জে আইটি পরিবারে আপনাকে স্বাগতম ।
আশা করছি প্রতিবারের মতো ভালোই আছেন, আমি Ahyan Arfin আবারো চলে এসেছি নতুন একটি content নিয়ে । তো চলুন শুরু করা যাক ।
পোষ্টের টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে কি বিষয়ে বলতে চলেছি আপনাদের ।
হ্যা বন্ধুরা আমরা কথা বলছি Logo তৈরির সেরা সাইট Flamingtext.Com নিয়ে ।
এই সাইটে আপনার জাভা ফোন সহ যেকনো ডিভাইস ব্যাবহার করে ফ্রিতে লগো তৈরি করতে পারবেন & কোন প্রকার ঝামেলা ছাড়া ।
আমাদের সবারই লগো তৈরির প্রয়োজন পড়ে । কিন্তু সব লগো মেকিং সাইট আসল হয়না , অনেক ঝামেলা থাকে। তাই আজকে আমি একটি ভালো লগো তৈরির সাইট নিয়ে আলোচনা করব ।
কেন এবং কিভাবে flamingtext.com ব্যাবহার করবেন তা একটু পরেই না হয় বলছি । আগে জেনে নেই এটি কেন তৈরি করা হয়েছে ।
হ্যা বন্ধুরা, এই সাইট টি ডেভলপ করা হয়েছে লগো তৈরির জন্য এবং এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত । তারমানে আপনিও ব্যাবহার করতে পারবেন এই সাইট টি আপনার পছন্দের লগো তৈরির জন্য ।
এই সাইট টি পুরোপূরি ফ্রি এবং এটিতে অনেক ফিচারস রয়েছে । যেমনঃ
- New Logo
- 3d Art
- Animation
- Grouppar
- Brand
ইত্যাদি আরো অনেক ফিচার । তো আর দেরি না করে কিভাবে এই সাইটে Logo Make করবেন তা দেখে নিন,   1)   প্রথমে Click Here লিংকে ক্লিক করুন,
এবং একটি পেইজ আসবে সেখানে একটা খালি বক্স পাবেন তাতে আপনি যে নামে লগো তৈরি করতে চান তা লিখূন ।
এবং Make Logo তে ক্লিক করুন ।
  2)   এবার যে পেজটি আসবে তাতে আপনার নামে অনেকগুলো লগো দেখানো হবে । যেটা পছন্দ তার উপর ক্লিক করুন এবং পরবর্তি পেইজে Next এ ক্লিক করে লগোটি ডাউনলোড কিংবা লিংক কপি করে ব্যাবহার করুন ।
আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন । তো দেরি কেন, দ্রুত সাইটে যান এবং তৈরি করুন নিজের লগো।
কোন সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন । পোষ্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ,, আর হ্যা আমাদের জেআইটি পরিবারের সাথেই থাকুন । Thank You
Just awesome
You must be logged in to post a comment.