ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়? ফেসবুক থেকে আয়।

আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় ৷

ফেসবুক থেকে ইনকাম করার সহজ নিয়ম। যেগুলোর মাধ্যমে আপনি অনায়াসে মাসে ৪০০০০ থেকে ৫০০০০ টাকা ইনকাম করতে পারবেন।

তাই আরটিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ফেসবুক থেকে কিভাবে খুব সহজে মাসে ৪০০০০ - ৫০০০০ টাকা ইনকাম করা যায়.?

সম্প্রতি ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা অনেক সহজ হয়ে গেছে৷ যে কেউ এই মিডিয়া থেকে অনায়াসে মাসে ৪০০০০-৫০০০০ টাকা ইনকাম করতে পারে ৷

তবে এখানে ইনকাম করতে হলে ধৈর্য এবং দক্ষতা একসাথে থাকতে হবে। যেকোনো একটার কমতি হলে ইনকাম করটা সম্ভব হবে না ৷

আমরা প্রতিদিন ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি চেটিং করে, ভিডিও দেখে বা আড্ডা দিয়ে৷ আর ঠিক সেখানেই অনেক মানুষ হাজার হাজার টাকা ইনকাম করে আমাদেরকে বিনোদন দিয়ে ৷ 

কি..! 

ব্যাপারটা কি অদ্ভুত না..? 

আসলে অদ্ভুতের কিছুই নেই৷ কথা টা একদম সত্যি৷ আজ আমি শিখাবো কিভাবে ফেসবুক থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে হয় ৷

যেখানে আপনি আমি সময় নষ্ট করতে ব্যস্ত সেখানে অন্য আরেকজন ইনকামের জন্য রাস্তা তৈরিতে ব্যস্ত৷ এবং হাজার হাজার টাকা ইনকাম করতে ব্যস্ত।

বর্তমান সময়ে ফেসবুক হচ্ছে একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় 2.3 বিলিয়ন এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

পৃথিবীর সব দেশেই ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যার অংকটা অন্যান্য মিডিয়া ব্যবহারকারীর থেকে অনেক বিশাল এবং এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷

তাই খুব সহজে এখানে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ইনকাম করা যায় ৷

তার জন্য আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না৷ শুধু নিজের ক্রিয়েটিভিটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক গাইডলাইন অনুসরণ করে খুব সহজে ভালোমানের ইনকাম করা যায়৷

তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে ফেসবুক থেকে মাসে ৪০০০০-৫০০০০ টাকা ইনকাম করবেন ৷

ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেঃ এখনকার দিনে সোশাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা করাটা অনেক সহজ হয়ে গেছে ৷

ফেসবুকের ব্যবহারকারীর মধ্যে দেখবেন আপনার ফ্রেন্ডলিস্টে আপনার আশেপাশের এলাকার লোকজন বা আপনার বন্ধুবান্ধব দের সংখ্যা বেশি ৷

আপনি চাইলেই তাদের কাছে আপনার পন্য বা সেবা পৌঁছে দিয়ে ব্যবসা করতে পারেন। এবং এখান থেকে মাসে প্রায় ৩০/৪০ হাজার টাকা ইনকাম করতে পারেন। 

ফেসবুক পেজে ভিডিও কন্টেন্ট আপলোড করার মাধ্যমেঃ এখন ফেসবুকে ইনকাম মানেই হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম।

ফেসবুক পেজে নিজের তৈরি করা ভিডিও কনেন্ট আপলোড করে সেটাকে মনিটাইজেশন করে ইনকাম করা যায়।

সেক্ষেত্রে আপনাকে ৪০০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং পেজে ফলোয়ারের সংখ্যা ১০০০০ হতে হবে৷ এবং এটা 2 মাসের মধ্যে ফিলআপ করতে হবে।

তাহলেই কেবল আপনি আপনার পেজে মনিটাইজেশনের জন্য আ্যপ্লাই করতে পারবেন। 

ফেসবুক গ্রুপ তৈরি করে ইনকামঃ আপনার যদি একটি ফেসবুক গ্রুপ থাকে এবং সেখানে যদি ভালোমানের একটা কমিউনিটি থাকে তাহলে আপনি সেখানে আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে ইনকাম করতে পারেন।

আবার পেজের সাহায্যে এফিলিয়েট মার্কেটিং করেও ইনমাম করতে পারেন৷ সে ক্ষেত্রে আপনি মাসে অনায়াসে ৩০০০০-৪০০০০ টাকা ইনকাম করতে পারেন। 

