আজকে এমন তিনটি সাইট নিয়ে আলোচনা করব যেখানে যে কেউ যে কোন দেশ থেকে একাউন্ট খুলে সহজ কিছু কাজ করে বিট কয়েন অথবা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি উপার্জন করে যে কোন ক্রিপ্টো ওয়ালেট এ তুলে নিতে পারবে। এই কাজ গুলো এতটাই সহজ যে মুভি দেখার পাশাপাশি অথবা ফেসবুক চালানোর পাশাপাশিও আপনি এই কাজ গুলো করতে পারবেন।
তবে বলে রাখা ভালো এই কাজ করে সংসার চালানো সম্ভবনা। কিন্তু হাত খরচ ভালো ভাবেই চালানো সম্ভব যদি আপনি সিরিয়াসলি কাজ করতে পারেন।কাজ করতে প্রয়োজন হবে ল্যাপটপ অথবা কম্পিউটারের। এগুল না থাকলে নরমাল এন্ড্রয়েড ফোন দিয়েও আপনি কাজ গুলো করতে পারবেন তবে সময় লাগবে বেশি।
আজকে যে সাইট গুলো নিয়ে আলোচনা করবো সেগুলতে যে কোন পেশার মানুষ কাজ করতে পারবেন। আর প্রতিটা সাইটেই রেফারেল অপশন দেয়া আছে। আপনি যদি কাউকে আপনার রেফারেল লিংক দিয়ে সাইনআপ করান সেক্ষেত্রে আপনি তার কাজের কিছু অংশ বোনাস হিসেবে পাবেন কিন্তু তার ইনকাম একটুও কমবেনা।
যাই হোক মূল কোথায় আসা যাক। আজকে প্রথম যে সাইটটি নিয়ে আলোচনা করবো সেটার নাম—adBTC. আপনারা এই সাইটটির সাথে অনেকেই আগে থেকেই পরিচিত হয়ে থাকবেন।
সাইটটি মার্কেটে দীর্ঘদিন ধরে আছে। আমি নিজে এই সাইট থেকে গত ১ বছরে ১০০+ ডলার ইনকাম করেছি। বর্তমান মার্কেটে এই সাইটটার মত এত বেশি পরিমান শাতোশি অন্য কোন সাইট দেয় না।
তাই এই সাইটটিকে সব চেয়ে ভালো ও বিশ্বস্ত সাইট এর খেতাব নির্দ্বিধায় দেয়া যায়। সাইটটিতে একাউন্ট খোলা খুবই সহজ। আপনারা চাইলে এই লিংক থেকে সাইন আপ করতে পারেন–https://r.adbtc.top/1989512
শুধু সাইন আপ অপশন এ ক্লিক করে ইউজার নেম দিতে হবে ইমেইল দিতে হবে আর মনের মত একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপর ওকে তে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেসন কোড যাবে সেটা এনে বসিয়ে ওকে তে ক্লিক করলেই লগইন হয়ে যাবে। এর পর স্ক্রিন টা এরকম দেখতে হবে—
Start earning এ ক্লিক করার পর অন্য একটি পেজ ওপেন হবে —-
এখানে হলুদ অপশন এ ক্লিক করে কাজ শুরু করতে হবে। তার আগে একটা গুণ অথবা যোগ করতে বলবে সেটার উত্তর দিয়ে সাবমিট করলেই অ্যাড চলে আসবে।
অ্যাড আসার পর এরকম দেখাবে–
এখন লাল দাগ দেয়া ওপেন অপশন এ ক্লিক করলেই অ্যাড ওপেন হয়ে যাবে আর মজার ব্যাপার আপনার এই অ্যাড দেখতেও হবে না শুধু ওপেন করে আপনি আপনার মত মুভি দেখেবেন অথবা নিজের প্রয়োজনীয় কাজ করবেন। অ্যাড এর টাইম শেষ হয়ে গেলে পূর্বের অ্যাডটি কেটে দিয়ে নিউ অ্যাড ওপেন করে দিবেন।
আর ব্যালেন্স অটো আপনার একাউন্টে অ্যাড হয়ে যাবে। টাইমার শেষ হওয়ার আগে অ্যাড কেটে দিলে ব্যালেন্স অ্যাড হবেনা। যারা এখানে পর্যাপ্ত সময় দিতে পারবে তাদের ইনকাম টাও বেশি হবে।
এবার আসা যাক দ্বিতীয় সাইটটির আলোচনায়। আজকে দ্বিতীয় যে সাইটটি নিয়ে আলোচনা করবো সেটার নাম Coinpayu. মার্কেটে ক্রিপ্টো দেয়ার ব্যাপারে adBTC এর পরেও Coinpayu এর অবস্থান। এছাড়া বিশ্বস্ততার ব্যাপারে এই দুটো সাইটের তুলনা হয়না। আপনার উপার্জন করা টাকা আপনি অবশ্যই হাতে পাবেন।
বর্তমানে ক্রিপ্টো সাইট গুলোর তালিকায় সবার শীর্ষে থাকা এই দুটো সাইটে আপনি কাজ করলে, অনলাইন থেকে টাকা উপার্জনের আনন্দটা অবশ্যই অনুভব করতে পারবেন। এই সাইটে একাউন্ট করার জন্য আপনাকে প্রথমে–https://www.coinpayu.com/?r=tanvirsun এই লিংকে গিয়ে সাইন আপ করে নিতে হবে।
লগইন করার পর স্ক্রিন টা দেখতে এরকম হবে—
হাতের বামে ওপরে Dasboard অপশন ে আপনার মাইন ব্যালেন্স দেখাবে। তার নিচে view ads র ক্লিক করলে আরও তিনটি অপশন দেখাবে—
হলুদ দাগ দেয়া তিনটি অপশন এই আপনার জন্য অনেক অ্যাড থাকবে সেগুল ক্লিক করে ওপেন করে রাখতে হবে। টাইমার শেষ হয়ে গেলে পূর্বের অ্যাড কেটে দিয়ে নিউ অ্যাড ওপেন করতে হবে। এছাড়া প্রতি ১ ঘণ্টা পর পর Faucet অপশন এ প্রবেশ করে চারটি করে captcha করে চারটি ভিন্ন রকমের ক্রিপ্টো ইনকাম করতে পারবেন যা পরে দলারে পরিবর্তন করে তুলে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ছবিটি দেয়া হল—
এই সাইট গুলতে যা উপার্জন করবেন সেটা তোলার জন্য আপনার অবশ্যই একটা coinbase wallet or payeer wallet or faucetpay or blockchain wallet থাকতে হবে।
adBTC তে আপনি রুবল ও বিট কয়েন উপার্জন করতে পারবেন। Coinpayu তে আপনি অনেক ধরনের ক্রিপ্টো উপার্জন করতে পারবেন। তবে ক্রিপ্টো উইথ ড্রলের লিমিট অনেক বেশি হওয়ায় আপনি ক্রিপ্তকে ডলারে পরিবর্তন করে নিতে পারেন। এতে আপনি মারত এক ডলার হলেই টাকাটা তুলে নিতে পারবেন।
কিন্তু ক্রিপ্টো তুলতে সর্বনিম্ন ২০ ডলার জমাতে হবে। এই দুটো সাইট থেকে আমি ব্যক্তিগত ভাবে অনেক টাকা তুলেছি, এখনও কাজ করছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেয।
You must be logged in to post a comment.