ইউটিউবে ভিউ বাড়ানোর ৮টি কার্যকর কৌশল।

আস্সালামু আলাইকুম, প্রিয় বন্ধুগন সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউবে ভিউ বৃদ্ধি করা যায়? ইউটিউবে ভিউ বাড়ানোর ৮টি কার্যকর উপায়। 

ত চলুন বন্ধুরা আর কথা না বলে শুরু করে দেই আমাদের মূল আলোচনা।

ভূমিকা:-

বর্তমানে You tube হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।এখানে আপনিও একটি চ্যানেল খুলে আপনার তৈরি ভিডিও অন্যদের সাথে শেয়ার করে ইনকাম করতে পারবেন।

তবে নতুন ইউটিউবারদের মাথায় সব সময় একটি প্রশ্ন গুরপাক খায় ; ইউটিউবে ভিউ কেন আসেনা?  বা কিভাবে ইউটিউবে ভিউ বৃদ্ধি করা যায়?

আজকের এই পোষ্ট মূলত নতুন পুরাতন সকল ইউটিউবারদের জন্য যারা মূলত ইউটিউবে ভিউ বৃদ্ধি করার উপায় খুঁজে থাকেন।আজকের এই পোষ্টটে আমি আপনাদের সাথে ইউটিউবে ভিউ বৃদ্ধি করার ৮ টি সেরা উপায় শেয়ার করব।

ত চলুন বন্ধুরা আর দেরি না করে একনজরে দেখে নেই আমাদের আজকের পোষ্টটে কি কি থাকছে।

টপিক সূচি :-

1. ইউটিউব ভিউ কি?

2. ইউটিউব ভিউ বৃদ্ধি করার প্রয়োজনিয়তা।

3. ইউটিউব ভিউ বৃদ্ধি করার উপায়।

3. 1 সঠিক কিওর্য়াড ব্যবহার করা।

3. 2 হ্যাশ ট্যাগ ব্যবহার করা।

3. 3 সংক্ষিপ্ত ও আকর্ষনীয় টাইটেল ব্যবহার করুন।

3. 4 আকর্ষনীয় থাম্বলেইন ব্যবহার করুন।

3. 5 ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করা।

3. 6 ভালোমানের কন্টেন্ট তৈরি করুন।

3. 7 ভিডিওতে ব্যাংকলিংক করুন।

3. 8 বিভিন্ন স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন।

4. আমাদের শেষ কথা।

1. ইউটিউব ভিউ কি?

ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে যত লোক ভিডিও দেখবে ইউটিউব তা আলাদা আলাদা ভাবে গননা, আর এটাকেই ইউটিউব ভিউ বলে।

ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে কমপক্ষে ৩০ সেকেন্ড দেখা হলে ভিডিওতে ১ টি ভিউ কাউন্ট করা হয়।

2. ইউটিউব ভিউ বৃদ্ধি করার প্রয়োজনিয়তা।

বর্তমানে ইউটিউবে ভিডিও আপলোড করা লোকেদের মধ্যে প্রায় ৯৫% লোকই ইউটিউব থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে ভিডিও আপলোড করে থাকেন।

ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনার চ্যানেল মনিটাইজ করে নিতে হবে। আর মনিটাইজ করার জন্য আপনার চ্যানেলে ১০০০ সাবক্রাইব এবং ৪০০০ হাজার ঘন্টা ওয়াচটাইম থাকতে হবে।

আর চ্যানেল মনিটাইজ করার পর আপনার ভিডিও ভিউ বৃদ্ধি করার প্রয়োজন। কারন আপনার ভিডিও যত ভিউ হবে আপনার ইনকাম ও তত বৃদ্ধি পাবে।

3. ইউটিউব ভিউ বৃদ্ধি করার উপায়।

ইউটিউব থেকে ইনকাম করার জন্য ভিউ খুব গুরুত্বপূর্ণ। কারন আপনার ভিউ এর উপর নির্ভর করবে আপনার ইনকাম। ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিউ অনেক দামি। 