স্পনসর করে ইনকামঃ আপনার পেজে বা গ্রুপের ফলোয়ার যদি অনেক বেশি হয়।

এবং আপনি যদি ভালো মানের একটা গ্রুপ বিল্ড করতে পারেন অথবা পেজে ভালো মানের কন্টেন্ট আপলোড করেন এবং ভিসিটরও বেশি হয় তাহলে অনেক কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্টসের স্পন্সররের অফার দেবে।

আপনি তাদের কাছ থেকে তার বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন৷ এতে আপনার এবং স্পনসর করা কোম্পানি উভয়েরই লাভ হয়ে থাকে৷ 

ফেসবুক মার্কেটপ্লেসঃ ব্যবসা করার জন্য এখন মানুষ ফেসবুক মারকেটপ্লেস কে প্রথম অপশন হিসেবে বেছে নিয়েছে।

সবাই তাদের নিজেদের পন্য বা সারভিস গুলোকে ফেসবুক মারকেটপ্লেসের মাধ্যমে সেল করাটাকে অনেক বেশি পছন্দ করে।

ক্রন এখানে কোনো প্রকার ইনভেস্ট ছাডাই ভালমানের ক্রেতা পাওয়া যায়৷ এবং কোনো ঝামেলা ছাড়াই পন্য নিজের পছন্দ মতো মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া যায় ৷

ক্রেতারাও এখান থেকে প্রোডাক্ট কিনতে আগ্রহী হোন৷ কারন এখনে নিজের লোকেশন অনুযায়ী পন্য দেখা যায় এবং কেনা যায় ৷ 

এফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক থেকে ইনকামঃ এফিলিয়েট মার্কেটিং হলো বরতমান সময়ের সব থেকে একটি জনপ্রিয় অনলাইন আরনিং মাধ্যম।

এফিলিয়েট মার্কেটিং: এফিলিয়েট মার্কেটিং হল সহজ ভাষায়, অন্য কোনো প্রতিষ্ঠানের পন্য, নিজের মারকেটিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিক্রি করে দেওয়া এবং তাদের কাছে থেকে কমিশন নেওয়া৷ অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো তাদের এফিলিয়েট পার্টনারদের হাইকমিশন দিয়ে থাকে।

এসব ওয়েবসাইটে এফিলিয়েট মার্কেটিং করে হাজার হাজার মানুষ অনলাইন থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

সবথেকে ভালো কয়েকটি এফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের মধ্যে Amazon, Worrior plus, Nuttriprofit, Dgstore, Jvzoo, ইত্যাদি।

ফেসবুকের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার রাস্তা এখন অনেক সহজ৷ আমি আগেই বলেছি বরতমানে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৩ বিলিয়নেরও বেশি ৷

এবং এতে প্রায় পৃথিবীর সব দেশেরই ব্যবহারকারী রয়েছে ৷

আপনি অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করার জন্য যে দেশকে টারগেট করবেন সেই দেশের ইউজারদের কাছেই নিজের পন্যকে প্রোমোট করতে পারেন৷ এবং নিজের এফিলিয়েট কমিশন আদায় করতে পারেন৷

ফেসবুক রিলস প্রোগ্রাম দিয়েঃ সম্প্রতি ফেসবুক তাদের ইউজারদের জন্য নতুন একটি ইনকামের পথ বের করেছে, আর সেটি হচ্ছে ফেসবুক রিলস।

এই রিলস প্রোগ্রামের জন্য আপনাকে কোনো পেজের দরকার হবে না৷ এখানে শুধু আপনার ফেসবুক প্রোফাইলই যথেষ্ট৷

আপনি যেভাবে আপনার টিকটকে ভিডিও আপলোড করেন ঠিক সেভাবে এখন ফেসবুক প্রোফাইলেও ভিডিও কন্টেন্ট আপলোড করে ইনকাম করা যায় ৷

সেই কন্টেন্টে ফেসবুক অ্যাড শো করে সেই অ্যাড এর ব্যনিফিট থেকে আপনাকে একটা অংশ দেবে৷ আর এই পদ্ধতিটি অনেক সহজ৷! 

পরিশেষে, টেকনলজি দিন দিন আপডেট হচ্ছে। আর তার সাথে ফেসবুকও। তাই এগুলোর ইউজারদেরকেও আপডেট হতে হবে।

তাহলেও কেবল এখানে নিজের জায়গা করে নেওয়া সম্ভব। নাহলে বোকার মতো ইনকামের চেষ্টা করা শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।

আমার লিখাটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার কোন ধরনের কন্টেন্ট ভালো লাগে সেগুলো সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। আমি সে অনুযায়ী কন্টেন্ট লিখবো। ধন্যবাদ,,

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles