এক ক্লিকে ফেসবুকের ফ্রেন্ডলিষ্টে থাকা সকল ফ্রেন্ডদের কে আনফ্রেন্ড করুন

আস্সালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি এপস নিয়ে হাজির হয়েছি, যে এপস এর মাধ্যমে আপনারা এক ক্লিকে ফেসবুকের ফ্রেন্ডলিষ্টে থাকা সবাইকে আনফ্রেন্ড করতে পারবেন।

অনেক দিন যাবত এরকম এপস আমিও খুজছিলাম, কিন্তু অবশেষে এপসটি পেয়ে আমার অনেক ভালো লেগেছে, এজন্যই আজ এই এপস নিয়ে লিখতে বসেছি।

অনেকের ফেসবুক এর ফ্রেন্ডলিষ্টে অসংখ্য ফ্রেন্ড থাকেন, এদের মধ্যে অনেকের আইডি আছে, ডিএক্টিব, অনেকের আবার নষ্ট হয়ে আছে।

যার ফলে ফ্রেন্ডলিষ্টে অসংখ্য ফ্রেন্ড থাকা সত্তে ও পর্যাপ্ত পরিমানে লাইক, কমেন্ট আসে না।

আর এজন্য প্রয়োজন হয় আনফ্রেন্ড করার। 

কিন্তু এক ক্লিকে যদি সবাইকে আনফ্রেন্ড করা যেত তাহলে কত সুবিধা হত তাইনা?

এজন্যই আজকে এই এপস নিয়ে আপনাদের সামনে হাজীর হলাম।

তো কথা না বারিয়ে চলুন মূল প্রসঙ্গে।

প্রথমেই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিষ্টে থাকা সবাইকে আনফ্রেন্ড করতে হলে প্রয়োজন হবে একটি এপস এর।

যার নাম MonokaiTolkit

আপনি প্লে স্টোরে ডুকে MonokaiToolkit লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। যার সাইজ মাত্র ২০ এমবি।

নিছে এপস এর স্কিনশর্ট দেওয়া হলো

তো এখন এপস টি ডাউনলোড করুন।

এপস টি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন

তার পর নিচের মত সব অপশন গুলোতে অকে করে দিয়ে Get Started এ ক্লিক করুন

এর পর নিচের মত Country select করে Save এ ক্লিক করুন

তার পর Login with facebook এ ক্লিক করে আপনার যে আইডির ফ্রেন্ড লিষ্টের সবাইকে আনফ্রেন্ড করতে চান সেই আইডি লগইন করুন

আইডি লগইন হওয়ার পর নিচের মত Tool এ ক্লিক করুন

 এর পর নিচের মত Clean your friend list এ ক্লিক করুন

এবার নিচের মত Remove all friends সিলেক্ট করে Start scan এ ক্লিক করুন

এবার ফ্রেন্ড লিষ্ট Scan হওয়া শুরু হবে এবং আপনার ফ্রেন্ডলিষ্টে থাকা সকল ফ্রেন্ড আপনার সামনে আসবে

তার পর Delete Friend এ ক্লিক করুন

 

এবার আপনার সকল ফ্রেন্ড আনফ্রেন্ড হওয়া শুরু হবে।

কিছুক্ষন অপেক্ষা করার পর দেখবেন আপনার ফ্রেন্ডলিষ্ট ক্লিয়ার হয়ে গেছে,

বেস কাজ শেষ।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই,

কোথাও বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

আবারো আপনাদের সামনে হাজীর হবো নতুন কোন টপিক নিয়ে।

এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আস্সালামু আলাইকুম

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Hello, I'm Sayhanur Rahman. I'm student, SSC Humanitys At Burunga Iqbal Ahmed High School & College. HSC humanitys At Tajpur degree College, Now I study At BSS 3rd Year Running At MC College, Sylhet I'm also Youtuber, Cover Singer, Graphics Designer & Data Enty Expart