বাংলাদেশে ''Facebook" সবচেয়ে বেশি ব্যবহৃত সোস্যাল সাইট।কিন্তু এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়।
যেমন - অনাকাঙ্ক্ষিত মানুষের দ্বারা বিব্রত হওয়া, আপলোডকৃত ছবি নিয়ে ঝামেলায় পড়া,ব্ল্যাকমেইলের শিকার হওয়া, প্রতারিত হওয়াসহ আরও অনেক সমস্যার শিকার হতে দেখা যায় অনেক মানুষকে।
বিশেষত, নারীদের এই ধরনের সমস্যায় বেশি পড়তে দেখা যায়।কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় না।
১.বিশেষ কোনো প্রয়োজন না হলে প্রোফাইল লক করে রাখুন।এতে আপনার প্রোফাইলে থাকা যাবতীয় ইনফরমেশন সেফ থাকবে।
২.সবসময় পরিচিত মানুষদেরই ফ্রেন্ডলিস্টে রাখুন।
৩.ছবি বা ব্যক্তিগত কোনো তথ্য আপলোড করলে সেটার নিরাপত্তা নিশ্চিত করুন।
৪.অপরিচিত মানুষের ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট করা থেকে বিরত থাকুন।
৫.মেসেজ এর মাধ্যমে বা অন্য কোনো ভাবে কেউ বিরক্ত করার চেষ্টা করলে তা অন্যদের জানান।এতে এই সমস্যা থেকে আপনি পরিত্রান পাবেন।
৬.কমেন্ট সেকশন বা অন্য কোথাও খারাপ ভাষা ব্যবহার করবেন না।
সর্বোপরি,নিরাপদে ফেসবুক ব্যবহার করুন।ফেসবুকের মাধ্যমে কোনো অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।
You must be logged in to post a comment.