জে-আইটিতে একাউন্ট ক্রিয়েট করা পানির মতোই সহজ।

বন্ধুরা, তোমরা কি বাংলা আর্টিকেল লিখে আয় করার সাইট খুজতেছ? তোমরা কি জানো এমন একটি সাইট আছে যে সাইট থেকে তোমরা মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবে। সাইটটি প্রতি ভিউসের জন্য ১-২ টাকা প্রদান করে থাকে। অর্থাৎ, তোমার লেখা আর্টিকেলে ১০০০ ভিউস হলে তুমি ১০০০ থেকে ২০০০ টাকা পাবে। ভাবা যায় ১টা আর্টিকেল লিখে ১০০০ থেকে ২০০০ টাকা আয় করা যায়! তাহলে বুঝতেই পারছ, এখানে কত লাভ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

তো এই সাইটটির নাম জেআইটি প্রোগ্রাম। এই সাইটে তোমরা আর্টিকেল না লিখেও আয় করতে পারবে। অনেকে বলবে, সেটা আবার কি করে? তোমরা যদি তোমাদের রেফারেল আইডি দিয়ে তোমাদের বন্ধুদের এখানে জইন করাতে পারো, তবে তাদের আরনিং যত হবে, সেই আরনিং এর ২০% জেআইটি কর্তৃপক্ষ তোমাকে দিয়ে দিবে। চিন্তার কোনো কারণ নেই, তোমার বন্ধুদের ইনকাম থেকে কোনো টাকা কাটা হবে না। এই ২০% টাকাটা জেআইটি কর্তৃপক্ষ তোমাকে বখশিশ হিসেবে দিবে।

এই জেআইটি সম্পর্কে আমি আগেই আর্টিকেল লিখেছি। তোমরা চাইলে আগের আর্টিকেলগুলো পড়ে আসতে পারো। নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি।

https://blog.jit.com.bd/earn-with-jit-2-3352

https://blog.jit.com.bd/earn-with-article-writing-3339

যেহেতু, সেই আর্টিকেলগুলোতে আমি এই জেআইটি এর আরনিং ব্যাবস্থা নিয়ে আলোচনা করেছি। তাই আজকে আমি এখানে কি করে একাউন্ট ক্রিয়েট করতে হয়, সে সম্পর্কে লিখব। তো চল দেরি না করে শুরু করা যাক।
জেআইটি প্রোগ্রাম এ একাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে আমি একটা একাউন্ট ক্রিয়েট লিংক দিয়ে দিচ্ছি।

https://blog.jit.com.bd/ref/merajmuradwriter

সেটা ক্লিক করলে তোমরা জেআইটি আরনিং প্রোগ্রামের মূল ব্লগ পেজে পৌঁছে যাবে। পৌঁছে যাবার পর, তোমাদের সামনে তোমরা অনেক লেখা দেখতে পাবে। সে সমস্ত লেখার সর্ব ডানে এবং সবার উপরে দেখতে পাবে Log in এবং register নামে ২ টা অপশন আছে। তোমরা যারা নতুন তারা রেজিস্টার অপশনে ক্লিক করবে।
এরপর রেজিস্টার করার জন্য একটা ফরম আসবে। এই ফরমটা তোমাদের পূরণ করতে হবে। ফরমে যা যা থাকছে, তা হলোঃ

১)  Name-- এখানে তোমার নাম দিতে হবে।
২)  Username-- এখানে তুমি কি নামে একাউন্টটা চালাতে চাচ্ছ, তা দিতে হবে।
৩) Email address-- তোমাকে একটা ইমেইল এড্রেস দিতে হবে।
৪) Password-- এখানে তোমাকে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে।
৫) Confirm passwords-- যে পাসওয়ার্ডটা উপরে দিলে সেটা এখানেও হুবহু দিতে হবে।
এরপর তোমাকে Register অপশনে ক্লিক করে রেজিস্টার করতে হবে।

রেজিস্টার করার পর, তোমাদের সামনে একটা Log in উইন্ডো আসবে। এই উইন্ডোতে যা যা থাকছে তা হলোঃ
১) Email address- রেজিস্টার করার সময় তোমরা যে ইমেইল এড্রেস দিয়েছিলে, সেটা এখানে বসিয়ে দিবে।
২) Password- একইভাবে রেজিস্টার করার সময় তোমরা যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা হুবহু এখানে বসিয়ে দিবে।
এরপরে লগ ইন অপশনে ক্লিক করবে। তারপরে তোমরা তোমাদের ড্যাশবোর্ড এ গিয়ে সব সেটিংস ঠিক করবে।
কিভাবে লেখা লিখবে সেটা আগামী পর্বে বলব।

ধন্যবাদ সকলকে।

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
নারায়ন চন্দ্র সাহু..Narayan Chandra Sahoo. - Jan 28, 2022, 9:34 PM - Add Reply

সুন্দর লিখলেন মহাশয়।

You must be logged in to post a comment.
Famin Mubin - Jan 29, 2022, 12:00 AM - Add Reply

আরো আর্টিকেল পেতে follow দিয়ে রাখুন

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আমি একজন বিজ্ঞানের ছাত্র। আমি লেখালেখি করতে ভালোবাসি। তোমরা যারা আমার বিভিন্ন ধরণের লেখা পড়তে চাও, তারা আমার ব্লগে প্রবেশ করে দেখে আসতে পারো। https://merajojana.blogspot.com/