লোগো ডিজাইন করার ৮ টি জনপ্রিয় ও সেরা সফটওয়্যার।

আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে লোগো ডিজাইন করার ৮টি জনপ্রিয় এবং সেরা সফটওয়্যার সর্ম্পকে আলোচনা করব।বর্তমানে লোগো ডিজাইন কথাটির সাথে আমরা সবাই পরিচিত।

সূচনা:-

যেকোন প্রতিষ্টানের জন্য লোগো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারন সে প্রতিষ্টানের রুচি কার্যকম এর বহিঃপ্রকাশ কিন্তু সেই প্রতিষ্টানের লোগোর মাধ্যমেই প্রকাশ পায়।সেই কারনেই একটি সুন্দর এবং অধুনিক লোগো তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। 

বর্তমানে লোগো ডিজাইন করার সফটওয়্যারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে সবাই আধুনিক ফিচার সমৃদ্ধ লোগো ডিজাইনার সফটওয়্যারের খুজঁ করেন।

বর্তমানে অনলাইনে লোগো ডিজাইনের সফটওয়্যারের পাশাপাশি অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে।সময়ের সাথে সাথে মানুষের জীবনধারার ও পরির্বতন ঘটেছে।

পরির্বতন হয়েছে মানুষের রুচিবোধের এবং পরিবর্তন হয়েছে মানুষের পেশাগত জীবনের। মানুষ এখন সৃজনশীল পেশার খুজেঁ ছুটছে।

বর্তমানে মানুষ গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আধুনিক এবং সৃজনশীল পেশার দিকে ছুটছে।নতুন সৃজনশীল কর্মসংস্থান  সৃষ্টি হওয়ায় আমাদদের সমাজে অনেক সৃজনশীল মানুষ প্রস্তুত হচ্ছে।

তারা তাদের কাজের স্বাক্ষর প্রতিনিয়ত আমাদের কর্মক্ষম জগতে।সৃজনশীল কাজ এবং কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার সাথে সাথে আমাদের সমাজেও পরির্বন দেখা দিচ্ছে।

বর্তমানে অনেক ধরনের সৃজনশীল পেশা রয়েছে যেমন:

* গ্রাফিক ডিজাইন।

* লোগো ডিজাইন।

* পোস্টার ডিজাইন ইত্যাদি।

এ ছাড়া ও আরও অনেক রকমের সৃজনশীল পেশা রয়েছে।

ত চলুন আজকের জনপ্রিয় ৮টি লোগো ডিজাইনের সফটওয়্যার সর্ম্পকে জেনে নেই।

বর্তমানে লোগো ডিজাইন করার অনেক সফটওয়্যার রয়েছে, যার মধ্য থেকে আমি ৮টি জনপ্রিয়  সফটওয়্যার নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব।নিম্নে ৮টি জনপ্রিয়   লোগো ডিজাইন করার সফটওয়্যারের নাম উল্লেখ করা হলো:

১/ ক্যানভা।

২/ এডোবি ফটোশপ।

৩/ করেল্ড্র।

৪/ এডোবি স্পার্ক।

৫/ গ্রাভিট ডিজাইনার।

৬/ এফিনিটি ডিজাইনার।

৭/ হ্যাকফুল বাই শপিফাই।

৮/ এডোবি ইলাস্ট্রেটর। 

আজ এই ৮টি লোগো ডিজাইনের সফটওয়্যার এর ব্যবহার সুবিধা, অসুবিধা, ফিচার, নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।

১/ ক্যানভা:-

ক্যানভা হলো একটি জনপ্রিয় লোগো ডিজাইন কারার সফটওয়্যার।এই সফটওয়্যার ব্যবহার করে যে কেউ খুব সহজে প্রফেশনাল লোগো মেকারদের মতো  লোগো ডিজাইন করতে পারবে।

আপনি যদি লোগো ডিজাইনের কাজে নতুন হয়ে থাকেন তবে, ক্যানভা এর ফ্রি র্ভাশন ব্যবহার করতে পারবেন।আর যদি আপনি লোগো ডিজাইন কাজ জানেন তবে ক্যানভা প্রিমিয়াম র্ভাশন ব্যবহার করতে পারবেন।

ফিচার:-

* ক্যানভার দুটি র্ভাশন রয়েছে, একটি ফ্রি এবং অন্যটি প্রিমিয়াম।

* এটি খুব সহজে ব্যবহার করে যে কেউ যেকোন ধরনের লোগো ডিজাইন করতে পারবে।

* এই সফটওয়্যারে লোগো ডিজাইন করে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

সুবিধা :-

* ক্যানভা একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার।এই সফটওয়্যার দিয়ে লোগো ডিজাইন করার জন্য আপনাকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে না।

* এই সফটওয়্যার ব্যবহার করে আপনার ভালো না লাগলে  ৩০ দিনের টাকা ফেরত দেওয়ার ওয়ারেন্টি।

