মূলত এখন সবাইকে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে শুধুমাত্র নিজের আইডি দিয়ে। কোন পেজ ক্রিয়েট করতে হবে না।
কাজঃ এখন ভাবতে পারেন কিভাবে কাজটা করলে ইনকাম করা যায়। ফেসবুকে তো আমরা শুধু পোস্ট করে লাইক করি এইসব, মাঝেমধ্যে আবার ভিডিও আপলোড করি।
কিন্ত, এসব কিছুই করেন না কেন আপনাকে কোন টাকা দেওয়া হবে না, তবে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে, সব আইডিতে পেজ এর মত প্রফেশনাল মুড চলে আসতেছে।
কারো কারো হওতো এসেছে আবার কারো হয়তো আসেনি। আবার কেউ কেউ এ বিষয় সম্পর্কে জানে আবার কেউ জানেনা
কিন্তু বলা হয়েছে আস্তে আস্তে প্রত্যেক আইডিতে চলে আসবে আর যেটাতে চোট চোট ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন।
শুধু প্রফেশনাল মোড নয় মোড এর পর একটা রিলস অপশন আসবে। যদি রিলস আসে তবে টাকা ইনকাম করতে বাধা নাই!
দ্রুত মোড টা নিয়ে আসার জন্য যা করতে হবেঃ
প্রথম যখন শুনলাম এই কথাটি আমার ও আগ্রহ জাগে। কিন্তু আমার ও মোড টা আসেনি। কি করি! ভাবলাম ২, ১টা ভিডিও দি, যেই কাজ সেই ফল শুধু ২টা দিয়েছলাম সাথ সাথে কাজে লেগে গেলো।
পর পর মোড আাসার পর ওযখন ছাড়তাম রিলস ও চলে এসেছে। আপনি ও ট্রাই করতে পারেন। তবে এটা নিশ্চিত যে দেরিতে হলে ও মোড টা ছলে আসবে ( আপনি চাইলে মোড টা বন্ধ করে দিতে পারেন)
কিছু প্রমানঃ
এটা হলো আমার আইডি। যেটা পেজ এর মত দেখাচ্ছে
রিলস (reels) আসছে কেমনে বুঝবেন? নিছের পিক টা দেখেন
রিলস এ বিডিও দিবেন নিয়মিত (তবে আপনি ভিডিওতে ১০০০ ভিউ হতে হবে এক মাসের মধ্যে, তারপর নোটিফিকেশন আসবে পেমেন্ট ব্যপারে)
আমার ১হাজার ভিউ হয়েছিলো এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি তাই এ ব্যাপারে বলতে পারছি না। হয়তো এর পরে হতে পারে, টিকটক নয় এখন ফেসবুক, ধন্যবাদ ভালো থাকবেন?
You must be logged in to post a comment.