ফটোশপে সুন্দর একটা 3D ইফেক্ট করুন খুব সহজেই।
১। প্রথমেই একটা নিউ ডকুমেন্ট নিন। অথবা কীবোর্ডের Ctrl+N চাপুন
২। একটা সাইজ দিন।
৩। Edit>Fill এ গিয়ে ডার্ক গ্রে টাইপ কালার দিন।
৪। তারপর মাউসের সাহায্যে টাইপ টুল সিলেক্ট করুন অথবা কীবোর্ডের T প্রেস করুন।
৫। তারপর ক্লিক করে এখানে পছন্দমতো একটা সাইজ দিন।
৬। পছন্দমতো কিছু লিখুন, আমি 3D লিখেছি।
৭। Background লেয়ারের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Post Card সিলেক্ট করুন।
৮। তারপর No তে ক্লিক করুন।
৯। মেইন লেখার লেয়ারটি সিলেক্ট করুন।
১০। 3d অপশনে ক্লিক করে New 3D Extusion From Selected Layer সিলেক্ট করুন।
১৩। কীবোর্ডের Ctrl চেপে ধরে দুইটা লেয়ারই সিলেক্ট করুন।
১১। কীবোর্ডের ctrl+e চাপুন, দুইটা লেয়ার মিশে যাবে।
১২। 3D অপশনের মধ্যে Environment এর উপর ডাবল ক্লিক করুন।
১৬। ছবির মতো সেটিং করুন।
১৩। এরপর 3D এর মধ্যে Render এ ক্লিক করুন এবং রেন্ডার হতে একটু সময় দিন।
১৫। আপনার ইফেক্ট রেডি।
You must be logged in to post a comment.