ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | ইউটিউব থেকে টাকা আয় করার উপায়

আপনিকি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চান? নতুন youtube চ্যানেল খুলতে চাচ্ছেন?

কিন্তু কিভাবে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন বুঝতে পারছেন না?

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে নতুন একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন youtube চ্যানেল থেকে প্রতি মাসে আয় করতে পারবেন। 

আপনারা হয়তো অনেকেই জানেন ইউটিউবে ইনকাম করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং ৪০০০ মিনিট ওয়াচ টাইম পূর্ণ করতে হয়।

১০০০ সাবস্ক্রাইবার ও ৪ মিনিট ওয়াচ টাইম পূর্ণ হলে আপনি ইউটিউবে মনিটাইজ এর জন্য আবেদন করতে পারেন। একবার মনিটাইজ অন করতে পারলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

যাকে ইংরেজিতে: YouTube হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট, ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।  বর্তমানে ইউটিউব একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ।

২০০৬ সালের অক্টোবরে, গুগল সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়।

আপনি কি ইউটিউবে টাকা ইনকামের জন্য চ্যানেল খুলতে চান?

ইউটিউবে চ্যানেল খোলার জন্য অবশ্যই একটি জিমেইল এর প্রয়োজন হবে। জিমেইল হতে হবে প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট।

ইউটিউব চ্যানেল দুইভাবে খোলা যায়। মোবাইল দিয়ে একটি রকম কম্পিউটার দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইল দিয়ে আপনারা কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন।

তো চলুন দেরি না করে জানা যাক আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলবেনঃ

চ্যানেল খোলার নিয়মঃ

ইউটিউব চ্যানেল খোলা বর্তমানে অনেক সহজ কাজ।  ইউটিউব এপ্লিকেশনটি ওপেন করার পর আপনার ইউটিউবে লগইন কথা জিমেইলে প্রবেশ করুন।  সেখানে আপনি ইংরেজিতে লেখা your channel নামে একটি অপশন পাবেন। 

সেখানে ক্লিক করার পর আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে নিবেন।সেখানে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিক youtube চ্যানেলের Logo uplpad করতে হবে। 

পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন।  আপনার চ্যানেলের একটি ইউনিক নাম দিতে হবে।  এমন একটি নাম নির্বাPixalab হবে যা অন্য কেউ দেয়নি।  এতে আপনার ইউটিউব চ্যানেল সার্চ করলে সহজেই পাওয়া যাবে।

ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইনঃ

অনেকে আছেন যারা ইউটিউব চ্যানেলের জন্য Logo ডিজাইন করতে পারেন না।  তাতে কোন সমস্যা নেই!  youtube এর লোগো ডিজাইন করার জন্য আপনারা দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।  অ্যাপলিকেশনটির দুইটির নাম হলোঃ
(1)Canva

(2)Pixalab

ভিডিও এডিটিং শেখার পর আপনার বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। এক্ষেত্রে এক্ষেত্রে free stock footage লিখে গুগলে সার্চ করলেই  অসংখ্য ভেক্টর ইমেজও ভিডিও পাবেন যেগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন।

শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে যে আপনি ফ্রীপিকের রিসোর্স ব্যবহার করেছেন ।

যেমন- www.freepik.com থেকে এই ভিডিওতে কিছু ছবি ব্যবহৃত হয়েছে। এছাড়াও আপনি  freeতে ভিডিও পাওয়ার জন্য একটি অ্যাপলিকেশন ব্যবহার করতে পারেন। 

অ্যাপলিকেশনটি আপনি play store এ পেয়ে যাবে।  অ্যাপলিকেশনটির নাম হলো video ad king সার্চ করলেই পেয়ে যাবেন। 

ফ্রি ভিডিওগুলোতে সাধারণত free ওয়েবসাইটের ভিডিওগুলোতে ওয়াটারমার্ক থেকেই যায়।  ওয়াটারমার্ক ডিলিট করার জন্য একটি অ্যাপলিকেশন রয়েছে সেটার নাম হলো free watermark remove. এই অ্যাপলিকেশনটিও আপনি play store এ পেয়ে যাবেন। 

নামাজ বাদ দিয়ো না বন্ধু ।  নামাজ পড়ো বন্ধু , এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর♥️।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায় করি।..….🥀আল্লাহ হাফেজ🥀

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles