কিভাবে জিমেইল একাউন্ট খুলব।

একটি মোবাইলকে সক্রিয় রাখার জন্য একটি জিমেইল একাউন্ট অবশ্যই প্রয়োজন। আপনি যদি নতুন মোবাইল কিনে থাকে।

তাহলে জিমেইল একাউন্ট ছাড়া আপনি কোনো সফটও্যারে ঢুকতে পারবেন না।

কিভাবে জিমেইল একাউন্ট খুলবেন।

(জিমেইল একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে)।

আপনার মোবাইলের যেকোনো ওয়েব সাইট [গুগল অথবা ক্রম ব্রাউজারে] গিয়ে সার্চ করুন

১। www.Google account sign in.com 

২। create account-এ ক্লিক করুন

৩। আপনার নামের প্রথম অংশ লিখুন(first name)এবং তার পরে নামের দ্বিতীয় অংশ লিখুন(Last name) এর যায়গায়।

৪। ইউজার নেইমের যায়গায় আপনার নামের সাথে নাম্বার যুক্ত করে (sadia435)-এভাবে লিখে দেন। বক্সে@gmail.com  দেওয়া থাকবে।(আপনি @gmail.com ) লিখা লাগবে না।

৫।এরপর বড় হাতের অক্ষর এবং সংখ্যা যুক্ত করে একটি পাসওয়াড দিন এবং তার নিচের বক্সে কনফাম পাসওয়াডে একই পাসওয়াড দিন।

৬। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করুন

৭।আপনার জন্ম তারিখ,মাস ও দিন সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করুন

৮।আপনার মোবাইলে গুগল থেকে একটা কোড আসবে মেসেজে। কোড টি দিইয়ে আবার নেক্সটে ক্লিক করুন

৯।গুগল থেকে তাদের কিছু দিক নিদেশনা দেও্যা থাকবে,

১০।সেগুলো পড়ে নিচে i agree ক্লিক করুন, আপনার একাউন্ট খোলা শেষ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles