বর্তমান যুগে ঘরে বসে অনলাইনে আয় করার বিষয়টি কম বেশি সবারই জানা। তবে ঠিক ততটাই অজানা হলো কিভাবে তারা লক্ষ লক্ষ টাকা আয় করে?
ইউটিউবে আয়ের ক্ষেত্রে আমাদের সব থেকে বড় যে ভুল টা আমরা করি সেটা হলো সঠিক পথ খুজে না পাওয়া।
যেমন ধরুন আপনি একজন শিক্ষক আপনি ছাত্র/ছাত্রীদের পাঠ্য পুস্তকের বিষয়গুলো সঠিকভাবে বোঝাতে পারেন কিন্তু আপনি হঠাৎ একদিন দেখলেন ইউটিউব থেকে অনেক টাকা আয় করা যায় ,
আপনি খুজতে থাকলেন কিভাবে আয় করা যায়, আপনার চোখের সামনে অনেক পথ আপনি দেখতে পেলেন ধরুন সেটা হলো গান গেয়ে।
এখন আপনি অনেক চেষ্টা করলেন গান গেয়ে টাকা আয় করার জন্য। কিন্তু সেখানে কি আয় করতে পারবেন? পারবেন না কারন গান সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই।
অর্থ্যাৎ আমাদের কে সেই পথটাকেই আগে ভাবতে হবে যেটা কিনা আমি খুব ভালোভাবে করতে পারি বা অভিজ্ঞতা আছে।
আপনার ছাত্র//ছাত্রী পড়ানোর অভিজ্ঞতা আছে আপনি পাঠ্য বইয়ের বিষয় ভিত্তিক মান সম্মত কনটেন্ট তৈরী করেন দেখবেন একদিন ঠিক আপনি সফল হয়েছেন।
তবে এখানে আর একটি কথা বলে রাখা প্রয়োজন সেটি হলো আপনাকে অনেক ধৈর্য্য থরে একাগ্রভাবে কাজটি করে যেতে হবে।
আপনার যদি শুধু উদ্দেশ্য হয়ে থাকে টাকা উপার্জন তাহলেও আপনি ব্যর্থ হতে পারেন। আপনার প্রথম উদ্দেশ্য হবে অভিজ্ঞতা টাকে পাকা পোক্ত করা।
যদি সেটা মনে করে কাজ শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনার সামনে সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।
তার মানে বিষয়টা হলো এ রকম যে আপনার জানা যে কোনো বিষয় নিয়ে আপনি অনায়াসে কাজ করতে পারেন।
কিন্তু এটাই মনে রাখতে হবে যে সে বিশয়টাতে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। কার আপনার বিষয়টা নিয়ে শুধু আপনি কাজ করছেন না।
কাজ করছে আরো হাজার হাজার মানুষ , তাহলে কেন তাদের কনটেন্ট বাদ দিয়ে আপনার কনটেন্ট দেখবে এটা ভাবুন? তাহলে আপনার কনেটেন্ট এর মান তাদের থেকে আরো উন্নত হতেই হবে।
আরও কিছূ বিষয় কে মাথায রাখতে হবে যেমন, ভিডিও বানানোর সময় ভিডিও রেজুলেশন এর দিকে খেয়াল রাখতে হবে যেন সেটা খুব পরিস্কার অর্থ্যাৎ এইসডি কোয়ালিটি সম্পন্ন হয়।
আর অডিওটাকেও ঠিক এ ধরনের কোয়ালিটি দিতে হবে।
যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন বিষয়গুলো খূব পরিস্কার করে তুলে ধরতে হবে যেন সহজ বোধগম্য হয়। দেখবেন তাতে মানুষ বেশি আকৃষ্ট হবে।
সর্বেোপরি আপনাকে মনে রাখতে হবে যে প্রথম দিন থেকে টাকার চিন্তা করলে হবে না। আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে থাকবেন।
আপনার টার্গেড থাকবে অন্তত আপনি ১০০ কনটেন্ট আপলোড করবেন। .... ( চলবে)
You must be logged in to post a comment.