কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং করে আয় করার এ টু জেড গাইডলাইন।

আস্সালামু আলাইকুম।প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের একটি বেশ জনপ্রিয় টপিক নিয়ে আর সেটি হলো কন্টেন্ট রাইটিং।

এই পোষ্টে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কন্টেন্ট রাইটিং কি?এবং কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়।

ত চলুন বন্ধুরা আর কথা না বারিয়ে চলে যাই আমাদের মূল আলোচনায়।

সূচনা :-

বর্তমানে অনলাইন সেক্টরের সবচেয়ে জনপ্রিয় পেশার নাম হচ্ছে কন্টেন্ট রাইটিং। এখন এমন অনেক মানুষ আছেন যারা শুধু মাত্র কন্টেন্ট রাইটিং করেই ঘরে বসে প্রচুর পরিমান আয় করছেন এবং নিজের সফল ক্যারিয়ার ও গড়তে পেরেছেন।

বর্তমানে সবাই চায় অনলাইন থেকে বাড়তি কিছু আয় করতে চায়।আবার এমন অনেক ছাত্র ছাত্রী, কর্মজীবী, গৃহিণী রয়েছেন যারা লেখা লেখি করতে পছন্দ করেন।

তবে, আপনারা কি জানেন আপনাদের এই পছন্দের বা শখের লেখা লেখিই হতে পারে আপনার অনলাইন আয়ের একটি সেরা মাধ্যম।

তাই যারা কন্টেন্ট রাইটিং করে আয় করতে নিজেদের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে চান তাদের জন্য রয়েছে সর্ম্পূন গাইডলাইন আমার আজকে এই পোষ্টটিতে।

 এই পোষ্টটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কন্টেন্ট রাইটিং কি?কন্টেন্ট রাইটারের কিকি যোগ্যতা প্রয়োজন? কন্টেন্ট রাইটিং করে ঘরে বসে আয় করার উপায়। ইত্যাদি সর্ম্পূণ গাইডলাইন রয়েছে এখানে।

ত আশা করছি এই পোষ্টটি যদি আপনারা শেষ পর্যন্ত ভালো ভাবে পড়েন, তবে ইনশা আল্লাহ আপনারা সবাই অনেক উপকৃত হবেন।

লেখাটিতে যা আছে:-

১/ কন্টেন্ট রাইটিং কি?

২/ কিভাবে কন্টেন্ট রাইটিং শুরু করব?

৩/ একজন কন্টেন্ট রাইটারের কি কি যোগ্যতা প্রয়োজন?

৪/ কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়।

৫/ কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায়?

৬/ কন্টেন্ট রাইটিং জব কোথায় খুঁজবেন।

৭/ কন্টেন্ট রাইটিং কিকি ধরনের হতে পারে?

৮/ ভালো কন্টেন্ট রাইটিং তৈরির উপায়।

৯/ পেশা হিসাবে কন্টেন্ট রাইটিং।

১০/ শেষ কথা।

১/ কন্টেন্ট রাইটিং কি?

কন্টেন্ট রাইটিং মূলত হলো যখন কোন নির্দিষ্ট বিষয়কে আপনি লেখার মাধ্যমে প্রকাশ করেন।

সাধারনত বেশির ভাগ লোকই কন্টেন্ট রাইটিং বলতে অ্যাটিকেল রাইটিং কেই বুঝে থাকেন।তবে ব্লগ পোষ্ট,অ্যাটিকেল, পডকাস্ট কিংবা অন্য কোন প্ল্যাটফর্ম যেমন:- ফেসবুক, টুইটারের জন্য তৈরি কন্টেন্ট ও কন্টেন্ট রাইটিং এর অন্তভূক্ত।

২/ কিভাবে কন্টেন্ট রাইটারর হওয়া যায় ?

কন্টেন্ট রাইটার হওয়া তেমন কোন বেপার নয়।আপনি যদি ভালো পড়ালেখা জানেন তবে আপনি খুব ভালো একজন কন্টেন্ট রাইটার হতে পারবেন। 

তবে একজন ভালো কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আপনাকে ধাপ গুলো অনুসরন করতে হবে তা নিচে উল্লেখ করা হলো।

>> প্রথমে আপনি নিজের পছন্দের বিষয় নির্বাচ করে নিন। মানে যে বিষয়ে আপনার ভালো জ্ঞান রয়েছে সেই বিষয়।

>> সব সময় আপনাকে ক্রিয়েটিভ হতে হবে।নিত্যনতুন কৌশল অবলম্ভন করতে হবে।

>> প্রতিদিন নতুন নতুন লেখা লিখুন। এবং নিজের ভূল খুঁজে তা শুধরানোর চেষ্টা করোন।

>> প্রয়োজনে বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে তাদের আর্টিকেল গুলো থেকে ধারনা নিন।

>> কন্টেন্ট রাইটিং করার সময় পড়ার অভ্যাস গড়ে তুলুন।

>> আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবেন সেই বিষয়ে রিসার্চ করে একটি তথ্যবহুল আর্টিকেল তৈরি করোন।

ত বন্ধুরা আপনারা যদি উপরোক্ত ধাপ গুলো অনুসরন করেন তবে ইনশা আল্লাহ আপনি ও একজন ভালো কন্টেন্ট রাইটার হতে পারবেন।

৩/ একজন কন্টেন্ট রাইটারের কি কি যোগ্যতা প্রয়োজন?

যে কেউ চাইলে কন্টেন্ট রাইটার হতে পারবে।তবে কন্টেন্ট রাইটারের যে যোগ্যতা গুলোর প্রয়োজন হবে তা নিম্নে উল্লেখ করা হলো।

  • শিক্ষাগত যোগ্যতা।
  • কম্পিউটার টাইপিং।
  • বয়স।
  • ইংরেজি দক্ষতা।
  • গ্রামার।

* শিক্ষাগত যোগ্যতা।

আপনি যদি একজন পেশাদার কন্টেন্ট রাইটার হতে চান তবে আপনাকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

তবে কোন প্রতিষ্টানে চাকরি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ।তবে অনলাইনে কাজ করার জন্য তেমন কোন ড্রিগ্রীর প্রয়োজন হবে না।

* কম্পিউটার টাইপিং।

অনলাইনে কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করার জন্য অবশ্যই আপনাকে ভালো কম্পিউটার টাইপিং জানতে হবে।

কেননা আপনার কম্পিউটার টাইপিং যত ভালো হবে আপনার আয় তত বৃদ্ধি পাবে।

* বয়স।

কন্টেন্ট রাইটিং কোন বয়সের উপর নির্ভর করে না। আপনি স্বাধীন ব্লগ সাইটে যে কোন বয়সেই কন্টেন্ট লিখতে পারবেন।

কিন্তু কোন প্রতিষ্টানে চাকরি করার ক্ষেতত্রে বয়স সর্বনিম্ন ২২-২৩ উল্লেখ থাকে।

* ইংরেজি দক্ষতা।

একজন ফ্রিল্যান্সার কে অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষ হতে হবে।

কারন বেশির ভাগ ফ্রিল্যান্সিং সাইট যেমন:- ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম,আপ-ওর্য়াক এগুলো সব বিদেশি সাইট হওয়ায় এখানে বাংলা ভাষা ব্যবহারের কোন সুযোগ নেই।

* গ্রামার। 

আপনি যে ভাষায় কন্টেন্ট লিখুন সেটি বাংলা বা ইংরেজি সেই ভাষার গ্রামার সর্ম্পকে আপনার ভালো দক্ষতা থাকতে হবে।

কারন আর্টিকেলে ভুল গ্রামার ব্যবহার করার কারনে পাঠকরা আপনার লেখাটি পড়ার আগ্রহ হারাতে পারে।

৪/ কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়।

প্রথমেই আমি আপনাদের বলেছি কন্টেন্ট রাইটিং একটি সম্মানজনক পেশা।আর তাই বর্তমানে এই পেশার খুব চাহিদা ও রয়েছে। আর তার কারন হলো কাজের বিনিময়ে টাকা। 

আপনারা জানলে অবাক হবেন যে, একজন মানসম্মত রাইটার তার প্রতি 1000 ওর্য়াডের কন্টেন্ট  লেখার জন্য 1k-1.5k পর্যন্ত চার্জ নিয়ে থাকে।

আর এই ভাবে বিবেচনা করলে এখানে আপনাকে প্রতি ১টি ওর্য়াডের জন্য ১টাকা দিয়ে থাকে। 

তবে এখন আপনি নিজেই চিন্তা করে দেখুন একজন মানসম্মত রাইটার হয়ে এখান থেকে আপনি কত টাকা আয় করতে পারবেন।

৫/ কন্টেন্ট রাইটিং করে মাসে কত টাকা আয় করা যায়?

 প্রায় বেশির ভাগ লোকেরই একটি কমন প্রশ্ন, কন্টেন্ট রাইটিং করে আয় কেমন হবে? তবে এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ সহজে দিতে পারবে না।

কারন তা নির্ভর করে অনেক গুলো বিষয়ের উপর। যেমন:-

  • আপনি কোন ধরনের কন্টেন্ট লিখছেন।
  •  কোন ফরম্যাট ব্যবহার করছেন।
  • কোন ভাষায় কন্টেন্ট লিখছেন।
  • কোন কোম্পানি জয়েন করেছেন।

ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। তবে আপনাদের বুঝার সুবির্ধাতে কিছু ধারনা দিচ্ছি।

একজন রাইটার মুটামুটি ৬মাস পর থেকে ইনকাম শুরু করেন।সেখানে বাংলা কন্টেন্টে ১০০০ ভিজিটরের জন্য গড়ে ১-২$ ডলার পেয়ে থাকেন।

অন্যদিকে ইংরেজি কন্টেন্টে ১০০০ ভিজিটরের জন্য ৫০-১০০ $ ডলার বা তার থেকে বেশি পেয়ে থাকেন।

তবে একজন ফ্রিল্যান্সার কন্টেন্ট রাইটার প্রথমে ৫$ ডলারে কাজ শুরু করেন।এবং কয়েকটি কাজের পর প্রতি কাজের জন্য ২০-৩০$ ডলার পর্যন্ত নেন। এবং পরর্বতীতে তার পরিমান আর ও বৃদ্ধি পেতে পারে। 

৬/ কন্টেন্ট রাইটিং জব কোথায় খুঁজবেন।

কন্টেন্ট রাইটিং এর বর্তমানে অনেক সুবিধা রয়েছে। কন্টেন্ট রাইটিং জব খুঁজার অনেক প্লাটফর্ম আছে। যেমন:-

  • ফেসবুক গ্রুপ।
  • চাকরির পত্রিকা।
  • ফেসবুক জব।ইত্যাদি

ফেসবুক গ্রুপ:-

কন্টেন্ট রাইটিং জব খুঁজার জন্য ফেসবুক গ্রুপ  হতে পারে আপনার জন্য সেরা উপায়।কারন বর্তমানে দেশী বিদেশী অনেক কন্টেন্ট রাইটারদের ফেসবুক গ্রুপ রয়েছে।

সেখানে তারা তাদের কাজের ডিটেলস দিয়ে রাইটার বা লেখক হায়ার করে থাকে।

চাকরির পত্রিকা:-

আপনি যদি এধরনের কাজ পার্ট টাইম বা ফুল টাইম করতে চান তবে নিয়মিত চোখ রাখুন চাকরির পত্রিকায়।কারন চাকরির পত্রিকায় বিভিন্ন কোম্পানি লেখক নিয়োগের সার্রকুলার দিয়ে থাকে।

ফেসবুক জব:-

বর্তমানে ফেসবুকে একটি অপশন রয়েছে ফেসবুক জব নামে।সেখানে রাইটার, কন্টেন্ট রাইটিং,আর্টিকেল রাইটিং ইত্যাদি লিখে সার্চ করলেই বিভিন্ন জব পোষ্ট আপনার সামনে চলে আসবে।

সেখান থেকে আপনি আপনার পছন্দের জব বেঁচে নিয়ে কাজ করতে পারবেন।

৭/ কন্টেন্ট রাইটিং কিকি ধরনের হতে পারে?

কন্টেন্ট রাইটিং বিভিন্ন ধরনের হতে পারে।যেমন:-

  1. স্ক্রিপ রাইটিং।
  2. ই-বুক রাইটিং।
  3. এফিলিয়েট কন্টেন্ট রাইটিং।
  4. প্রডাক্ট রিভিউ রাইটিং।
  5. ট্রান্সলেশন।
  6. একাডেমিক কন্টেন্ট রাইটিং।
  7. নিউজ কন্টেন্ট রাইটিং।
  8. ব্লগ রাইটিং।
  9. ট্যাকনিকেল কন্টেন্ট রাইটিং।ইত্যাদি

৮/ ভালো কন্টেন্ট  তৈরির উপায়।

কাজ খুঁজে বের করার পর আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে।তবে বেশ কয়েকটি উপায় আছে যে গুলো অনুসরন করে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন।নিচে তা উল্লেখ করা হলো।

  • বিভিন্ন ভালো ভালো লেখা পড়ে সেগুলো থেকে ধারনা নেওয়া।
  • অন্য কারো বা অন্য কোন সাইটের লেখা কপি পেষ্ট না করে কন্টেন্ট তৈরি করা।
  • শুদ্ধ বানান ও গ্রামার ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা।
  • নির্দিষ্ট বিষয়ের উপর তথ্যবহুল কন্টেন্ট তৈরি করা।
  • কোন বিষয়ে নিশ্চিত না হয়ে তথ্য দেওয়া থেকে বিরত থাকা।
  • ছোট ছোট প্যারাগ্রাফ আকারে কন্টেন্ট তৈরি করা।
  • যর্থাথ কিউওর্য়াড ব্যবহার  করা।
  • এবং নিয়মিত চর্চা করা।