* এই সফটওয়্যার দিয়ে লোগো তৈরির প্রোগ্রাম  খুব সহজ।

অসুবিধা:-

* ওয়েবের চেয়ে মোবাইল এপলিকেশনে কম ফিচার দেওয়া হয়েছে।

* এখানে লোগো তৈরি করে শুধু ফেসবুক এবং টুইটারে শেয়ার করতে পারবেন।

২/ এডোবি ফটোশপ।

এটি এডোবি কোম্পানিরর একটি ফটো এডিটিং সফটওয়্যার।

একজন প্রফেশনাল ডিজাইনারের ফটো এডিট করতে বা লোগো ডিজাইন করতে যতগুলো টুলস প্রয়োজন তা এই সফটওয়্যারে রয়েছে।

ফিচার:-

* এতে জনপ্রিয়  সব ফ্রিল্ডার রয়েছে।

* এটি নির্রবিচ্চিন্ন ভাবে কাজ করে।

* এটি একটি র্ভাসেটাইল সফটওয়্যার।

*  এতে লোগোর সাথে এনিমেশন যুক্ত করা যায়।

সুবিধা:-

* গ্রাফিক ডিজাইনারদের জন্য এটি একটি পারফেক্ট টুল।

* এটি আপনি মোবাইলে ব্যবহার করে ফোট এডিটিং এবং লোগো ডিজাইন করতে পারবেন।

* এতে বিভিন্ন ফরমেটে আপনি সহজে কাজ রকতে পারবেন।

অসুবিধা:-

* এটি মূলট লোগো ডিজাইনের জন্য তৈরি করা হয়নি।এটি একটি ফটো এডিটিং সফটওয়্যার।

* বিগেনারদের এর টুল গুলো ব্যবহার করতে ঝামেলা পোহাতে পারে।

* এটি খুব ওভারহোলিং।

* প্রয়োজনীয় অনেক টুলস এতে নেই।

৩/ করেল্ড্র:-

লোগো ডিজাইনের জন্য এটি অনেক দিন ধরেই ব্যবহার করা হচ্ছে।প্রফেশনাল ডিজাইনাররা এতে সহজে লোগো ডিজাইন করতে পারবে।

ফিচার:-

* এতে ভেক্টর ভিত্তিক লোগো তৈরি করা যায়।

* কন্ট্রোল স্ট্রাকচার ডকুমেন্ট করতে এটি আপনাকে সাহায্য করবে

* এতে লাইভ স্কেচ ফিচার রয়েছে।

সুবিধা:-

* এতে ৩০ দিনের টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি রয়েছে।

* এতে আপনার পছন্দ মতো রিসাইজ এবং টুল ব্যবহার করতে পারবেন।

অসুবিধা:-

* এর ফ্রি হ্যান্ড ব্যবহার করা বেশ ঝামেলা জনক।

* এতে হাইয়ার লার্নিং কার্ভ বিদ্যমান।

৪/ এডোবি স্পার্ক :-

বর্তমানে ডিজাইনিং ইন্ড্রাষ্ট্রিতে এডোবি কোম্পানি রাজত্ব করছে।এডোবি স্পার্ক এডোবি কোম্পানির একটি সফটওয়্যার। এটি ব্যবহার করে আপনি খুব সহজে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন।

ফিচার:-

* এটি আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

* এতে ফ্রি- ডিজাইন ফ্রন্ট ব্যবহার করতে পারবেন।

* এতে অনেক টুলস রয়েছে।

* এতে অনেক সুন্দর থিম রয়েছে।

* এতে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে।

সুবিধা:- 

* এতে ফ্রি ট্রায়ালে ব্যবস্থা রয়েছে।

* সহজ ইউজার ইন্টরফেস।

* খুব তাড়াতাড়ি ব্যবহার করা যায়।

অসুবিধা:-

* এটি পিসি দিয়ে ব্যবহার করা যায় না।

* এতে এনেমেশনের সুবিধা নেই।

৫/ গ্রাভিট ডিজাইনার:-

 এটি একটি ফ্রি ফচারের গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার।এটি ব্যবহার করে খুব সহজে আপনি নিজের পছন্দ মতো লোগো তৈরি করতে পারবেন।এতে অল্প সময় দিয়ে অসাধারন লোগো ডিজাইন করা যায়।

ফিচার:-

* এতে এস ভি জি টুল রয়েছে।

* এটি উইডোস,ক্রোমের মতো কাজ করে।

সুবিধা:-

* বেক্টর এবং এক্সপোর্ট মোড স্থানান্তর যোগ্য।

* এতে বিভিন্ন ধরনের ক্রিয়েটিব লোগো তৈরি করা যায়।

* এতে অনেক রকমের এফেক্ট রয়েছে।

অসুবিধা:-

* এটি থেকে কোথাও শেয়ার করা যায় না।

* এর ফ্রি র্ভাসনে খুব কম ফিচার রয়েছে।

৬/ এফিনিটি ডিজাইনার:-

এটি বেক্টর গ্রাফিক ডিজাইনিং টুলস হিসাবে বেশ জনপ্রিয়।এটি আবার ভালো লোগো ডিজাইন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এটি অন্য লোগো তৈরির সফটওয়্যারের সাথে পাল্লাদিয়ে কাজ করার মতো একটি সফটওয়্যার।

