছুক্ষণ চেপে ধরে উপরে থাকা পিন আইকনে ট্যাপ করে দিতে হবে।
আপনার যখন দরকার শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে আপনি এসএমএসটি পিন করা থেকে সরিয়ে ফেলতে পারবেন।
২.তারতারি ভয়েস মেসেজ শোনা: হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করে তাদের মধ্যে অনেকেই আছে যারা ভয়েস মেসেজ পাঠিয়ে থাকেন।
তবে ভয়েস মেসেজ যদি অনেক বড় হয় তবে গুরুত্বপূর্ণ তথ্য শোনার জন্য বেশ অনেক সময় দরকার হয়।
তবে আপনি ইচ্ছে করলেই কিন্তু ভয়েস ম্যাসেজের গতি বাড়িয়ে দরকারি যে তথ্যগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়িশুনে নিতে পারবেন।
আর এই সুবিধাটাকে কাজে লাগিয়ে ভয়েস নোট দেড় গুণ হতে দুই গুণ বেশি গতিতে শুনতে পারবেন।
ভয়েস মেসেজের গতি বাড়াতে চাইলে আপনাকে প্লে বাটন হতে ১.৫ এক্স বা ২ এক্স নির্বাচন করে নিতে হবে।
৩.ভয়েস রেকর্ডিং লক করে রাখা: সাধারণ সময়ের থেকে যদি বড় ভয়েস মেসেজ পাঠানোর সময়ে পুরো সময়টা রেকর্ডিং বাটন চেপে ধরাটা কিন্তু আসলে অনেক কষ্টকর একটি ব্যাপার।
অনেকে আছে আবার যারা ভয়েস মেসেজ রেকর্ড করার সময়ে মনের ভুলে রেকর্ডিং বাটন থেকে হাত সরিয়ে দেন। আর যার ফলে দেখা যায় সম্পূর্ণ ভয়েস মেসেজ রেকর্ড হয় না।
তবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং বাটন না চেপেই কিন্তু ভয়েস মেসেজ রেকর্ড করে ফেলতে পারবেন।
আর তার জন্য আপনাকে ভয়েস মেসেজ রেকর্ড করার সময়ে মাইক্রোফোন বাটনে ট্যাপ করে লক বাটন নির্বাচন করে দিতে হবে তাহলেই হবে।
৪.হোয়াটসঅ্যাপের বার্তা ই-মেইলে সংরক্ষণ করে রাখা: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কিংবা গ্রুপে আদান-প্রদান করা এসএমএস গুলো আপনি কিন্তু ইচ্ছে করলেই নির্দিষ্ট একটি ইমেইল ঠিকানাতে পাঠিয়ে তারপরে সেটি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন।
আর এই কাজটি করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের যে বার্তা ই মেইল করা লাগবে সেটি নির্বাচন করে তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এবারে আপনাকে More অপশন নির্বাচন করে এক্সপোর্ট চ্যাটে ট্যাপ করে ই-মেইল চ্যাট নির্বাচন করে দিতে হবে।
৫.বার্তা সংরক্ষণ করে রাখবেন: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে নির্দিষ্ট মানুষের পাঠানো বার্তা খুব সহজে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন।
আর এই কাজটি করার জন্য আপনারা যে এসএমএসটি সংরক্ষণ করতে চান, সেটার উপরে আপনাকে ট্যাপ করে ধরে রেখে উপরে থাকা আর্কাইভ আইকন নির্বাচন করলেই হবে নির্বাচন করার পরে আপনারা সেটি চ্যাট আর্কাইভে সংরক্ষণ করে ফেলতে পারবেন।
আর পরবর্তীতে আপনারা যদি বার্তাটি সংরক্ষণ করতে না চান তবে আর্কাইভ অপশনে ট্যাপ করে এসএমএসটিকে নির্বাচন করে নিয়ে তারপরে আন-আর্কাইভ আইকন নির্বাচন করে দিতে হবে।
৬.লোকেশনের তথ্য জানাতে পারবেন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইচ্ছা করলে কিন্তু তারা তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে নিজের অবস্থানের সম্পর্কে তথ্য জানাতে পারবেন।
তাদের জন্য দয়া করে মেসেজ অপশন থেকে ডান দিকে থাকা পেপারক্লিপ আইকন হোটে ‘লোকেশন’ অপশন নির্বাচন করে দিতে হবে।
আর এরপরে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনে ক্লিক করার পরে সেই অবস্থানে কতক্ষণ থাকবেন সেটাকে আপনাকে নির্বাচন করে দিতে হবে।
সকলে ভাল থাকবেন । আর এই রকমের আর্টিকেল পেতে চাইলে আমাদের ওয়েবসাইট এর সঙ্গেই থাকবেন।
You must be logged in to post a comment.