ফেসবুক কপিরাইট রিপোর্ট ফর্ম ব্ল্যাকমেইল কে ভয় আর নয়

ফেসবুকে অনেকে আছে আপনার ছবি ভিডিও বা পোস্টকে নিজের বলে চালাচ্ছে বা আপনার ছবিকে আপনার অনুমতি ছাড়া ছড়িয়ে দিল।  আপনকে কেউ ব্লাকমেইল করলে আপনি অনলাইনে জিডি করতে পারবেন।  কিন্তু কেউ অলরেডি ছড়িয়ে দিলে কী করবেন।  উপায় আছে আপনাকে এখন যা করতে হবেঃ

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

১. যেকোনো ব্রাউজারে যেতে হবে তারপর সার্চ বারে  গিয়ে লিখতে হবে ফেসবুক কপিরাইট রিপোর্ট ফর্ম (facebook copyright report form) ২.তারপর ফেসবুকের ওয়েবসাইট দেখবেন সেখানে ক্লিক করবেন। 

৩. তখন আপনি তিনটি অপশন দেখবেন।  আপনি যদি সেই ছবির মালিক হন তাহলে (i am the rights owner)  অপশনে ক্লিক করবেন। 

৪. এরপর একটি ঘর দেখবেন সেখানে আপনার পুরো নাম লিখবেন। 

৫. তারপর পোস্টাল এড্রেস দিতে হবে।  আপনি যদি ঢাকায় থাকেন তাহলে লিখবেন (dhaka,Bangladesh) 

৬.  এরপর আপনাকে আপনার ইমেইল এড্রেস দিতে বলবে। আপনি আপনার সঠিক ইমেইল এড্রেস টি দিবেন। কারন ফেসবুক ইমেইলে আপনার সাথে যোগাযোগ করবে।

৭. ইমেইল টি তারপর করফার্ম করতে বলবে আপনি উপরে যেই ইমেইলটি দিয়েছেন সেটা আবার লিখুন। 

৮.  তারপর  এ-ই ছবিটির বা যা নিয়ে রিপোর্ট করছেন সেটার মালিকের নাম লিখতে হবে।  আপনি এ-র মালিক হলে নিজের পুরো নাম লিখবেন। 

৯. এরপর আপনি কোথায় থাকেন জানতে চাবে।  আপনি বাংলাদেশের হলে বাংলাদেশ অপশনটি চুজ করুন। 

১০. একটি অপশন দিবে যে কোনটির সাথে আপনার রিপোর্ট ভালো মিলে সেখানে আপনি ছবি রিপোর্ট করলে দিবেন ফটো।

১১. তারপর যেটা নিয়ে রিপোর্ট করছেন সেটার লিনক দিবেন।  ফেসবুকে গিয়ে সেই পোস্ট বা ছবি বা ভিডিওর ইউ আর এল কপি করে পেস্ট করে দিলেই হবে। 

১২.  এরপর আপনার রিপোর্টটি কি ধরনের সেটা চুজ করে দিবেন এখানে তিনটি চুজ করার  অপশন থাকবে।  

১৩. যে এটা পোস্ট করেছে তার একাউন্ট এ-র লিনক দিতে বলবে।  সেখানে তার আইডিতে গিয়ে ইউ আর এ-র কপি করে পেস্ট করে দিন। 

১৪. তারপর জানতে চাবে কেন আপনি এটা রিপোর্ট করছেন যদি আপনি সেই কন্টেন্ট এ থাকেন তাহলে দিবেন (i appear in this content),  যদি সেটা আপনার কিছু ব্যাবহার করে নিজের নামে চালিয়ে দেয় তাহলে দিবেন ( this content copies my work) আর আপনার নাম ব্যাবহার করে কিছু করলে দিবেন ( this content uses my name)।

১৫.  তারপর ছোট করে ইংরেজিতে বর্ননা করবেন কেন রিপোর্ট করছেন আর বর্ননা টা সুন্দর করে লিখবেন। 

তারপর সাবমিট করে দিলেই আপনার কাজ শেষ।  ফেসবুক এ-ই সমস্যার সমাধান করবে।  আর খুব তারাতাড়ি আপনার সাথে ইমেইলে যোগাযোগ করবে                       

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a freelance, blog and article writer.