তাই নিচে ইউটিউবে ভিউ বৃদ্ধি করার ৮ টি কার্যকর উপায় উল্লেখ করা হলো।

3. 1 সঠিক কিওর্য়াড ব্যবহার করা।

ইউটিউব চ্যানেলে এসইও করার জন্য কিওর্য়াড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিক পরিমানে ইউটিউব ভিউ পাওয়ার জন্য যে কোন ভিডিও মধ্যে এসইও করতে হবে।

আর আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করবেন তার সাথে মিল রেখে কিওর্য়াড ঠিক করতে হবে।

* ইউটিউব কিওর্য়াড রিসার্চ করার কিছু টুলস *

* TubeBuddy.

* Vidlq.

* Goggletrends.

* Keywordtool.io.

* Ahrefs.

* Youtube auto- suggest.

* keywords everywhere. 

3. 2 হ্যাশ ট্যাগ ব্যবহার করা।

আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিও তখনই হিট হবে যখন আপনার ভিডিও তে ভিউ বেশি হবে।আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন তার সাথে মিল রেখে প্রয়োজনীয় ট্যাগ সিলেক্ট করতে হবে।

যাতে ইউটিউবে কেউ কোন ভিডিও সার্চ করলে সেই সার্চের সাথে মিল রেখে আপনার ভিডিও রিকোমেন্ডেশনে চলে আসে।

হ্যাশ ট্যাগ ব্যবহার করার নিয়ম:-

* টাইটেল এবং ডেসক্রিপশনে ব্যবহার করা যায়।

* হ্যাশ ট্যাগে স্পেস দিলে সেটি হ্যাশ ট্যাগ থাকবে না।

* ডেসক্রিপশনে আপনি যত হ্যাশ ট্যাগ ব্যবহার করেন টাইটেলে ৩ টি দেখাবে।

3. 3 সংক্ষিপ্ত ও আকর্ষনীয় টাইটেল ব্যবহার করুন।

আপনাকে আপনার ভিডিও সাথে সংক্ষিপ্ত এবং টাইটেল /শিরোনাম যুক্ত করতে হবে।তবে টাইটেল যুক্ত করার সময় অব্যশই  আকর্ষনী টাইটের যুক্ত করতে হবে।

কারন আপনার ভিডিও টাইটেল যত সুন্দর এবং আকর্ষনীয় হবে তত বেশি মানুষ আপনার ভিডিও দেখবে। এতে আপনার ইউটিউব ভিউ বৃদ্ধি পাবে।

আকর্ষনীয় টাইটেল নির্বাচন করার কৌশল:-

  • কি-ওর্য়াড প্রথমে রাখার চেষ্টা করুন।
  • টাইটেল সংক্ষিপ্ত করার চেষ্টা করুন।
  • সহজে নজরে আসতে পারে এমন শব্দ ( ব্রাকেটে)  রাখুন।
  • সংখ্যা যুক্ত করুন।যেমন:- ইউটিউবে ভিউ বৃদ্ধি করার ৮টি কৌশল।

3. 4 আকর্ষনীয় থাম্বলেইন ব্যবহার করুন।

আপনার ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সুন্দর এবং আকর্ষনীয় থাম্বলেইন ব্যবহার করতে হবে।আর ইংরেজিতে একটি কথা আছে " First impression is the last impression. "

কারন আমরা যখন ইউটিউবে কিছু সার্চ করি। তখন প্রথমে আমাদের চোখ যায় আকর্ষনীয় থাম্বলেইনের উপর। ইউটিউবে ভিউ বাড়াতে আকর্ষনী থাম্বেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আকর্ষনীয় থাম্বলেইন ব্যবহারের কৌশল:-

  • থাম্বলেইনে ট্রেক্স রাখুন।
  • থাম্বলেইনের ছবি গুলো কাজ থেকে দেখানো।
  • ভিডিও আকর্ষনীয় অংশ থাম্বলেইনে ব্যবহার করুন।
  • আ্যাকশন শর্ট ব্যবহার করুন।

