ফেসবুক থেকে ইনকাম করতে চান?

আমরা অনেকেই আছি যারা চায় ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে কিন্তু কিভাবে শুরু করতে হবে এবং কি করতে হবে কিছুই জানি না।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকের ব্লগে আমি চেষ্টা করব ফেসবুক থেকে ইনকাম করার ব্যাপারে আপনাদের কিছু ধারনা দিতে।

কিভাবে আয় করবেন? ফেসবুক থেকে ইনকামের জন্য প্রথমে আপনার একটি পেজ থাকা আবশ্যিক এবং সেখানে ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আপনি রোজ ইনকাম করতে পারবেন।

প্রথমত ফেসবুক পেজ থাকতে হবে,

ফেসবুক থেকে মুলত আয় করা যায় ফেসবুক পেজ থেকে, তাই অবশ্যই আপনার একটি তথ্যবহুল পূর্নাঙ্গ ফেসবুক পেজ থাকা জরুরী, যেখানে আপনি আপনার যাবতীয় সকল তথ্য দিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করবেন।

মনে রাখবেন ফেসবুক থেকে কোনো পার্সোনাল আইডিতে ছবি বা ভিডিও পোস্ট করার মাধ্যমে ইনকাম করা যায় না, ইনকামের জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ থাকা জরুরী। 

দ্বিতীয়ত একাউন্ট মনিটাইজেশন করতে হবে,

শুধু একটি ফেসবুক পেজ থাকলেই যে আপনি আয় করতে পারবেন তা নয়, আপনার ফেসবুক পেজ টিকে অবশ্যই মনিটাইজড হতে হবে এবং এই মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক অথোরিটি আপনাকে বিজ্ঞাপন প্রদান করবে।

আর সেই বিজ্ঞাপনগুলো আপনার কনটেন্টে দেবার মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন।

কিছু শর্ত রয়েছে যেগুলো ফিল আপ না হলে মনিটাইজেশন করা সম্ভব নয়।

১। আপনার ফেসবুক পেজে মিনিমাম ১০০০০ ফলোয়ার্স থাকতে হবে। কারন যত বেশি ফলোয়ার্স হবে আপনার ফেসবুকের ভিউ তত বাড়বে এবং পেজের রিচও বৃদ্ধি পাবে।

২। ফেসবুক পেজের কন্টেন্ট গুলো যাতে সবার দেখার উপযোগী হয় এমন হতে হবে। অর্থাৎ এমন কোনো ছবি, ভিডিও বা কন্টেন্ট আপনি আপলোড দিতে পারবেন না,

যেগুলো ফেসবুকের নীতিমালা বিরুদ্ধ, আর যদি দিয়েও থাকেন তাহলে আপনার পেজ টি মনিটাইজ হবে না।

৩। পেজে দেওয়া ভিডিও গুলো মিনিমাম তিন মিনিট বা তার অধিক হতে হবে।

৪। আপলোডকৃত ভিডিও গুলোর দেখা সময়সীমা এক মিনিট হবার রেকর্ড থাকা জরুরী।

৫। এবং আপনার পেজে গত ২ মাস বা ৬০ দিনের আপলোডকৃত ভিডিওগুলোর সব মিলিয়ে ৬ লাখ মিনিট ভিউ থাকতে হবে।

আপনি যদি আপনার ফেসবুক পেজে উপরের নিয়ম গুলো মেনে ভিডিও দিতে থাকেন তাহলে অবশ্যই মনিটাইজেশন পেতে খুব সহজ হবে।

তারপর আপনি মনিটাইজেশনের জন্য আপনার টিআইএন বা আয়কর শনাক্তকরন নাম্বার যুক্ত করে আবেদন করতে পারবেন।

আবেদন করার পর ফেসবুক অথোরিটি আপনার পেজ এবং এর কন্টেন্ট গুলো বিবেচনা করে দেখবে যে আদেও এটি মনিটাইজেশন পাবার জন্য উপযুক্ত কিনা।

ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা যদি সব যাচাই বাছাই করে দেখে যে আপনি ফেসবুকের সকল নীতিমালা মেনেই পেজটিকে সঞ্চালন করছেন তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে এবং আপনি এড পেতে শুরু করবেন।

যেগুলো আপনি আপনার কনটেন্টে দিতে পারবেন। আর এই বিজ্ঞাপন দেবার মাধ্যমেই ফেসবুক থেকে আপনার আয় আসবে।

আপনার কনটেন্ট যত ভালো হবে তত বেশি ভিউ বাড়বে এবং তার জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে হবে।

ভিডিও বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কোন ধরনের কনটেন্ট মানুষ বেশি দেখছে এবং ভিডিওর সাউন্ড, অডিও, লাইট সব যেন স্পষ্ট থাকে সেদিকেও খেয়াল রাখবেন।

কিভাবে বেশি বিজ্ঞাপন পাবেন,

সত্যি বলতে আপনি কতটি বিজ্ঞাপন পাবেন বা কি ধরনের বিজ্ঞাপন পাবেন সেটা আপনার বা আমার উপর নির্ভর করেনা।

এটা সম্পুর্নরুপে ফেসবুক অথোরিটির উপর নির্ভর করে, আর ফেসবুক আপনার দেশ, পেজের কনটেন্ট, কনটেন্টের মান, দেখার প্রবণতা ইত্যাদি বিবেচনা করে বিজ্ঞাপন দিয়ে থাকে।

সুতরাং বেশি বিজ্ঞাপন পেতে হলে আপনার উচিত হবে ফেসবুকের নীতি মেনে কোয়ালিটিফুল কনটেন্ট তৈরি করা।  

তাহলে বুঝতে পেরেছেন তো কিভাবে আপনি ঘরে বসেই নিয়মিত ভালো ভিডিও বানানোর মাধ্যমে ফেসবুক থেকে আয় করতে পারবেন।

আপনি চাইলে ফেসবুক বুস্টিং এর মাধ্যমেও লাইক, কমেন্ট, শেয়ার বৃদ্ধি করতে পারবেন।

তবে মনে রাখবেন আপনার ভিডিও যত উন্নতমানের হবে, যত ভালো রেস্পন্স পাবেন ততই আপনার ইনকাম বাড়বে।

তাহলে বসে আছেন কেন, আপনিও চাইলে ফেসবুকের মাধ্যমে ইনকাম শুরু করে দিতে পারেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