বিকাশ একাউন্ট লক হয়ে গেলে কি করবেন: বর্তমান সময়ে সবচেয়ে সহজ এবং বহনযোগ্য নেট ব্যাঙ্কিং হিসেবে আমরা বিকাশ কে ব্যবহার করে থাকি।
কিন্তু একাউন্টটি সুরক্ষিত রাখার জন্য আমরা কিছু সংখ্যক সংখ্যা দিয়ে পিন ব্যবহার করে থাকি। কি হবে যদি আমরা বিকাশ একাউন্টের পিন ভুলে যাই।
অথবা কোন অন্য লোক যদি তিনবারের বেশি ভুল পিন দেয় হলে একাউন্ট লক হয়ে যায়। যদি আপনি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আমার লেখাটা শেষ পর্যন্ত পড়ুন।
পিন রিসেট করার জন্য তিনটি মাধ্যম রয়েছে।
১। ইউএসএসডি(*247#) ডায়াল করে।
২। বিকাশের হট লাইন নাম্বারে (১৬২৪৭) ফোন করে।
৩। অথবা বিকাশ কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে।
এসবের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে লাইভ চ্যাটের মাধ্যমে।
আজকে আমি শিখাবো লাইভ চ্যাটের মাধ্যমে কিভাবে পিন রিসেট করা যায়।
যা আগে জানতে হবে।
১। আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে
২যে আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলা হয়েছে সেই আইডি নাম্বার
প্রথমে ক্রম ব্রাউজারে গিয়ে সার্স করতে হবে
bkash live chat লিখে যে ফলাফল টি আসবে নিচের দিকে দেখতে পাবেন লাইভ চ্যাট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে বিকাশের পেজে নিয়ে আসবে লাল বাটন টিতে ক্লিক করুন।
মেসেঞ্জারের মতো ইন্টারফেস আসবে নিচে লেখার অপসন পাবেন।
সেখানে লিখবেন (আমার বিকাশ একাউন্ট লক হয়ে গেছে) আর কিছু লেখার দরকার নেই।
উত্তরের অপেক্ষায় থাকুন। উত্তরে যে প্রশ্ন করবে তার উত্তর গুলো সঠিক ভাবে দিবেন। যেমন একাউন্ট নম্বর মানে মোবাইল নাম্বার টি দিবেন।
এন আই ডি মানে যে আইডি কার্ড দিয়ে বিকাশ খোলা হয়েছে শেটার নাম্বার।
বর্তমানে আপনার বিকাশে কত টাকা আছে। যদি জানা না থাকে তাহলে কারো বিকাশ থেকে আপনার বিকাশে ৫০ টাকা সেন্ড মানি করে নিবেন।
তাহলে যে মেসেজ টি আসবে সেখানে নিচে লেখা থাকবে বর্তমানে কত টাকা আছে আপনার বিকাশে
এসব তথ্য দিলে তারা নিজেই আপনাকে কল দিবে বা আপনাকে মেসেজ করে একটা পিন দিবে। কিভাবে কি করতে হবে তারা আপনাকে জানাবে।
আর্টিকেল টি পরে যদি আপনি উপকারীত হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ফলো করবেন।
আর যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে যানিয়ে দিবেন। সাহায্য করার চেষ্টা করবো
আর্টিকেল টি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ?
You must be logged in to post a comment.