৯/ পেশা হিসাবে কন্টেন্ট রাইটিং।

অনেকে তাদের লেখালেখি করার নেশাকে নিজের পেশা হিসাবে বেঁচে নিয়ে নিজের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পেরেছেন।

একজন প্রফেশনাল রাইটার সাধারনত কোন ওয়েব সাইটে বা পত্রিকার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করেন। আর মূলত এটাই তাদের পেশা। 

বর্তমানে আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা ঘরে বসে কন্টেন্ট রাইটিং করে মাসে প্রচুর পরিমান  টাকা আয় করতে সক্ষম হয়েছেন।

আর তাই আপনি  ও যদি লেখালেখি করতে ভালোবাসে বা লেখালেখি যদি হয়ে থাকে আপনার নেশা, তবে আজই এই নেশাকে আপনার পেশা হিসাবে বেচে নিতে পারবেন।

এক নজরে দেখে নেই একজন কন্টেন্ট রাইটার।

সাধারন প্রদবী:- কন্টেন্ট রাইটার,কন্টেন্ট ডেভেলপার,কন্টেন্ট ক্রিয়েটর।

বিভাগ:-মার্কেটিং, বিজ্ঞপন ও সেলস; গনমাধ্যম।

প্রতিষ্টানের ধরন:- প্রাইভেট ফার্ম/কোম্পানি, ফ্রিল্যান্সিং।

ক্যারিয়ারের ধরন:- পার্ট-টাইম,ফুল-টাইম।

লেভেল:- এন্ট্রি,মিড।

এন্ট্রি লেভেলে সম্ভাব্য অভিজ্ঞতা সীমা:- ০-১ বছর।

এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন:- ১০০০০- কাজ, অভিজ্ঞতা,প্রতিষ্টান সাপেক্ষ।

এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স:- ২২-৩০ বছর।

মূল স্কিল:- সুন্দর ও আর্কষনীয় করে লিখতে জানা,গবেষণা করার দক্ষতা।

বিশেষ স্কিল:- অনলাইনে লেখার পারদর্শীতা।

১০/শেষ কথা।

ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা কন্টেন্ট রাইটিং নিয়ে। 

ত আশা করছি ইনশা আল্লাহ পোষ্টটি আপনাদের অনেক উপকারে আসবে।

কারন, আজকের এই পোষ্টে আমি বিস্তারিত আলোচনা করে কন্টেন্ট রাইটিং সর্ম্পকে।এখানে আলোচনা করা হয়েছে কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং করে আয় করার উপায়,কিভাবে কন্টেন্ট রাইটার হওয়া যায়? 

কিভাবে একটি মানসম্মত কন্টেন্ট তৈরি করা যায়?  পেশা হিসাবে কন্টেন্ট রাইটিং ইত্যাদি নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেছি।

তাই আশা করছি এই পোষ্টটি পড়ার পর কন্টেন্ট রাইটিং সর্ম্পকে আপনারা সহজেই ভালো ধারনা লাভ করতে পারবেন।

এবং আপনারা ও কন্টেন্ট রাইটিংকে নিজেদের পেশা হিসাবে বেঁচে নিতে পারবেন।এবং এখান থেকে ভালো পরিমানে আয় করতে পারবেন।

আর আশা করছি আপনারা যদি আমার আজকের পোষ্টটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়েন তবে ইনশা আল্লাহ আপনারা সবাই অনেক উপকৃত হবেন।

আর আপনাদের যদি আমার আজকের পোষ্ট সর্ম্পকে কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আর যদি পোষ্টটি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি কোন উপকারে আসে তবে বেশি বেশি করে পোষ্টটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার উপায় করে দিন।

ত বন্ধুরা আবার ও নতুন কোন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।ত আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন,নিরাপদে থাকবেন,আর আমার জন্য দোয়া করবেন।

আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Sayhanur Rahman - Sep 19, 2021, 9:30 PM - Add Reply

Good post

You must be logged in to post a comment.
Johura - Sep 19, 2021, 9:32 PM - Add Reply

Tnx.

You must be logged in to post a comment.
mamunislam - Sep 27, 2021, 12:28 AM - Add Reply

education সম্পর্কে তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন - https://www.lekhaporarkotha.xyz

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।