কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়

বর্তমানে ফেসবুক থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব ফেসবুক থেকে ইনকাম করতে হলে প্রথমে একটি ফেসবুক পেজ থাকা জরুরি আজকে আমি আপনাদেরকে কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয় তা সম্পর্কে জানাব?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

ফেসবুকে কেন ভিডিও আপলোড করা হয়:

আপনি ফেসবুকে কত শত ভিডিও দেখছে এই ভিডিওগুলো আপলোড করছে কেন?এর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে,তাইনা?

এইজে আপনি সকালে ঘুম থেকে উঠলেন - উঠে ফেসবুকে স্ক্রল করছেন, দুপুরে ফেসবুকে স্ক্রল করছেন, রাতে ফেসবুকে স্ক্রল করছেন, শুয়ে শুয়ে সারারাত ফেসবুকে স্ক্রল করতেছেন, কিন্তু যে ফেসবুকে ভিডিও আপলোড করছে সে কেনো ভিডিও আপলোড করছে?

কোনো না কোনো কারণ তো অবশ্যই রয়েছে।

ফেসবুকে ভিডিও আপলোড করার উদ্দেশ্য:

এই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কিছুই হয়না , প্রত্যেকটা কাজে পেছনে প্রতোক্ষভাবে অথবা পরোক্ষভাবে কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই থাকে।

এইজে আমি আপনাদের ফেসবুক সম্পর্কে জানাচ্ছি উদ্দেশ্য অবশ্যই রয়েছে । আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনলাইন ইনকাম এর প্রতি আকাঙ্ক্ষা দেয়া । 

তো ফেসবুকে আপনি প্রতিদিন কত শত ভিডিও দেখছেন এগুলো কি এমনিই হচ্ছে ?; না ,এগুলো এমনি হচ্ছে না ।

এগুলোর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে । কেউ অবশ্যই ভিডিওগুলো শুট করছে, ভিডিওগুলো এডিট করছে, তারপরে ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিচ্ছে ।

ফেসবুকে একটি ভিডিও আপলোড করতে কমপক্ষে দুই জিবি ডাটা লাগে।  ফোনে এমবি দিয়ে অথবা বাসায় ওয়াইফাই কানেকশন দিয়ে যিনি ফেসবুকে ভিডিও ছাড়েন -তিনি এমবির টাকা, ওয়াইফাই বিল এগুলো নিশ্চয়ই ফ্রি পাচ্ছেন না।

এগুলো তিনি নিজের টাকা খরচ করে বিল দেন অথবা এমবি কিনেন ।

ফেসবুকে আপনারা যে ভিডিও গুলো দেখছেন এগুলো আপলোড হচ্ছে কারণ এগুলো থেকে যিনি ভিডিও আপলোড করছেন তিনি নিশ্চয়ই আয় করছেন ,টাকা পাচ্ছেন ।

একটি ভিডিওতে শত শত ভিও হচ্ছে, শত শত  মিলিয়ন মিলিয়ন ভিউজ থেকে নিশ্চয়ই তিনি টাকা আয় করছে ফলে ভিডিও গুলো আপলোড করছে।

আর আপনি শুধু শুধু ফেসবুকে নিজের সময় নষ্ট করছেন । যারা ফেসবুকে পার্টটাইম কাজ করতে চান তারা চাইলে ফেসবুকে পার্ট টাইম কাজ করে টাকা ইনকাম করতে পারেন।

আজকে আমি আপনাদেরকে বলব কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন এবং কিভাবে ফেসবুক পেজটি রাঙ্কে আসবে।

একটি ভিডিওতে কিভাবে মিলন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সেটা আজকে আপনাদেরকে বলবো ।

আপনিও তাহলে চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন , আমি খোলামেলা ভাবে জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করছি।

আমি আপনাদেরকে শিখাচ্ছি এর মানে এই না যে আমার টাকার কমতি পড়ে যাবে। facebook এ টাকার কোনো কমতি নেই।

কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন:

১.প্রথমে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে যান। 

২.এবার প্রথমে ফেসবুক অ্যপে চলে যান।

৩.এরপরে ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে।

৪তারপরে পেজ নামে একটি অপশন পাওয়া যাবে , পেজটিতে ক্লিক করতে হবে।

৫.তারপরে আমরা পেজ অপশনে যাওয়ার পর ক্রিয়েট পেজে ক্লিক করব ।

৬.ক্রিয়েটি ক্লিক করার পরে গেটস স্টারডে ক্লিক করব।

৭.তারপরে এখানে পেজের একটি নাম দিতে হবে ,আপনি আপনার পছন্দমত যে কোন একটি নাম আপনার পেজে দিতে পারেন।

৮.এরপরে নেক্সট এ ক্লিক করতে হবে ।

৯.এরপরে পেজটি ডিসক্রাইব করতে ক্যাটাগরি বাছাই করতে হবে ।

১০.এরপর আবার নেক্সট এ ক্লিক করতে হবে ।

১১.এরপরে যদি আপনার কোন ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটি এড করুন

১২.এরপর আবারও নেক্সট এ ক্লিক করতে হবে ।

১৩.এরপর আপনি আপনার প্রোফাইল পিক এবং কভার ফটো সিলেক্ট করে দিতে পারবেন ।

এরপরে প্রোফাইল পিক কেমন কভার ফটো আপলোড করে ডানে ক্লিক করে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে পারেন । এরপরে পেজটি ক্রিয়েট হয়ে যাবে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