ফেইসবুক রিলস এর কারণে অনেকটা ক্ষতি পোহাতে হতে পারে ফেইসবুককে

আমরা জানি যে,ফেইসবুক হলো সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেইসবুক দিন দিন নিজেকে আপডেট করতেছে যেন মানুষের কাছে আরও অনেক বেশি জনপ্রিয় হতে পারে।

দিন দিন নিয়ে আসছে নানান রকমের ফিচার। যা আরও বেশি আকৃষ্ট করবে ফেসবুক ব্যবহারকারীদের। ফেসবুক তার যায়গাটা ধরে রাখতে, নানান সময় নানান রকমের এপস এর সাথে পাল্লা দেয়৷ 

আমরা জানি যে, টিকটিক হলো বর্তমান সময়ের শর্ট ভিডিও করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম। তাই টিক টক এর দিকে মানুষ দিন দিন অনেকটা ধাবিত হয়ে পড়ছে। 

কিন্তু আমরা সকালেই জানি, টিকটিক যযতোটুকু সবার কাছে প্রিয়, তার দ্বিগুন সবার কাছে নিন্দনীয়। 

এই নিন্দার করার ও একটা বড় কারণ রয়েছে- টিকটিক এ ৫% শুধু ভালো ভিডিও আর বাকি ৯৫% ই হলো খুব বাজে ভিডিও, যা আমাদের সমাজের প্রতিটি মানুষের জন্যই ক্ষতিকর। 

আর এই বাজে ভিডিও গুলোর কারণেই টিকটিক অধিকাংশ মানুষের কাছে অপছন্দনিয়। কিন্তু তারপরেও আমাদের যুব সমাজ এই টিকটিক ভিডিওর দিকেই বেশি ধাবিত হচ্ছে।

কিন্তু অপছন্দ যারা করে তারা মূলত ৩০ এর উপরের মানুষগুলো। আর ৩০ এর নিচে খুব কম ব্যাক্তিই এটা অপছন্দ করে।

সর্বোপরি বলা যায় টিকটিক এর যতটা অডিয়েন্স আছে, তাতে টিকটক কোম্পনি দিন দিন অনেকটা লাভবান হচ্ছে। 

আর ফেসবুক এর ও এই টাকার প্রতি লোভ হয়ে গেল। তাই ফেসবুক চালু করলো রিলস অপসন। এই রিলস অপসনটা ফেসবুক যাকে যাকে দিয়েছে তারা এর মধ্যে শোর্ট ভিডিও আপলোড করতে পারবে টিকটিক এর মতো।

ফেসবুক এই রিলসটাকে সকলের মাঝে জনপ্রিয় করে দেবার জন্য, অনেক পরিমান টাকা দিবে যারা এখানে রিলস ভিডিও বানাবে। তাদের ভিডিওর ভিউ অনুসারে অনেক টাকা আয় করতে পারবে। 

কিন্তু এই টাকার লোভে পড়ে অধিক টাকা কামানোর জন্য কিছু ক্রিয়েটরা টিকটিক এর মতো বাজে ভিডিও বানানো শুরু করছে। 

আর এই বাজে ভিডিও গুলোর কারণেই ফেসবুক একদিন সকলের অপছন্দের কাতারে গিয়ে দাঁড়াবে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles