ফেইসবুক মেসেঞ্জারের কিছু জরুরী টিপস অ্যান্ড ট্রিকস।

ফেইসবুক মেসেঞ্জারের কিছু না জানা টিপস অ্যান্ড ট্রিকস। 

আজকাল পৃথিবী জুড়ে প্রায় দুই মিলিয়নেরও বেশি মানুষ মেসেজ এর জন্য ফেইসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকে। তাই এটি ব্যবহার করতে গেলে কিছু দিক জানা দরকার। এখানে কেবলমাত্র কয়েকটি ট্রিকস রয়েছে, যেগুলো সবাই জানে না, সেগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। 

বিঃদ্রঃ সব স্মার্টফোনে এইসব বৈশিষ্ট্য নাও থাকতে পারে। 

1.মেসেঞ্জার  Nickname / ডাকনাম ব্যবহার করা।

আমরা অনেকই অনেক সময় ফেসবুকে  আসল নামের পাশাপাশি ডাকনাম ব্যবহার করে থাকি,  তাই অনেকে নিজেকে ভিন্ন নামে চিনতে পারে। 

এজন্য আপনি  ফেসবুক মেসেঞ্জারে  আপনার পরিচিতিতে ডাকনাম সেট করে রাখতে পারেন। 

সেট করতে ⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. যেকোনো একটা  conversation এ যান।

3. উপরের ডানদিকের কোণায় i  ℹ️ লেখা একটি  আইকন আছে, অইটাতে ক্লিক করুন  ।

4. Nicknames এ ক্লিক  করুন ।

5.এখন আপনি যে ডাকনাম দিতে চান তা লিখুন।  

5.  Set এ ক্লিক  করুন ।

2. conversations বা কথোপকথন Mute করা। 

অনেক সময় বিভিন্ন অপরিচিত লোক কিংবা বিভিন্ন বিজ্ঞাপন থেকে অযথাই ম্যাসেজ অথবা নোটিফিকেশন টিং  টাং সব্দ করে  আসে।  এতে কিন্তু অনেক সময় বিরক্ত লাগে। তাই আপনি সেটা বন্ধু করতে চাইলে  এই Mute অপশনটি চালু করতে পারেন। 

সেট করতে ⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. একটি conversation/কথোপকথন নির্বাচন করুন।

3. উপরের ডানদিকের কোণায় i  ℹ️ লেখা একটি  আইকন আছে, অইটাতে ক্লিক করুন  ।

4.🔔 Mute লেখার ক্লিক করুন ।

5. আপনি কোন ধরনের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন বন্ধ  করতে চান তা বেঁচে নিন ।

6. Ok লেখার ক্লিক করুন। 

7. আপনি কতক্ষণ সময়  কথোপকথনটি  Mute  করতে চান তা নির্বাচন করুন।

8. এবার ok বাটনে ক্লিক করে নিন। 

3. আপনার  পছন্দসই  কথোপকথনের রঙ পরিবর্তন করা। 

এতে আপনি চ্যাট করা প্রতিটি ব্যক্তিকে বিভিন্ন রঙ ব্যবহার করে, আলাদা বানিয়ে রাখতে পারেন। 

সেট করতে ⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. একটি কথোপকথন নির্বাচন করুন।

3. উপরের ডানদিকের কোণায় i  ℹ️ লেখা একটি  আইকন আছে, অইটাতে ক্লিক করুন  ।

4. আপনার theme / color. থিম বা রঙ পরিবর্তন করুন।

4. ডার্ক মোড চালু করা । 

ডার্ক মোড শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারকে 

সুন্দর করেই তুলে না, এতে কিন্তু আপনার ফোনের ব্যাটারির চার্জ বাঁচাবে।  পাশাপাশি আপনার চোখকে ক্ষতিকর আলো থেকে ও বাঁচাবে।

সেট করতে ⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. উপরের বাম কোণে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন ।

3. Dark Mode. ডার্ক মোডে ট্যাপ করুন। 

4.এবার  On লেখা বাটন্টি চালু করে নিন।

5. আপনার এসএমএস অ্যাপ হিসেবে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করুন।

আপনারা অনেকেই আপনার মেসেজিং প্রয়োজনের জন্য ইতিমধ্যেই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন, তাই আপনি এটি এসএমএসের জন্যও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু মেসেঞ্জারের এসএমএস এবং আমাদের ফোনে যে SMS app থাকে, তার SMS ও এই অ্যাপে  দেখাবে। 

সেট করতে ⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. উপরের বাম কোণে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন ।

3. এসএমএস লেখায় ক্লিক  করুন ।

4. সুইচ বাটন অন করুন। 

এবার আপনাকে আপনার সিদ্ধান্ত যাচাই করতে বলা হবে। তাই আপনি চাইলে এবার  Yes  বাটনে ক্লিক করতে পারেন। আর না চাইলে বাটনটি বন্ধ করে রাখতে পারেন।

6. মেসেঞ্জারে কিভাবে আপনার লোকেশন/ location পাঠাবেন।

এতে আপনি কোথায় আছেন তা আপনার ফ্রেন্ডকে বলার চেয়ে আপনি সহজেই আপনার location  পাঠাতে পারেন। 

পাঠাতে ⬇

1. মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. একটি কথোপকথন নির্বাচন করুন।

স্ক্রিনের নীচে ফোর-ডট মেনু বাটনে ক্লিক করুন, অর্থাৎ বাম কোনায় যে চারটি ফুটা তাকে সেখানে। 

3. location এ ক্লিক করুন। 

4. আপনি নীচে বড় বাটনে  60 মিনিটের জন্য আপনার লাইভ অবস্থান শেয়ার করতে  করতে পারেন। এতে আপনি অন্য যেখানেই যান না কেন, তা অন্যরা জানতে পারবে।

5. আর যদি আপনি একটি নির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে চান, তাহলে নীচের ডান কোণে location  বাটনে ক্লিক করুন । তারপর,  আপনার  অবস্থান/location নির্বাচন করুন এবং শেষে Send Location. এ ক্লিক করুন।

7. পাঠানো  বার্তায় কিভাবে রিয়েক্ট করবেন।

এটি একদম সহজ, আমারা ফেইসবুকে যেভাবে রিয়েক্ট করি,  এখানেও আপনি তাদের লেখায় রিয়েক্ট করতে পারেন। করতে ⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. একটি কথোপকথন নির্বাচন করুন।

3. আপনি যে বার্তায় রিয়েক্ট করতে চান, সেই মেসেজে টিপে ধরে রাখুন। বেছে নেওয়ার জন্য একটি ধারাবাহিক  রিয়েক্ট দেখা যাবে। এখন  আপনার পছন্দের একটি নির্বাচন করুন।

8. একটি নির্দিষ্ট বার্তার রিপ্লাই বা উত্তর দেওয়া। 

কখনও কখনও আমারা ফেসবুক মেসেঞ্জারে অনেক দেরিতে প্রশ্নের উত্তর দিয়ে থাকি , অথবা একই সাথে বিভিন্ন বার্তার উত্তর দেই। তাই আমরা যদি, রিপ্লাই না করে ডাইরেক্ট উত্তর দেই তাহলে তারা কোন প্রশ্নের উত্তর দিয়েছি সেটা বুঝতে পারবে না। এজন্য, 

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. একটি কথোপকথন নির্বাচন করুন।

3. আপনি যে বার্তাটির উত্তর দিতে চান তা খুঁজুন।

4. তারপর সেই মেসেজে  টিপে ধরে রাখুন। বেছে নেওয়ার জন্য একটি ধারাবাহিক প্রতিক্রিয়া দেখা যাবে। এর জন্য  একেবারে ডানদিকে একটি তীর চিহ্ন দেখতে পাবেন এটিতে ক্লিক করুন ।

5. আপনার উত্তর পাঠান।

এর সহজ  একটি বিকল্প ⬇

এর জন্য  আপনি যে বার্তাটির উত্তর দিতে চান তাতে আপনি চাপ দিয়ে ধরে  তারপরে আপনার আঙুলটি ডানদিকে টেনে আনুন, রিপ্লাই চিহ্ন দেখতে পাবেন ।

9. গোপন কথোপকথন এনক্রিপ্ট করা। 

 আপনি যদি কারো সাথে মেসেঞ্জারে গোপন কিছু কথা বলতে চান, তাহলে এটি এনক্রিপ্ট করে রাখতে পারেন,  যেন আর কেউ শুনতে না পারে।

তাছাড়া,   আপনি এমনকি আপনার  বার্তাগুলিতে একটি টাইমার সেট করতে পারেন, এতে যাকে আপনি মেসেজ পাঠিয়েছেন, সে তা শুনার পরপরই অটোমেটিক ডিলেট হয়ে যাবে।এটি গ্রুপ মেসেজ , ভয়েস কল এবং ভিডিও কল সহ মেসেঞ্জারে বেশিরভাগ  বৈশিষ্ট্য থাকতে পারে ।

সেট করতে ⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. একটি কথোপকথন নির্বাচন করুন।

3. উপরের ডান কোণে ℹ️ আইকনটি আলতো চাপুন ।

4. Secret Conversation  যান  ।

10. অপরিচিতদের থেকে অর্থাৎ আপনার  ফেইসবুক ফ্রেন্ড এর বাইরে থেকে message requests/বার্তা অনুরোধ দেখা।

কখনো কখনো ফেইসবুক ফ্রেন্ড এর বাইরে থেকে,  গুরুত্বপূর্ণ যোগাযোগ এর জন্য message requests আসে। অনেকে তা খুঁজে পান না। 

message requests দেখতে⬇

1. ফেসবুক মেসেঞ্জার অ্যাপ খুলুন।

2. উপরের বাম কোণে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন ।

3. এবার Message Requests. যান।

আরোও পড়তে পারেন ⬇

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles