Gmail অ্যাপে ভিডিও কল, ওয়াও

আপনি এতদিনে নিশ্চয়ই মোবাইলে ভিডিও কলের সাথে পরিচিত। কিন্তু জেনে অবাক হবেন যে শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা বিল্ট-ইন GmailGmail অ্যাপ দিয়েই ভিডিও কল কিংবা মিটিং করতে পারবেন সহজেই। 

পুর্বে হয়তো  WhatsApp, Imo, Facebook messenger, Telegram, Skype, Zoom, Google Meet ইত্যাদির অ্যাপের কথা জেনেছেন, এগুলোর সাহায্যে ভিডিও কল করা যায়।  

তো জিমেইল অ্যাপের কথা বলি এবার ।  এটি দিয়ে যেমন কাউকে মেইল করা যায় তেমনি ভিডিও কল করা যায় । 

প্রথমে জিমেইল অ্যাপটি চালু করুন । 

তারপর নিচের দিকে বামে দেখবেন Mail লেখা এবং ডানে Meet লেখা । 

Meet লেখায় ক্লিক করবেন।  তখন দেখবেন উপরে New meeting এবং Join with a code অপশন আছে।  

আপনি নিজে কল শুরু করতে চাইলে  New meeting লেখায় চাপবেন। 

এক্ষেত্রে Start instant meeting অপশন ও ব্যবহার করতে পারবেন আবার Get a meeting link to share অপশনও ব্যবহার করতে পারবেন । আবার নির্দিষ্ট কোনো তারিখে কল দিতে চাইলে Schedule in Google Calendar অপশনও ব্যবহার করতে পারবেন।  

এই ৩ টির মধ্যে যেটায়ই সিলেক্ট করুন সেটায়ই ১ টি লিংক পাবেন যা শেয়ার করতে হবে যাদের সাথে কথা বলতে চান । 

আর আপনাকে কেউ শেয়ার করলে সেই লিংক এর কোডটি বসাতে হবে Join with a code অপশনে। 

এভাবে সহজেই মিটিং কিংবা ভিডিও কল করা যাবে। আপনি যাকে মিটিং লিংক শেয়ার করবেন তিনি তার জিমেইল অ্যাপে গিয়ে আপনার মিটিং কোড Join with a code অপশনে গিয়ে বসিয়ে, JoinJoin লেখায় চাপ দিবে। 

যিনি লিংক দিবেন তাকে Host  বলা হবে ।  আর Host accept করে দিবেন যারা কলে যুক্ত হতে চায়। 

লিংক শেয়ার করতে sms করে বা যেকোনো ভাবে দিতে হবে ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

নিজের অর্জিত জ্ঞান অন্যকে দিয়ে সহযোগিতা করা উচিৎ ।