বিকাশ একাউন্ট খোলার নিয়ম। মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনি কি বিকাশ একাউন্ট খুলতে চান ? আর আপনি কি সঠিক ভাবে আপনার বিকাশ একাউন্ট খুলতে  চান?

একসময় টাকা আদান-প্রদান করা অনেক কষ্টর ছিল। কিন্তু এখন আপনি  খুব সহজেই বিকাশ এর মাধমে একস্থান থেকে অন্ন্য  টাকা  আদান-প্রদান করতে পারবেন। আর আপনি বিকাশ এর মাধমে সহজেই ঘরে বসে যে কারো সাথে টাকা আদান প্রদান করতে পারবেন।

বিকাশ কি?

একময় টাকা আদান-প্রদান করা অনেক কষ্টর ছিল। বিদেশে টাকা আদান প্রদানের  একমাত্র  মাধমে ছিল ব্যাংক। কিন্তু এখন আপনি  খুব সহজেই বিকাশ এর মাধমে একস্থান থেকে অন্ন্য  টাকা  আদান-প্রদান করতে পারবেন। 

এখন আপনি যেকারো কাছে মুহূর্তের মধ্যে টাকা আদান- প্রদান করতেপারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই বেশির ভাগ মানুষ বিকাশ ব্যবহার করেন।

বিকাশ এমন একটি এপ্লিকেশন যার মাধ্যমে যেকোনো সময় টাকা  আদান-প্রদান আরো নানা ধরনের সুবিধা গ্রহণ করতে পারবেন। তাই আর বেশি দেরি না করে নিম্নে  বিকাশ একাউন্ট খোলার নিয়ম দেখানো হলো।

বিকাশ একাউন্ট খোলার নিয়মঃ 

বর্তমানে বাংলাদেশে টাকা আদান প্রদান করার জন্য সবথেকে সেরা অ্যাপ হলো বিকাশ । লেনদেন ছাড়াও বিকাশ গ্রাহকদের  আরো অনেক ধরণের সেবা প্রদান করে থাকে।

তাই বিকাশ খুব কম সময় এর মধ্যে  গ্রাহকদের বিশ্বাস অর্জন করেছে। বর্তমানে বেশির ভাগ মানুষ টাকা আদান প্রদান করার জন্য  বিকাশ ব্যবহার করে থাকে। কিন্তু অনেকেই আছে যারা জানে না কিভাবে বিকাশ  একাউন্ট খুলতে হয়। তাহলে চলুন, জেনে নেই বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। 

 আপনি দুইভাবে বিকাশ একাউন্টখুলতে পারবেন:

  1. এজেন্টের মাধ্যমে।
  2. এপ্লিকেশনের  মাধ্যমে। 

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়মঃ 

বিকাশ তাদের  সেবার কারণেমানুষ এর আস্থা অর্জন করে নিয়েছে।এর কারণে বেশির ভাগ মানুষ বিকাশ ব্যবহার করে থাকেন। আর ঠিক এই কারণে  দিন দিন বিকাশ এজেন্ট ব্যবসা  জনপ্রিয় হয়ে উঠেছে।

কিন্তু অনেকেই আছেন যারা জানেনা কিভাবে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে হয়। আপনাদের সুবিধার কথা চিন্তা নিচে কিভাবে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে হয় নিম্নে তা তুলে ধরলামঃ

এজেন্ট একাউন্ট খোলার নিয়মসমূহ –

  • আপনার জাতীয় পরিচয়পত্র/লাইসেন্স। 
  • আপানার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। 
  • আপনার সচল মোবাইল নাম্বার। 
  • আপনার ট্রেড লাইসেন্স। 
  • আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। 

সকল তথ্যাদি সঠিক ভাবে পূরণ করে আপনাকে এজেন্ট বরাবর জমা দিতে হবে। এভাবেই নিশ্চিতকরণ এসএমএসের পর পিন নাম্বার দিয়ে আপনার একাউন্ট সেট করে নিতে হবে।

ব্যক্তিগত প্রয়োজনে হউক কিংবা কোনো ধরণের ব্যবসায়িক কাজে আমাদের মাঝে মাঝে একাধিক বিকাশ একাউন্টের প্রয়োজন পরে। কিন্তু আপনি কি জানেন একটি আইডি কার্ড দিয়ে কয়টি  বিকাশ একাউন্ট খোলা যায়?

 আপনাদের অবগতির জন্য, জানিয়ে রাখা ভালো যে একটি এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটি বিকাশ একাউন্ট খোলা যাবে। আপনি যদি একটি  এনআইডি কার্ড দিয়ে একাধিক একাউন্ট খুলে থাকেন তাহলে সে একাউন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যদি বিকাশ একাউন্ট সুরক্ষিত রাখতে চান তাহলে যেন আইডি দিয়ে শুধুমাত্র একটি বিকাশ একাউন্ট খোলা শ্রেয়।

কিভাবে এপ্লিকেশন এর মাধ্যমে ঘরে বসে বিকাশ একাউন্ট খুলব:

বিকাশ একাউন্ট খোলা একদম সহজ। চাইলে  আপনি ঘরে বসে অল্প সময় এর  মধ্যে  বিকাশ একাউন্ট খুলতে পারেন । একাউন্ট খোলার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে –

  • প্রথমে আপনার এন্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে সফটওয়্যার থেকে  বিকাশ এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।
  • এরপর বিকাশ অ্যাপ এ গিয়ে রেজিস্টার অপশনে গিয়ে আপনি যে মোবাইল নম্বরে আপনার  বিকাশ একাউন্ট খুলতে চান সেখানে সেই নাম্বার দিয়ে ক্লিক করতে হবে ।
  • এরপর আপনাকে অপারেটর  অপশন বেছে নিতে হবে। 
  • এরপর সব বিকাশ এর সব  নিয়মাবলী এবং শর্ত মেনে নিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের দুপাশের ছবি তুলতে হবে। 
  • পরবর্তীতে আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে। যেমন লিঙ্গ, পেশা, আয়ের উৎস ইত্যাদি। 
  • একটা কথা মনে রাখবেন আপনাকে বিকাশের থেকে দেওয়া  সব তথ্য পূরণ হবে। 
  • এরপর আলোর মধ্যে আপনার একটি ছবি তুলতে হবে। (ছবিতে আপনার মুখ ভাল ভাবে বুঝা যেতে হবে)
  • এরপর আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস আসবে। 
  • সব শেষে বিকাশের কোড *247# ডায়াল করে বিকাশের ৫ ডিজিটের একটি পিন নম্বর সেট করে নিলেই আপনার একাউন্ট খোলা হয়ে যাবে। 
  • এরপর আপানেক আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে । 
  • সবশেষ এ  আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে হবে । 

সকল তথ্যাদি  সঠিক ভাবে  পূরণ করে আপনাকে  বিকাশ এজেন্ট বরাবর জমা দিতে হবে। এরপর নিশ্চিতকরণ এসএমএসের পর পিন নাম্বার দিয়ে আপনার একাউন্ট সেট করে নিতে হবে।

উক্ত ধাপসমূহ অনুসরণ করে আপনি খুব সহজে ঘরে বসে বিকাশ একাউন্ট খুলতে পারবেন

জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়মঃ 

জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২। আপনার বয়স যদি ১৮ বছরের কম হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো ধরণের ন্যাশনাল আইডি কার্ড পাবেন না। কিন্তু ১৮ বছরের কম কেউ যদি বিকাশ একাউন্ট খুলতে চান, তাহলে সেটা বিকাশ অ্যাপ মাধ্যমে কোনোভাবেই সম্ভব নয়। 

জন্ম নিবন্ধন দিয়ে একাউন্ট খুলার জন্য আপনাকে  বিকাশ এজেন্টের কাছে যেতে হবে। একাউন্ট খুলার সময় আপনাকে আপনার দুইকপি ছবি, জন্ম নিবন্ধন সাথে নিয়ে যেতে হবে বিকাশ এজেন্টের কাছে।

তার পর তারা আপনাকে একাউন্ট খুলতে সাহায্য করবে।আর এই ভাবে আপনিজন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। 

বিকাশের সুবিধা কি কি? 

বিকাশ আসার ফলে আমাদের দৈনন্দিন জীবন অনেক অনেক সহজ হয়ে উঠে।আমরা টাকা লেনদেন এর কাজ এ  সব সময় বিকাশ ব্যবহার করে থাকি। তাহলে আর বেশি দেরি না করে, চলুন জেনে আসি বিকাশে সুবিধার সমূহের কথা –

  • বিকাশ এর মাধ্যমে আমরা মুহূর্তে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে টাকা লেনদেন  করতে পারি। 
  • বিকাশের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় বিল সমূহ যেমন: ইন্টারনেট বিল, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল সকল ধরণের বিল সমূহ বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারি। 
  • বিকাশের মাধ্যমে ঘরে বসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে কেনাকাটা করতে পারি।
  • এছাড়াও অনেক ব্যাংক থেকে বিকাশ একাউন্ট টাকা ট্রান্সফার করে মুহুর্তে টাকা উঠানো যায়। 
  • অনেক সময় বিকাশ এস এম ই উদ্যোক্তাদের লোন সুবিধা দিয়ে থাকে।

বিকাশ একাউন্ট দেখার নিয়ম:

আপনি যদি উপরের সবটুকু আর্টিকেল পড়ে থাকেন তাহলে  নিশ্চয়ই খুলে ফেলেছেন যে কিভবে বিকাশ একাউন্ট খুলা যায় । কিন্তু এখন কথা হলো কিভাবে  বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক কবেন? তাহলে চলুন জেনে আসি কিভাবে বিকাশ চেক করতে হয় বিকাশ একাউন্ট?

আপনি যদি অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনার এন্ড্রয়েড ফোনে  বিকাশ  অ্যাপটি খুলবেন। তারপর আপনার বিকাশ এর  পিন নাম্বার প্রদানের পর চেক  অপশন থেকে আপানার ব্যালেন্স চেক করতে পারবেন। 

আপনি যদি অ্যাপ  ছাড়া কোডের মাধ্যমে ব্যালেন্স চেক করতে চান তাহলে আপানার মোবাইল দিকে *247# ক্লিক করে 8 নম্বর অপশনে  বিকাশে গিয়ে চেক ব্যালান্সে অপশন এ গিয়ে আপনার পিন নাম্বার দিয়ে  আপনার একাউন্টে টাকা দেখতে পাবেন।

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়মঃ 

মোবাইল ফোন হারিয়ে গেলে, সিম পরিবর্তন করলে, সিম হারিয়ে গেল, কোন কাজে অনেক সময় আমাদের বিকাশ একাউন্ট বন্ধ করার প্রয়োজন পরে। বিকাশ একাউন্ট বন্ধ করা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আপনি কোনো ওয়েবসাইট কিংবা এপ্লিকেশন এর মাধ্যমে আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে পারবেন না। তাহলে চলুন যেনে নেই কিভাবে বিকাশএকাউন্ট  বন্ধ করতে হয়। 

  • একাউন্ট বন্ধ করার জন্য আপনাকে বিকাশের অফিসে যেতে হবে। 
  • বিকাশের নির্দিষ্টি অফিসে গিয়ে আপনি যে এনআইডি কার্ড ব্যবহার করে একাউন্টভ খুলেছেন সেই কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে।
  • যদি আপনি অন্য কারো নাম একাউন্ট করা থাকে তাকে সাথে করে নিয়ে যেতে  হবে। 
  • তারপর সমস্ত নিয়মাবলী পূরণ করে, আপনার একাউন্ট ডিলিট করতে পারবেন।
  • তারপর ডিলিটকৃত একাউন্টের ব্যালেন্স শেষ করলে আপনার একাউন্ট ডিলিট হয় যাবে। 

কিভাবে বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন  করব? 

অনেক সময়আমাদের  আইডি কার্ড না থাকাতে, বড় বয়সের কোন ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে হয়। তাই অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনে আমরা বিকাশের মালিকানা পরিবর্তন করতে চাই।

আপনি  চাইলেই কিন্তু ঘরে বসে বিকাশ একাউন্ট মালিকানা পরিবর্তন করতে পারবেন না।বিকাশ একাউন্ট এর মালিকা পরিবর্তন করার জন্য আপনাকে বিকাশ অফিসে একাউন্টের মালিকানা পরিবর্তন করে নিতে হবে। কিন্তু এর জন্য আপনাকে তার নিচের বিষয় মেনে চলতে হবে –

  • আপনি যে একাউন্টের মালিকানা পরিবর্তন করতে চান সেই একাউন্ট সচল হতে হবে। 
  • একাউন্টে আপনার কত টাকা  বিদ্যমান রয়েছে তা জানাতে হবে। 
  • যে নম্বরে একাউন্ট খুলা  হয়েছে সেই নাম্বার সচল থাকতে হবে।
  • যার নাম একাউন্ট রয়েছে তার একটি ছবি লাগবে সাথে আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। 
  • যার নামে একাউন্ট পরিবর্তন করে নিতে চান তার এক কপি রঙিন ছবি লাগবে । 

কিভাবে বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন  করব? 

অনেক সময় বিভিন্ন কারণে আমাদের বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার প্রয়োজন পরে থাকে । 

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করা খুব সহজ, আপনি চাইলে ঘরে বসে এই কাজটি করতে পাররেন। 

বিকাশ একাউন্ট নাম্বার  পরিবর্তন করার জন্য –

  • বিকাশের হেল্পলাইনে  কল দিতে হবে। 
  • বিকাশ হেল্পলাইনে নিয়োজিত ব্যক্তি আপনার একাউন্টের এর সত্যতা যাচাই করার জন্য আপনার একাউন্টের নাম ও একাউন্ট নাম্বার জিজ্ঞেস করবে।
  • তারা তথ্য যাচাই করার পর আপনার সমস্যার কথা জানতে চাইবে। 
  • পরবর্তীতে তাদের নিৰ্দেশনা অনুযায়ী একাউন্ট পরিবর্তন করে নিতে পারবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Aheshanul Mubin - Sep 26, 2022, 6:11 AM - Add Reply

Ai site ki akhono payment kore??

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles