জিমেইল একাউন্ট খুলবো কীভাবে? জিমেইল একাউন্ট খোলার নিয়ম?

আপনি কি জিমেইল অ্যাকাউন্ট খুলতে জানেন না? নতুন জিমেইল একাউন্ট খুলতে চান? 

বর্তমানে ইন্টারনেট জগতে অনেক লোক আছেন যারা নতুন ভাবে gmail অ্যাকাউন্ট খোলতে পারে না তাদের জন্য আজকে আমার এই পোস্টটি। 

বর্তমানে বলতে গেলে জিমেইল একাউন্ট ছাড়া মোবাইলে অচল প্রায়। gmail অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব, প্লে স্টোর,  এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার জন্য জিমেইল একাউন্ট অত্যন্ত জরুরী।

gmail অ্যাকাউন্ট ছাড়া আমরা ইউটিউবের ভিডিও দেখতে পারবো না বা প্লে স্টোর থেকে কোন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবোনা।

তাই আমাদের হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে তাহলে কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায় সেটা জানা অত্যন্ত জরুরী। 

স্মার্টফোনে অনেক নতুন ইউজার রয়েছেন যারা নতুন ভাবে জিমেইল একাউন্ট ক্রিয়েট করতে পারেন না। 

যারা নতুন ভাবে gmail অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না তাদের জন্য আজকে আমার এই আর্টিকেলটি। 

প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোন কোন নিয়ম অনুসরণ করলে নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়।

নতুন ভাবে gmail অ্যাকাউন্ট তৈরি করা যায়। বর্তমান ইন্টারনেট জগতে অনেকেরই জিমেইল সম্পর্কে অনেক ধারণা রয়েছে।

তো চলুন দেরি না করে জানাজা কোন কোন ধা অনুসরণ করলে আপনি আপনার ফোনে নতুন একটি gmail অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। 

নতুন জিমেইল একাউন্ট তৈরি করার জন্য কি কি লাগতে পারেঃ

আপনি যদি আপনার ফোনের নতুন ভাবে gmail অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে শুধু আপনার ফোন নাম্বার হলেই হবে। 

সেই নাম্বারে সিমটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে এবং সিমটি সচল থাকলেই  হবে।  মোবাইল নম্বর ছাড়া কখনোই আপনি নতুনভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না।

আপনি জিমেইল একাউন্ট খোলার জন্য সরাসরি গুগলে যাবেন।

সেখানে সার্চ করবেন Creat gmail account.

সার্চ করার পর সেখানে প্রথমে একটা ওয়েবসাইট পাবেন সেখানে Creat gmail account এ  ক্লিক করবেন। 


ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন।  সেখানে নিচে দেখতে পাবেন লাল লেখা রয়েছে Creat an account.  লাল লেখাটিতে ক্লিক করবেন। 


ক্লিক করার পর আপনাকে সরাসরি এখানে নিয়ে আসা হবে৷  এখানে নীল লেখা থাকবে Creat account.


Creat account  এ ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। 

আপনি নিজের জন্য একাউন্ট খোলার জন্য  myself এ ক্লিক করবেন। 


myself এ ক্লিক করার পর First name এ আপনার নামের প্রথম দেবেন৷  তারপর নামের শেষের টা দেবেন। তারপর  Next এ ক্লিক করবেন। 

Next এ ক্লিক করার পর মাস, দিন ও বছর থাকবে।  এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন।  আপনার জন্ম তারিখ অনুযায়ী ১৮ বছর হতে হবে। 

তারপর Gender এ আপনি মেয়ে হলে female আর ছেলে হলে male সিলেক্ট করবেন।  তারপর Next অপশনে ক্লিক করবেন। 

Next এ ক্লিক করার পর creat your own gmail address সিলেক্ট।  তারপর একটি uncommon জিমেইল দিন,যেটা কেউ ব্যবহার করেনি। 

সব জিমেইল দিলে এখানে নেবে না।  uncommon একটা জিমেইল দিন।  জিমেইল দেয়া হলে Next এ ক্লিক করেন। 


Next এ ক্লিক করার পর ৮/৬ ডিজিটের  একটি কঠিন পাসওয়ার্ড দিন। 

পাসওয়ার্ড দেয়ার পর সেখানে আপনার ফোন নাম্বারটি বসান।  ফোন নাম্বারটি বসানোর পর Next অপশনে ক্লিক করুন। 

Next  এ ক্লিক করার পর আপনার জিমেইল একাউন্টটি তৈরি হয়ে যাবে।  সেখানে আপনার ইউজারনেম,  জিমেইল ও মোবাইল নাম্বারটি শো করবে।  সেখানে Next অপশনে ক্লিক করবেন। 





Next এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। নিচে স্ক্রল করে সেখানে i Agree তে ক্লিক করবেন।  ক্লিক করার পর আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরির কাজটি শেষ । 

আর কিছুই করতে হবে৷  তরপর আপনার তৈরিকৃত  জিমেইলে নোটিফিকেশন আসবে। 



https://www.facebook.com/profile.php?id=100087366003509&mibextid=ZbWKwL

আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি আপনারা ভালোভাবে পড়েছেন।

আমি সর্বদা সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি ৷ আমারলেখা আর্টিকেলে যদি কোনোপ্রকার ভূল পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। 

আমার আর্টিকেলটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন!নামাজ বাদ দিয়ো না বন্ধু ।  নামাজ পড়ো বন্ধু ,এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর♥️।



Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles