ফেইসবুক পেইজ ব্যবহার করে বিজনেস

ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং এর মধ্যে #ফেসবুক_পেইজ  অনেক বেশি জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এই ফেসবুক পেইজ কে কাজে লাগিয়ে প্রতিদিন অনেক নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠছেন।কিন্তু,এর মধ্যে সবাই না হলেও বেশির ভাগ ই অন্যকে ফলো করে বিজনেস করছি।

আমরা কি জানি? পৃথিবীজুড়ে ৩৪২ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর ৫২% অর্থাৎ ১৮৬ কোটি মানুষ ফেসবুকের সাথে যুক্ত।

 যার মধ্যে ১২৩ কোটি দৈনিক সক্রিয় ব্যবহারকারী, যা পৃথিবীতে সবোর্চ্চ। এমনকি বাংলাদেশের ক্ষেত্রেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা নেহাত কম নয়। ফেসবুক এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৫ কোটি ৪০ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করে।

প্রায় ২০০ কোটি মানুষের এ প্লাটফর্ম ফেসবুক তাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম, একইসাথে সবচেয়ে বড় সোশাল বিজনেস প্লাটফর্মও।

তাই সম্পূর্ণ ঝামেলামুক্তভাবে এবং কোনো প্রকার পূর্ব আর্থিক বিনিয়োগ ব্যতীত সম্পূর্ণ বিনামূল্যে টার্গেডেট অডিয়েন্সের কাছে আপনার পণ্যের ব্রান্ডিংয়ের জন্য ফেসবুক পেইজ  হতে পারে সবথেকে কার্যকরী ও নিরাপদ মাধ্যম।

ফেসবুকে কোনো পেজকে বিজনেস পেইজ সুন্দর করে তোলার জন্য কী কী করা উচিত?

বর্তমানে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক।

কিভাবে আপনি আসলে আপনার ফেসবুক পেইজকে জনপ্রিয় করে তুলতে পারেন?

প্রথম সবার আগে দরকার একটা বেসিক কাস্টমাইজেশন। আপনার ফেসবুক পেইজের সাধারণ কিছু কাস্টমাইজেশন করলে পেইজ জনপ্রিয়তা পাবে৷

যেমনঃ

১) পেইজের সুন্দর ও স্মার্ট এবং শর্ট একটা নাম রাখা। (এটার জন্য বিজনেস নেম বা যে রিলেটেড সার্ভিস বা পণ্য দিবেন)

২) পেইজের কাস্টম লিংক তৈরী করা

৩) পেইজের সুন্দ  ডেসক্রিপশন, এবাউট, ও অন্যান্য সোশাল একাউন্ট গুলো সংযুক্ত করা(What's app, Instragram, Messenger,) 

৪) পেইজের একটি সুন্দর কভার ও সুন্দর প্রোফাইল পিকচার দেওয়া, যা আকর্ষণীয়

৫) এবার আসি ফেসবুক পোস্টে৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা,

পোস্ট দেওয়ার ক্ষেত্রে যদি সঠিক হয় তাহলেই পেইজ গ্রো হবে৷

পোস্ট ধীরে সুন্দর ছবি, বানানশৈলী ঠিক রাখুন, সৃজনশীলতা আনুন লেখায়, অবশ্যই ভাল রেজুলেশন এর ছবি ব্যবহার করুন৷

যদি ইনফরমটিভ পেইজ হয়, তাহলে পেইজের পোস্টকে অনেক বেশি ইনফরমেশন দিয়ে রিচ করুন৷

এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো পোস্ট দেওয়ার সময়! সবসময় পোস্ট দিলে জনপ্রিয়তা পায় না৷ বিশেষ করে যখন আপনি পোস্ট দিলেন তখন আপনার অনুসরণ কারীদের একটিভ থাকা চাই, যাতে সহজেই দ্রুত লাইক পরে ও ফেসবুক অ্যালগরিদমে যুক্ত হয়৷

তাই, সকাল ৮ টা, ১০ টা, ১২ টা, বিকাল ৪ টা, সন্ধ্যা ৬ টা, রাত ৯ টা, রাত ১১.৩০। এই সময়গুলো পোস্ট দেওয়ার জন্য খুবই  উপযোগী।

ফেসবুক পেইজে রেগুলার পোস্ট দিন।

দৈনিক একটা নূ্ন্যতম তো দিবেনই সাথে তিনটা বা চারটা হলে ভাল হয়৷

ফেসবুকে ভিডিও ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হোন, যদি কপিরাইট কনটেন্ট বা কপি করা ভিডিও ও সাউন্ড যুক্ত জিনিস ফেসবুকে আপলোড দেন তাহলে ফেসবুক আপনার পেইজের রিচ কমিয়ে দিবে ৷

তাই নিজের বানানো কপিরাইট ছাড়া কনটেন্ট এর প্রতি মনোযোগী হোন৷

এখন আসি ফেসবুকে আলাদা আলাদা পেইজ টার্গেটকারীর জন্য আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে৷

এটার উত্তর দুজনের জন্য দু ধরণের হতে পারে

আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হোন তাহলে ফেসবুকে জনপ্রিয় হওয়ার জন্য আপনার কনটেন্ট এর উপর নজর বেশি দিন৷

সাম্প্রতিক বিষয়াদি, যেগুলো বেশি চলে, এবং যেগুলো ইউনিক, কপি করা না বা ফেসবুকে এর আগে শেয়ার করা হয়নি সে ধরনের কনটেন্ট দিতে পারেন৷

আর আপনি পেইজ খুলে কনটেন্ট দিলেই তো হবে না কিছু বেসিক জিনিস লাগবে৷ সেগুলো পূরণ করুন৷

ভিডিও আপলোড দেওয়ার সময় উপরে বর্ণিত বিষয়বস্তু মেনে চলার পাশাপাশি আরও কিছু বিষয় খেয়াল করুন! যেমনঃ

#ভিডিও এর শর্ট ও সুন্দর টাইটেল দেওয়া।#একটি ভাল থাম্বনেল যুক্ত করা

#ভিডিও রেজুলেশন

#উন্নত মানের ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি

#ভিডিও এর পিছনে বা কথার পিছনে বেকগ্রাউন্ড সাউন্ড সংযুক্ত করা ইত্যাদি

 যদি আপনি ব্যবসা বা প্রতিষ্ঠান এর জন্য খুলে থাকেন যার পোস্ট রিচ করা দরকার,

সেক্ষেত্রে পোস্টের ছবির দিকে মনোযোগী হোন৷ 

আরর ব্যবসার ক্ষেত্রে দামের দিকে লক্ষ্য দিয়ে অফার দিতে পারেন৷

এগুলো আপনি করলেন ফেসবুক পেইজের জন্য বেসিক হিসেবে। কিন্তু ফেসবুকে তো হাজার হাজার পেইজ, তাই হঠাৎ করে ফেসবুকে জনপ্রিয়তা পাওয়া সম্ভব না৷ তাই কিছু বিষয়ের উপর নজর দিতে পারেন-

ফেসবুক পেইজ বিভিন্ন জায়গায় শেয়ার করা, গ্রুপে শেয়ার করা, বন্ধুদের ইনভাইট করা।

পোস্টে প্রথমদিকে লাইক কমেন্ট কম আসবে, সেগুলো বাড়ানোর দিকে নজর দিন৷ সম্ভব হলে কাছের মানুষদের অনুরোধ করা যেতে পারে লাইক কমেন্ট করার জন্য৷ কমেন্ট করলে রিচ ও engagement ভাল হয়৷

আর সবার শেষে বলতে চাই, এগুলো মানার পর শতকরা ৩০-৪০% মানুষ সফল হয়৷ আপনাকে ভিউয়ার্স আনার জন্য ফেসবুকে বুস্ট করতেই হবে৷ ওদের অ্যালগরিদমটাই এমন৷ বুস্ট করার পর রিচ এমনিই বাড়িয়ে দেয় ৷ 

 ৫০-১০$ বুস্ট করালে আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকে ৭০-৮০% বা তারও বেশি, সেটা কনটেন্ট এর উপর ভিত্তি করে৷ তবে বুস্ট অবশ্যই দক্ষ কাউকে দিয়ে করানো উচিত৷

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Firoj - Mar 24, 2023, 12:13 PM - Add Reply

Hobe.firoj

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