বাটন ফোনে কিভাবে নতুন ফেসবুক আইডি খুলতে হয় এটা অনেকেই জানে না। আজকের পোস্টে খুব সহজ নিয়মে বাটন ফোনে কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় তা নিয়ে আলোচনা করা হবে।
তাই বাটন ফোনে নতুন ফেসবুক আইডি কিভাবে খোলে তা জানতে আজকে আর্টিকলটি সম্পূর্ণ পড়ুন।
বাটন ফোনে ফেসবুক আইডি খুলতে আপনাকে নিচের নিয়মগুলো অনুসরন করতে হবে। *প্রথমে ফোনের data connection চালু করতে হবে।
*তারপর ফোনের ব্রাউজার ওপেন করতে হবে।
*তারপর www.facebook.com ভিজিট করতে হবে।
*তারপর একটি নতুন পেজ আসবে। সেখানে সবার নিচে "creat new acount" এ ক্লিক করতে হবে।
*ক্লিক করার পর একটি ফরম আসবে। সেখানে "First name" ও "Surname" এ ক্লিক করে যথাক্রমে আপনার নামের প্রথম ও দ্বিতীয় অংশ লিখতে হবে।
*তারপর "email" অথবা "phone number" যেকোনো একটা দিতে হবে। তারপর "password" এ ক্লিক করে একটা শক্ত পাসওয়ার্ড দিতে হবে।
*তারপর "date of birth" এ ক্লিক করে আপনার "জন্ম তারিখ", "মাস" ও "সাল" সুন্দর করে বসিয়ে দিতে হবে।
*তারপর পুরুষ হলে "male" ও মহিলা হলে "female" চিহ্নিত করতে হবে।
*তারপর "login" অথবা "next" যা আছে তাতে ক্লিক করতে হবে।
*এবার আপনার কাজ প্রায় শেষ। এখন আপনার মোবাইলে আপনার প্রোফাইল দেখতে পাওয়া যাবে। সেখানে "OK" অথবা "NOT NOW" যেকোনো একটাতে ক্লিক. করতে হবে।
*ব্যাস... আপনার ফেসবুক আইডি তৈরি হয়ে গেল। এবার আপনার পেজের উপরে "profile" এ ক্লিক করে আপনার profile picture সহ যাবতীয় অন্নান্য তথ্য দিতে হবে।
You must be logged in to post a comment.