3. 5 ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করা।

আমরা অনেক সময় ইউটিউবে বাংলা লিখে সার্চ করি কিন্তু আমাদের সামনে সার্চ রেজাল্ট হিন্দি অনেক ভিডিও চলে আসে। কখনও কি চিন্তা করেছেন যে আপনি বাংলায় সার্চ করার পরও কেন হিন্দ ভিডিও চলে আসে? এর কারন হলো সাবটাইটেল।

তাই ভিডিও আপলোড করার সময় স্ক্রিপ্ট যতটা সম্ভব ইংরেজি ভাষায় ব্যবহার করতে হবে। এতে ইউটিউব নিজে থেকেই আপনার দেওয়া সাবটাইটেল অন্য ভাষার ট্রান্সলেট করে দেবে।

এতে করে আপনি বিভিন্ন উন্নত দেশের ভিউয়াস পেয়ে যাবেন। আর উন্নত দেশের ভিউয়ারস হলে আপনার ইনকাম ও বেশি হবে।

3. 6 ভালোমানের কন্টেন্ট তৈরি করুন।

মনে রাখবেন বর্তমানে অনলাইনে ইউটিউবারদের সংখ্যা প্রচুর। তাই এই প্রতিযোগীতার বাজারে ইউটিউবে ভিউ বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানে কন্টেন্ট তৈরি করতে হবে।

কন্টেন্ট হলো একটি ভিডিওর প্রাণস্বরুপ। তাই ভিউয়াসদের ধরে রাখতে এবং ভিউ বৃদ্ধি করতে আপনাকে মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে।

ভাল্যুয়াবল হওয়ার শর্ত:-

  • সহজ ভাবে উপস্থাপন।
  • দর্শকদের প্রয়োজনীয়তা পূরন করার ক্ষমতা।
  • ভিডিও কোয়ালিটি।
  • অডিও কোয়ালিটি।

3. 7 ভিডিওতে ব্যাংকলিংক করুন।

ইউটিউবে ভিউ বৃদ্ধি করার জন্য আপনার ভিডিওতে ব্যাংকলিংক ব্যবহার করুন। ব্যাংকলিংক করার ফলে ইউটিউবের সার্চ এলগোরিদম আপনার ভিডিও অধিক জনপ্রিয় মনে করবে। আর তাই এটি সার্চ বারের উপরে চলে আসবে।

আর এই প্রদ্ধতি কিন্তু ভিউ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ভিডিওতে ব্যাংকলিংক ব্যবহারের ফলে আপনার চ্যানেলের ভিডিও কেউ ব্যবহার করতে পারবে না এবং সেই সাথে কপিরাইটের ঝামেলা এড়ানো যাবে।

3. 8 বিভিন্ন স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন।

আপনার ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আপনার ভিডিও গুলো বেশি বেশি করে বিভিন্ন স্যোশাল মিডিয়াতে শেয়ার করতে হবে।কারন বর্তমানে মানুষ দিনের বেশির ভাগ সময়ই বিভিন্ন স্যোশাল মিডিয়াতে কাটিয়ে থাকেন। 

তাই আপনার ভিডিও শেয়ার করার জন্য আপনি বিভিন্ন স্যোশাল মিডিয়াকে বেচে নিতে পারেন।এতে করে আপনি আপনার ভিডিওতে প্রচুর ভিউ পেয়ে যাবেন।

জনপ্রিয় কিছু স্যোশাল মিডিয়া :-

  • Facebook.
  • Twitter.
  • Instagram.
  • Linkedln.
  • Pinterest.
  • Flickr.
  • Tumblr.
  • Reddit.
  • Quora.
  • Digg.
  • Medium. 

4. আমাদের শেষ কথা।

ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা ; ইউটিউবে ভিউ বাড়ানোর কার্যকর ৮ টি কৌশল।এখানে আমি ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর ৮ টি প্রদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 

ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদরন মতামত আমাদের যানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।

আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে  কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন,  সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।


আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।