ফেসবুক একাউন্টে ফলো বাটনটি চালু করবেন কিভাবে? দেখুন বিস্তারিত

আসসালামু আলাইকুম,  বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে একটি নাম হল ফেসবুক। 

ফেসবুক ব্যবহার করেনা এরকম মানুষ খুব কমই আছে।  ফেসবুক ব্যবহার করার জন্য প্রত্যেকেরই প্রয়োজন হয় একটা ফেসবুক একাউন্টের। 

আর অনেক সময় আমরা ফেসবুকে সার্চ দিয়ে অনেকের প্রোফাইলে গিয়ে দেখি Add friend অপশন এর বদলে Follow  লেখা। 

 এটা দেখে নিশ্চয়ই আপনার নিজের একাউন্টে ওই রকম একটা ফলো অপশন চালু করার ইচ্ছা জেগেছে...!

 তো আর দেরি কেন? চলুন শুরু করি। 

 

তো আজকে আমরা জানবো কিভাবে একাউন্টে Follow অপশন চালু করবেন। 

এই টপিকটি নিয়ে আলোচনা করার জন্য সাথে আছি আমি নাঈমুল ইসলাম। 

প্রথমে জানতে হবে একাউন্টে চালু করা ফলো বাটনটি কারা দেখতে পাবে? অর্থাৎ আপনি যদি আপনার ফেইস ফেসবুক অ্যাকাউন্টে ফলো অপশন চালু করেন তবে সেটা কারা দেখতে পাবে আর কারা দেখতে পাবে না, সেটা আপনার প্রথমে জানা জরুরী।

 তো এটার উত্তর হলো এই যে, 

- একাউন্টে ফলো বাটনটি চালু করলে আপনার সাথে যাদের মিউচুয়াল ফ্রেন্ড নেই অর্থাৎ আমি যদি আপনার প্রোফাইল এ যাই এবং আমার কোনো ফ্রেন্ড যদি আপনার ফ্রেন্ড লিস্টে না থাকে তবে আমি আপনার প্রোফাইল এ ফলো বাটনটি দেখতে পাবো। এবং যদি আমার ফ্রেন্ড লিস্টে যারা বন্ধু আছে তারা যদি আপনার ফ্রেন্ডলিস্টে থাকে তাহলে কিন্তু আমি আপনার অ্যাকাউন্টে ফলো বাটন টি দেখতে পাবো না সেখানে লেখা থাকবে এড ফ্রেন্ড। 

[না বুঝতে পারলে কমেন্ট এ জানান ]

এরপর জানবো ফলো বাটনটি চালু করবো কিভাবে? এতক্ষণ জানলাম যে আমার একাউন্টে ফলো অপশন চালু করলে আসলে এটা কারা দেখতে পাবে + কারা  আমাকে ফলো করতে পারবে। 

তো এবার জানব যে এই অপশনটা আমার একাউন্টে কিভাবে চালু করবো?

- এটা করা একদমই সহজ, (আপনার একাউন্টের জন্ম তারিখ অনুযায়ী বয়স ১৮ হতে হবে) 

প্রথমে ফেসবুক থেকে সেটিংস (Settings)  অপশনে চলে যান। (আপনি যদি ফেসবুকের অফিশিয়াল অ্যাপস, লাইট অ্যাপস বা ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক একাউন্ট লগইন করেন তাহলে প্রত্যেকটার ব্রাউজারে ডান পাশ মেনু বাটনে ক্লিক করলে নিচের দিকে স্ক্রোল  করলে সেটিংস অপশন দেখতে পাবেন এরপর নিচের দিকে স্ক্রোল করলে "ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট" নামে একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এরপর "who can follow me" এখানে   "Everyone" অপশন সিলেক্ট করে দিন। 

এরপর ব্যাক বাটনে ক্লিক করে  পিছনে আসুন।  

এরপর

 "how people find and contact you" নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।  "who can send you friend request" এই অপশনে "friends of friends" করে দিন। 

তাহলেই আপনার একাউন্টে ফলো বাটনটি চালু হবে। 

 ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের সকলের সতর্ক হওয়া দরকার। 

সেটা হলো আমরা অনেক সময় অনেকের একাউন্টে গিয়ে ফলোয়ার দেখে অবাক হয়ে যাই।

 নিজেরাই চেষ্টা করি হাজার হাজার ফলোয়ার নেওয়ার জন্য।  এ

 জন্য অনলাইনে গিয়ে খুঁজতে থাকি কিভাবে ফলোয়ার বানানো যায় এজন্য আমরা অনেক সময় বিভিন্ন third-party অ্যাপ এবং ব্রাউজার এ গিয়ে ফেসবুক একাউন্ট লগইন করি  কিন্তু ওই থার্ড পার্টি এবং ব্রাউজার আমাদের অনেক সময় একাউন্টের ক্ষতি করে দিতে পারে সেক্ষেত্রে সকলের সতর্ক হওয়া প্রয়োজন। 

তো আজ এপর্যন্তই। 

আর লেখাটা পড়ে নিজের একাউন্টে ফলো বাটনটি চালু করতে পারলে কি না অবশ্যই কমেন্ট করে জানাও। 

ভালো থাকো, সুস্থ থাকো। 

💙

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md. Naimul Islam - Dec 16, 2021, 9:56 PM - Add Reply

https://blog.jit.com.bd/work-on-internet-119

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles