আপনি শুনে খুশি হবেন যে যেকোন সফটওয়্যার ফ্রী তে ডাউনলোড করতে পারবেন। কোন সমস্যা ছাড়া ও অর্থ না দিয়েই।তাহলে চলুন শুরু করি কিভাবে পাওয়া যাবে এসব সফটওয়্যার।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন সফটওয়্যার দিয়ে কম্পিউটারে কাজ করি কিন্তু বেশিরভাগই সফটওয়্যার পেইড থাকার কারণে সেই সফটওয়্যার গুলো আমরা ইচ্ছামত ব্যবহার করতে পারি না, যার কারণে আমাদের অর্থ দিয়ে সফটওয়্যার গুলো কিনে নিতে হয় তো আজকে আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রি সফটওয়্যার যেকোনো অর্থ ছাড়াই ডাউনলোড করবেন
কিভাবে পাবেন সফটওয়্যারঃ
যত ধরনের সফটওয়্যার আছে সবগুলোই পাবেন এই ওয়েবসাইটে কেননা যত পেইড সফটওয়্যার আছে সব গুলা আপনারা এই টরেন্ট সাইট এ পেয়ে যাবেন আমি টরেন্ট সাইট এর লিঙ্ক টা দিয়ে দেবো thepiratebay.com এই সাইটে গিয়ে আপনাকে অবশ্যই এই সাইটে একটা একাউন্ট করতে হবে তারপর ডাউনলোড করতে হবে।
কিভাবে ডাউনলোড করবেন সফটওয়্যারঃ
এইটা thepiratebay.com এই ওয়েবসাইটে আসার পর আপনার এখানে দেখবেন একটা সার্চ বক্স আছে সার্চ বক্সে আপনি যে সফটওয়্যারটি নিতে চান সেই সফটওয়ারটি আপনার নাম লিখে সার্চ করবেন, এরপর সেই সফটওয়্যারটি আপনার চলে আসবে অনেকগুলা সফটওয়্যার আসবে। যেখান থেকে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার টি বেছে নিতে পারেন।
এরপর আপনি যে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেই সফটওয়্যার এর উপরে আপনি ক্লিক করবেন তারপর সেই সফটওয়ারটি ক্লিক করার পরে একটু নিচে এসে দেখবেন যে সেখানে গেট দিস torrent লিখা আছে। সেখানে ক্লিক করার পরে আপনার ডাউনলোড চালু হয়ে যাবে
এই টরেন্ট সাইটের জন্য আপনাকে একটা সফটওয়্যার আগে থেকে ইনস্টল করে রাখতে হবেঃ
এই টরেন্ট সফটওয়্যারটি ডাউনলোড করার আগে আপনাকে ইউ টরেন্ট বা বিট টরেন্ট নামের এই দুইটা সফটওয়্যার আপনার ফোন অথবা কম্পিউটারে রাখতে হবে এই সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেলে আপনি গেট দিস torrent যখন ক্লিক করবেন তখন এই সফটওয়ারের মাধ্যমে এই ফাইলগুলো ডাউনলোড হবে
অনেক সময় এই সফটওয়্যার গুলো রিয়ার ভাবে আসে না Rar হিসেবে আসে। যার ফলে Zip File হয়ে থাকে। আপনাকে আনজিপ করতে হবে যার জন্য এক্স্ট্রাক্ট করে নিয়ে ফাইল টি রান করতে হবে।
ধন্যবাদ পোস্ট টা পড়ে উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না।
😶
You must be logged in to post a comment.