ফিচার:-

* এটি ব্যবহারের মাধ্যমে আপনি নন ডিস্ট্রাকটিব অপশন খুজে পাবেন।

* এতে লাইভ প্রিভিউ ট্রান্সফরমেশনের সুযোগ রয়েছে।

* আধুনিক সব ইফেক্ট এতে বিদ্যামান।

সুবিধা:-

* প্রয়োজনীয় সব টুলস এতে রয়েছে।

* অনেক প্রফেশনাল ফিচার এতে রয়েছে।

* লাইটর এবং ডার্ক ইউজার ইন্টার ফেস এতে রয়েছে।

অসুবিধা:-

* আইপ্যাক ইউজারদের ফ্রি ট্রায়ালের সুযোগ নেই।

৭/ হ্যাক ফুল বাই শপিফাই:-

অসাধারন সব ডিজাইন রয়েছে এতে।আপনার লোগো তৈরি করার জন্য এই সফটওয়্যার অসাধারন কাজ কবরে।

ফিচার:-

* এতে ১০০ এর থেকে বেশি লোগো তৈরির টিমপ্লট রয়েছে।

* প্রতিষ্টানের লোগো তৈরির জন্য বেশ সমাদৃত এই লোগো ডিজাইন টুলস।

*  এতে রয়েছে সিম্পল এন্ড স্ট্রেটফরোয়োর্ড নেভিগেশন টুসটস।

সুবিধা :-

* বিনামূল্যে আপনি এতি ব্যবহার করতে পারবেন।

* কোন ধরনের অভিজ্ঞতা ছাড়া আপনি এটি ব্যবহার করতে পারবেন।

* বিগিনারদের জন্য এটি খুব সহজ একটি সফটওয়্যার।

* ছোট পজেক্টের জন্য এটি বেশ জনপ্রিয়।

অসুবিধা :-

* সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ক্ষেত্রে বাধবাদকতা রয়েছে।

* এতে কাষ্টমাইজের সুবিধা নেই।

৮/ এডোবি ইলাস্ট্রেটর:-

জনপ্রিয় সফটওয়্যার তৈরির প্রতিষ্টান এডোবির অন্যতম একটি সফটওয়্যার হলো এডোবি ইলাস্ট্রেটর।এটি একটি ভেক্টর ডিজাইন সফটওয়্যার।এটি ব্যবহার করে আপনি লোগো ডিজাইন এবং ড্রইং করতে পারবেন। 

ফিচার:-

* সকল এডোবি প্রডাক্ট এর সাথে আদান প্রদান করতে পারবে।

* ১৬ হাজারের বেশি ফ্রন্ট এতে রয়েছে।

* প্রফেশনাল লোগো ডিজাইনারদের জন্য এটি বেষ্ট সফটওয়্যার।

* আপনার ছবি কে স্কেল আপ এবং ডাউন করতে পারবেন।

সুবিধা:-

* ভেক্টর গ্রফিক ডিজাইন লোগোর জন্য এটি বেশ জনপ্রিয়।

* এটি খুব ফ্রিক্সিবল একটি সফটওয়্যার।

* এটি দিয়ে খুব সহজে প্যানেল এডিট করা যায়।

* যেকোন কম্পিউটারে সহজে ব্যবহার করা যায়।

অসুবিধা:-

* স্ট্রেপ কারভিং এপের স্বমন্বয়ে গঠিত হয়।

* কম্পিউটারে ব্যবহারের জন্য হাই কনফিগারেশনে প্রয়োজন হয়।

* এটি দামে এটো বেশি।

শেষ কথা:-

ত প্রিয় ব্ন্ধুরা এই ছিল আমাদের আজকের ৮টি জনপ্রিয়  লোগো ডিজাইনের সফটওয়্যার নিয়ে আলোচনা।আজকে আমরা এই ৮টি লোগো ডিজাইনের সফটওয়্যারের ফিচার, সুবিধা,অসুবিধা সবকিছু নিয়েই আলোচনা করলাম।

লোগো ডিজাইন বর্তমানে খুব সম্মানজনক একটি পেশা।তাই এই পেশায় নিজের ক্যারিয়ার গড়তে আজই লোগো ডিজাইন শিখে কাজে লেগে যান।

ত আসা করছি এই পোষ্টটি পড়ে আপনারা লোগো ডিজাইন সর্ম্পকে অনেক ধারনা নিতে পেরেছেন। আর আসা করব এই পোষ্টটি পড়ে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর আপনাদের উপকৃত করতে পারলেই আমার কষ্ট করে লেখাটা স্বার্থক হবে।

ত আজ এই পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন।সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আবারও নতুন কোন পোষ্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ।এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।